হায়দরাবাদ, 9 অগস্ট: কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারে পতনের পর অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় ৷ বৃহস্পতিবারই নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার ৷ এই অবস্থায় দেশকে শান্ত হওয়ার বার্তা সকলেই দিয়েছেন ৷ অনেকে আবার সংবাদমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছেন ৷ আর সেই নিয়েই এবার মুখ খুললেন 'হাওয়া' খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ৷
শুক্রবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি চঞ্চল চৌধুরী বলছি ৷ আমার নাম ব্যবহার করে কোন বিদেশি/দেশের পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়ে থাকে, তার দায় আমার নয়। কারণ এখনও পর্যন্ত আমি কোনও পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বিষয়ে কোনও বক্তব্য দিইনি।"
তিনি আরও লেখেন, "আমি সাধারন একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক ৷"
অভিনেতার এই বক্তব্য সামনে আসার পর নেটিজেনরা সমালোচনা করেছেন ৷ দেশের এই পরিস্থিতিতে কেন তিনি কিছু বললেন না, তা নিয়ে সরব নেটিজেনরা ৷ কমেন্ট বক্সে কেউ লিখেছেন, "বাংলাদেশের মানুষ আপনার প্রতি যে সম্মান ছিল, সেটা হারিয়ে ফেলেছেন ৷ অভিনন্দন আপনাকে ৷" আবার কেউ লিখেছেন, "ফ্যাসিবাদের দোসর ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "কি অবস্থা ! কোটা আন্দোলনে কারও মা অসুস্থ, কারও ভাই অসুস্থ, কেউ নিজে অসুস্থ ৷ অথচ, অন্য সময় সবাই অ্যাক্টিভ ৷ তখন কেউ কি অসুস্থ থাকেন না ?"
যদিও অনেক অনুরাগী পাশে দাঁড়িয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর ৷ তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন ৷ উল্লেখ্য, 17 জুলাই অশান্ত বাংলাদেশ নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করেন চঞ্চল ৷ তারপর বাংলাদেশ নিয়ে আজকের এই পোস্ট ৷ তাঁর নাম উল্লেখ করে যাতে কেউ কোনও খবর করতে না পারেন, সেই কারণেই আগাম সাবধানতার বার্তা দিলেন গায়ক-অভিনেতা ৷