ETV Bharat / entertainment

শাখরুখ-পুত্রের প্রেমজল্পনায় ইতি, ব্রাজিলিয়ান অভিনেত্রীর প্রণয়ে মজেছেন আরিয়ান! - Aryan Khan - ARYAN KHAN

ARYAN KHAN SPOTTED WITH RUMOURED GF: তাহলে কি আরিয়ানের সঙ্গে ব্রাজিলিয়ান অভিনেত্রীর প্রণয়ের জল্পনা সত্যি ? রবিবার রাতে মুম্বইয়ে তারকাখচিত একটি অনুষ্ঠানে ফের দেখা গেল আরিয়ান খান ও তাঁর চর্চিত ব্রাজিলিয়ান প্রেমিকাকে ৷ এরপরই আরও তুঙ্গে জল্পনা ৷

Shah Rukh Khan Son Aryan Khan
আরিয়ানের পছন্দ কি ব্রাজিলিয়ান প্রেমিকায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 3:09 PM IST

হায়দরাবাদ, 8 জুলাই: আবারও খবরের শিরোনামে শাহরুখ পুত্র ৷ আরিয়ান খান নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন। রবিবার রাতে দু'জনকে দেখা গিয়েছে একই অনুষ্ঠানে ৷ যদিও এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, শাহরুখ পুত্র আরিয়ান খান ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷

গতকাল অনুষ্ঠানে দু'জনের প্রবেশের ভিডিয়া এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এর আগে ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসি ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল কিং খান-পুত্রকে। সম্প্রতি, ব্রাজিলিয়ান অভিনেত্রীর মা রেনাটা বোনেসির সঙ্গেও দেখা গিয়েছে আরিয়ান। যিনি মুম্বইয়ে এসেছিলেন বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ৷ তারপরই আরিয়ান-ল্যারিসার 'ডেটিং' জল্পনা দানা বাঁধে। যদিও কেউ এই ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য দেননি।

রবিবার দু'জনকে একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা যে আরও তীব্র হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ ওই অনুষ্ঠানে তাঁরা একইসঙ্গে না-প্রবেশ করলেও পরবর্তীতে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ মুম্বইয়ের তারকাখচিত ইভেন্টে রবিবার ব্ল্যাক টি-শার্ট এবং আর্মি প্যান্টে দেখা গিয়েছে আরিয়ানকে ৷ উপরে ছিল নীল ডেনিম জ্যাকেট আর পায়ে স্নিকার ৷ আরিয়ানের সঙ্গে তাল মিলিয়ে ল্যারিসাকেও দেখা গিয়েছে ব্ল্যাক টু-পিস এবং ডেনিম জ্যাকেটে ৷ যদিও গুঞ্জন এড়াতে বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি ৷ এখন দেখার আরিয়ান-ল্যারিসার এই প্রেম গুঞ্জন আদৌ পরিণতি পায় নাকি গুজব স্তরেই রয়ে যায় ৷

আরিয়ানের কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে বাবার থেকে কিছুটা ভিন্ন পথে হেঁটে ছবি বানানোকেই পেশা হিসেবে বাছতে চলেছেন আরিয়ান ৷ ওভার দ্য টপে 'স্টারডম' নামক একটি সিরিজ দিয়ে পরিচালনায় হাত পাকাচ্ছেন শাহরুখ-পুত্র ৷ আপাতত প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে সিরিজের কাজ ৷

হায়দরাবাদ, 8 জুলাই: আবারও খবরের শিরোনামে শাহরুখ পুত্র ৷ আরিয়ান খান নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন। রবিবার রাতে দু'জনকে দেখা গিয়েছে একই অনুষ্ঠানে ৷ যদিও এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, শাহরুখ পুত্র আরিয়ান খান ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷

গতকাল অনুষ্ঠানে দু'জনের প্রবেশের ভিডিয়া এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এর আগে ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসি ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল কিং খান-পুত্রকে। সম্প্রতি, ব্রাজিলিয়ান অভিনেত্রীর মা রেনাটা বোনেসির সঙ্গেও দেখা গিয়েছে আরিয়ান। যিনি মুম্বইয়ে এসেছিলেন বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ৷ তারপরই আরিয়ান-ল্যারিসার 'ডেটিং' জল্পনা দানা বাঁধে। যদিও কেউ এই ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য দেননি।

রবিবার দু'জনকে একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা যে আরও তীব্র হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ ওই অনুষ্ঠানে তাঁরা একইসঙ্গে না-প্রবেশ করলেও পরবর্তীতে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ মুম্বইয়ের তারকাখচিত ইভেন্টে রবিবার ব্ল্যাক টি-শার্ট এবং আর্মি প্যান্টে দেখা গিয়েছে আরিয়ানকে ৷ উপরে ছিল নীল ডেনিম জ্যাকেট আর পায়ে স্নিকার ৷ আরিয়ানের সঙ্গে তাল মিলিয়ে ল্যারিসাকেও দেখা গিয়েছে ব্ল্যাক টু-পিস এবং ডেনিম জ্যাকেটে ৷ যদিও গুঞ্জন এড়াতে বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি ৷ এখন দেখার আরিয়ান-ল্যারিসার এই প্রেম গুঞ্জন আদৌ পরিণতি পায় নাকি গুজব স্তরেই রয়ে যায় ৷

আরিয়ানের কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে বাবার থেকে কিছুটা ভিন্ন পথে হেঁটে ছবি বানানোকেই পেশা হিসেবে বাছতে চলেছেন আরিয়ান ৷ ওভার দ্য টপে 'স্টারডম' নামক একটি সিরিজ দিয়ে পরিচালনায় হাত পাকাচ্ছেন শাহরুখ-পুত্র ৷ আপাতত প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে সিরিজের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.