ETV Bharat / entertainment

প্রতারিত হয়েছেন অক্ষয় কুমার, কত টাকা মার গেল 'খিলাড়ি' অভিনেতার? - Akshay Kumar

author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 25, 2024, 5:32 PM IST

Akshay Kumar: বেশ কিছু প্রযোজকের উপর বিরক্ত বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, পরিশ্রম করলেও অনেক প্রযোজক তাঁকে পারিশ্রমিক দেননি ৷ তাঁদের কাছ থেকে তিনি প্রতারিত হয়েছেন ৷

Akshay Kumar
প্রতারিত হয়েছেন অক্ষয় কুমার (ইটিভি ভারত)

মুম্বই, 25 জুলাই: একের পর এক ছবি করলেও পাননি পারিশ্রমিক ৷ সম্প্রতি বেশ কিছু প্রযোজকের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ সরফিরা অভিনেতা জানিয়েছেন, এই যে কাজ করিয়ে পারিশ্রমিক না পাওয়া, এটা এক ধরনের প্রতারণার সমান ৷ যে কারণে তিনি অনেক সময় প্রযোজকদের উপর ভরসা করতে পারেননি বলেও জানান অভিনেতা ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে কথা বলেন অভিনেতা অক্ষয় ৷ পর পর তাঁর সিনেমা ফ্লপ হওয়ায়, তিনি যে মুষড়ে পড়েছেন সেটাও জানান তিনি ৷ 'বড়ে মিঞা ছোটে মিঞা'র পর মুক্তি পেয়েছে 'সরফিরা' ৷ কিন্তু দুটি ছবিই বক্সঅফিসে সাফল্য আনতে ব্যর্থ হয়েছে ৷ 'বড়ে মিঞা ছোটে মিঞা' আয় করেছে 59.17 কোটি টাকা ৷ অন্যদিকে এখনও পর্যন্ত 'সরফিরা'-র ঝুলিতে এসেছে 17.85 কোটি টাকা ৷ যা নিয়ে যথেষ্ট হতাশ 'খিলাড়ি' অভিনেতা ৷ পাশাপাশি, তিনি বিটাউনে বেশ কিছু প্রযোজকের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছেন ৷

সাক্ষাৎকারে অক্ষয়কে প্রশ্ন করা হয়, তিনি কখনও ব্যবসায় প্রতারিত হয়েছেন কি না? এই প্রশ্নের উত্তরে অক্ষয় জানান, দু-একজন প্রযোজকের থেকে এখনও টাকা পাননি তিনি ৷ যা একরকমের প্রতারণার সমান ৷ অর্থাৎ বেশ কয়েক কোটি টাকা হাতছাড়া হয়েছে অভিনেতার ৷ এরপর তিনি ছবির ফ্লপ হওয়া নিয়ে মুখ খোলেন ৷ তিনি বলেন, "প্রত্যেক ছবির পিছনে অনেক পরিশ্রম, ঘাম ও প্যাশন থাকে ৷ কিন্তু তারপরেও যদি প্রেক্ষাগৃহে ছবি না চলে, ব্যবসা না করে, তাহলে সত্যিই দুঃখ হয় ৷ তারপরেও পজিটিভ চিন্তাভাবনা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় ৷ প্রত্যেক অসফলতা তোমাকে আরও বেশি ক্ষুধার্ত করে তোলে সাফল্যের জন্য ৷"

তিনি আরও বলেন, "তবে আমার কেরিয়ারে এই সবকিছুর সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় শিখে গিয়েছি ৷" অক্ষয় বলেন, "এখানে কোনও কিছুই নিজের হাতে থাকে না ৷ যেটা থাকে সেটা হল পরিশ্রম ৷ ফলে পরবর্তী ছবিতে আরও বেশি করে পরিশ্রম করতে থাকি ৷ এইভাবেই আমি আমার এনার্জি ব্যবহার করি পরবর্তী ছবিতে ৷"

মুম্বই, 25 জুলাই: একের পর এক ছবি করলেও পাননি পারিশ্রমিক ৷ সম্প্রতি বেশ কিছু প্রযোজকের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ সরফিরা অভিনেতা জানিয়েছেন, এই যে কাজ করিয়ে পারিশ্রমিক না পাওয়া, এটা এক ধরনের প্রতারণার সমান ৷ যে কারণে তিনি অনেক সময় প্রযোজকদের উপর ভরসা করতে পারেননি বলেও জানান অভিনেতা ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে কথা বলেন অভিনেতা অক্ষয় ৷ পর পর তাঁর সিনেমা ফ্লপ হওয়ায়, তিনি যে মুষড়ে পড়েছেন সেটাও জানান তিনি ৷ 'বড়ে মিঞা ছোটে মিঞা'র পর মুক্তি পেয়েছে 'সরফিরা' ৷ কিন্তু দুটি ছবিই বক্সঅফিসে সাফল্য আনতে ব্যর্থ হয়েছে ৷ 'বড়ে মিঞা ছোটে মিঞা' আয় করেছে 59.17 কোটি টাকা ৷ অন্যদিকে এখনও পর্যন্ত 'সরফিরা'-র ঝুলিতে এসেছে 17.85 কোটি টাকা ৷ যা নিয়ে যথেষ্ট হতাশ 'খিলাড়ি' অভিনেতা ৷ পাশাপাশি, তিনি বিটাউনে বেশ কিছু প্রযোজকের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছেন ৷

সাক্ষাৎকারে অক্ষয়কে প্রশ্ন করা হয়, তিনি কখনও ব্যবসায় প্রতারিত হয়েছেন কি না? এই প্রশ্নের উত্তরে অক্ষয় জানান, দু-একজন প্রযোজকের থেকে এখনও টাকা পাননি তিনি ৷ যা একরকমের প্রতারণার সমান ৷ অর্থাৎ বেশ কয়েক কোটি টাকা হাতছাড়া হয়েছে অভিনেতার ৷ এরপর তিনি ছবির ফ্লপ হওয়া নিয়ে মুখ খোলেন ৷ তিনি বলেন, "প্রত্যেক ছবির পিছনে অনেক পরিশ্রম, ঘাম ও প্যাশন থাকে ৷ কিন্তু তারপরেও যদি প্রেক্ষাগৃহে ছবি না চলে, ব্যবসা না করে, তাহলে সত্যিই দুঃখ হয় ৷ তারপরেও পজিটিভ চিন্তাভাবনা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় ৷ প্রত্যেক অসফলতা তোমাকে আরও বেশি ক্ষুধার্ত করে তোলে সাফল্যের জন্য ৷"

তিনি আরও বলেন, "তবে আমার কেরিয়ারে এই সবকিছুর সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় শিখে গিয়েছি ৷" অক্ষয় বলেন, "এখানে কোনও কিছুই নিজের হাতে থাকে না ৷ যেটা থাকে সেটা হল পরিশ্রম ৷ ফলে পরবর্তী ছবিতে আরও বেশি করে পরিশ্রম করতে থাকি ৷ এইভাবেই আমি আমার এনার্জি ব্যবহার করি পরবর্তী ছবিতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.