ETV Bharat / technology

ইলন ও অম্বানি টক্কর! শীঘ্রই বাজারে আসছে হিউম্যানয়েড রোবট - ROBOTICS STARTUP ADDVERB

আগামী বছরের মধ্যে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স আনতে চলেছে হিউম্যানয়েড রোবট।চিন্তিত ইলন মাস্ক! বিস্তারিত প্রতিবেদনে ৷

ROBOTICS STARTUP ADDVERB
হিউম্যানয়েড রোবট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 22, 2024, 5:29 PM IST

হায়দরাবাদ: রিলায়েন্সের সার্পোটিভ সংস্থা অ্যাডভার্ব টেকনোলজিস-এর উদ্যোগে আগামী বছরে আসতে চলেছে 'হিউম্যানিয়েড রোবোট' ৷ এটি একটি রোবোটিক্স স্টার্টআপ কোম্পানি ৷ রোবটটি আগামী বছর 2025 সালে লঞ্চ করা হবে। বলা হচ্ছে, ইলন মাস্কের টেসলা কোম্পানির রোবটের সঙ্গে রিলায়েন্স রোবট সরাসরি প্রতিদ্বন্ধীতা করবে ৷

একদিনও ছুটি নেই, দুঃখে কাতর রোবট! উদ্ধারকর্তা 'যন্ত্রদানব'

এই রোবট কি করতে পারে?

এই 'হিউম্যানয়েড রোবট' যেকোনও ধরনের কাজে সক্ষম ৷ শীঘ্রই ভারত বিশ্বের সেইসমস্ত দেশগুলির তালিকায় যুক্ত হবে, যারা উন্নয়নশীল দেশ বা রোবট তৈরি করেছে । সেই তালিকায় রয়েছে, ইলন মাস্কের সংস্থা মার্কিন কোম্পানি টেসলা, বোস্টন ডায়নামিক্স এবং অ্যাজিলিটি রোবোটিক্স।

রোবটের ডিজাইন

রিলায়েন্সের হিউম্যানিয়েড রোবটটিতে অত্যাধুনিক জিপিইউ প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী মোটর রয়েছে । এই হিউম্যানয়েড রোবটটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় ৷ রোবটটি বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয় । এই রোবটটিতে ভিজ্যুয়াল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকশন (ভিএলএ) প্রযুক্তি ব্যবহার করা হবে ৷ এটি কোনও মানুষের সাহায্য ছাড়াই বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে বলেই প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে ৷

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

এই রোবটটি স্ব-শিক্ষার অ্যালগরিদম এবং মাল্টি-মডেল ডেটা দিয়ে প্রস্তুত করা হচ্ছে ৷ এই হিউম্যানয়েড রোবটটি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে ৷ এছড়াও পার্সেল হ্যান্ডলিং থেকে শুরু করে গুণমাণ পরিদর্শন ও দুর্যোগে ত্রাণের মতো কাজগুলি সম্পাদন করতে সক্ষম হবে।

2021 সালে বিনিয়োগ করা হয়েছে

2021 সালে Adverb বিনিয়োগকারী হিসাবে রিলায়েন্সে যোগ দিয়েছিল। পরে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন ফ্যাশন, পেট্রোকেমিক্যালস এবং স্বাস্থ্যসেবা-সহ একাধিক ব্যবসায় রোবোটিক সমাধান প্রদর্শন করানো হয়। রিলায়েন্স জিও AI প্ল্যাটফর্ম এবং 5জি পরিষেবার পাশাপাশি রোবট তৈরি করবে অ্যাডভার্ব ৷

অ্যাডভার্বের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মুসাজি কুমার বলেন, "এই রোবটগুলি তৈরি করতে বিপুল পিরমাণ টাকা খরচ হয়। এই রোবটের প্রতিযোগিতা হবে চিনা কোম্পানিগুলোর সঙ্গে। আমাদের লক্ষ্য শুধুমাত্র বিশ্বমানের মানবিক রোবট তৈরি করা নয়, ডাউনস্ট্রিম কোম্পানিগুলির একটি ইকোসিস্টেম তৈরি করা। " অন্যদিকে, এটি ইলন মাস্কের টেসলা অপটিমাস রোবটকেও অনায়সেই টেক্কা দিতে পারবে । ইলন মাস্কের রোবটের দাম 20,000 থেকে 25,000 ডলারের মধ্যে।

আইফোনেও কাজ করবে গুগলের AI জেমিনি, কীভাবে ব্যবহার করবেন

হায়দরাবাদ: রিলায়েন্সের সার্পোটিভ সংস্থা অ্যাডভার্ব টেকনোলজিস-এর উদ্যোগে আগামী বছরে আসতে চলেছে 'হিউম্যানিয়েড রোবোট' ৷ এটি একটি রোবোটিক্স স্টার্টআপ কোম্পানি ৷ রোবটটি আগামী বছর 2025 সালে লঞ্চ করা হবে। বলা হচ্ছে, ইলন মাস্কের টেসলা কোম্পানির রোবটের সঙ্গে রিলায়েন্স রোবট সরাসরি প্রতিদ্বন্ধীতা করবে ৷

একদিনও ছুটি নেই, দুঃখে কাতর রোবট! উদ্ধারকর্তা 'যন্ত্রদানব'

এই রোবট কি করতে পারে?

এই 'হিউম্যানয়েড রোবট' যেকোনও ধরনের কাজে সক্ষম ৷ শীঘ্রই ভারত বিশ্বের সেইসমস্ত দেশগুলির তালিকায় যুক্ত হবে, যারা উন্নয়নশীল দেশ বা রোবট তৈরি করেছে । সেই তালিকায় রয়েছে, ইলন মাস্কের সংস্থা মার্কিন কোম্পানি টেসলা, বোস্টন ডায়নামিক্স এবং অ্যাজিলিটি রোবোটিক্স।

রোবটের ডিজাইন

রিলায়েন্সের হিউম্যানিয়েড রোবটটিতে অত্যাধুনিক জিপিইউ প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী মোটর রয়েছে । এই হিউম্যানয়েড রোবটটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় ৷ রোবটটি বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয় । এই রোবটটিতে ভিজ্যুয়াল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকশন (ভিএলএ) প্রযুক্তি ব্যবহার করা হবে ৷ এটি কোনও মানুষের সাহায্য ছাড়াই বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে বলেই প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে ৷

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

এই রোবটটি স্ব-শিক্ষার অ্যালগরিদম এবং মাল্টি-মডেল ডেটা দিয়ে প্রস্তুত করা হচ্ছে ৷ এই হিউম্যানয়েড রোবটটি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে ৷ এছড়াও পার্সেল হ্যান্ডলিং থেকে শুরু করে গুণমাণ পরিদর্শন ও দুর্যোগে ত্রাণের মতো কাজগুলি সম্পাদন করতে সক্ষম হবে।

2021 সালে বিনিয়োগ করা হয়েছে

2021 সালে Adverb বিনিয়োগকারী হিসাবে রিলায়েন্সে যোগ দিয়েছিল। পরে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন ফ্যাশন, পেট্রোকেমিক্যালস এবং স্বাস্থ্যসেবা-সহ একাধিক ব্যবসায় রোবোটিক সমাধান প্রদর্শন করানো হয়। রিলায়েন্স জিও AI প্ল্যাটফর্ম এবং 5জি পরিষেবার পাশাপাশি রোবট তৈরি করবে অ্যাডভার্ব ৷

অ্যাডভার্বের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মুসাজি কুমার বলেন, "এই রোবটগুলি তৈরি করতে বিপুল পিরমাণ টাকা খরচ হয়। এই রোবটের প্রতিযোগিতা হবে চিনা কোম্পানিগুলোর সঙ্গে। আমাদের লক্ষ্য শুধুমাত্র বিশ্বমানের মানবিক রোবট তৈরি করা নয়, ডাউনস্ট্রিম কোম্পানিগুলির একটি ইকোসিস্টেম তৈরি করা। " অন্যদিকে, এটি ইলন মাস্কের টেসলা অপটিমাস রোবটকেও অনায়সেই টেক্কা দিতে পারবে । ইলন মাস্কের রোবটের দাম 20,000 থেকে 25,000 ডলারের মধ্যে।

আইফোনেও কাজ করবে গুগলের AI জেমিনি, কীভাবে ব্যবহার করবেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.