হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ অম্বানি-নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্ট-শৈলা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা মার্চেন্ট ৷ তার আগে তিনদিনের প্রি-ওয়েডিং সেরেমনির আসর হয়েছে গুজরাতের জামনগরে ৷ পয়লা মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত চলবে চোখ ধাঁধানো অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে হলিউড তারকা রিহানা-সহ সলমন খানও ৷ সেই সব ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল নেটপাড়ায় ৷ প্রি-ওয়েডিং সেরেমনি শুরুর আগে অনন্ত-রাধিকা করলেন অন্নসেবা ৷
মূলত, এটি একটি পারিবারিক পরম্পরা, যেখানে হবু দম্পতি ও তাঁদের পরিবার একসঙ্গে অন্নসেবা করে থাকেন ৷ জামনগরে রিলায়েন্স টাওয়ারশিপের কাছে জোগওয়াড় হ্যামলেটের বাসিন্দাদের এদিন খাওয়ানো হয় বিশেষ গুজরাতি খাবার ৷ প্রায় 51 হাজার এলাকার বাসিন্দাদের এদিন অন্নসেবা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ শুধু তাই নয়, আগামী বেশ কয়েকদিন এই অন্নসেবা দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে হবু বর-কনেকে আশীর্বাদ প্রদান করা ৷ অন্নসেবার মধ্য দিয়ে আগত অতিথিদের কাছ থেকে আগামীর শুভেচ্ছা ও আশীর্বাদ নেওয়া ৷ যাতে পরবর্তী জীবন সুন্দর ও সুখের হয় ৷ এদিন অন্নসেবার পাশাপাশি ট্রাডিশনাল ফোক মিউজিকেরও আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানে নজর কাড়েন গুজরাতি সঙ্গীতশিল্পী কীর্তিদান গাধভি ৷
তবে এটাই প্রথমবার নয় ৷ এর আগে অম্বানি নিজেদের একাধিক পারিবারিক অনুষ্ঠানে অন্নসেবার মতো ঐতিহ্য বহন করে চলেছে ৷ করোনার কারণে যখন দেশজুড়ে অতিমারি প্রবাহ চলছিল, সেই সময় অনন্ত অম্বানির মা নীতা অম্বানি বৃহত্তর অংশে খাবার প্রদানের ব্যবস্থা শুরু করেন ৷ সেই ধারা অব্যাহত রেখেই অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনি শুরু হওয়ার আগে অন্নসেবার আয়োজন করা হয়েছিল ৷
আরও পড়ুন
1. খাবারে 2500 পদ, অম্বানির ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের মেনু হরেক রকম
2. অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ মাতাতে জামনগরে টিম রিহানা
3. দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?