ETV Bharat / business

জেনে নিন টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা সম্বন্ধে

গত বুধবার প্রয়াত হন 86 বছরের রতন টাটা ৷ বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য হয় ৷ শুক্রবার নোয়েল টাটার নাম ঘোষিত হয় টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে

NOEL TATA
নোয়েল টাটা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 1:34 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: রতন টাটার প্রয়াণের পর শুক্রবার টাটা ট্রাস্টের তরফে জানানো হয় পরবর্তী চেয়ারম্যানের নাম ৷ টাটা গ্রুপের সঙ্গে গত চার দশক ধরে জড়িয়ে থাকা নোয়েল টাটা-কে নয়া চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ কে তিনি ? এতদিন কী কী কাজ করেছেন ? এই সব প্রশ্নের উত্তরই খুঁজছে ব্যবসায়িক মহল থেকে সাধারণ মানুষ ৷ তাই, একনজরে দেখে নেওয়া যাক নোয়েল টাটা সম্বন্ধে ৷

নোয়েল টাটা, নভল এইচ টাটা ও সিমোন এন টাটার সন্তান ৷ তিনি রতন টাটার সৎভাই ৷ প্রচারের আলোর বাইরে তিনি ছিলেন বরাবর ৷ বর্তমানে তিনি টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর । তিনি ট্রেন্ট, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ৷ পাশাপাশি টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান-সহ গ্রুপের মধ্যে বিভিন্ন বোর্ডের পদেও রয়েছেন ।

তবে নোয়েল টাটা তাঁর কর্মজীবন শুরু করেন টাটা ইন্টারন্যাশনালে । 1999 সালের জুন তিনি ট্রেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন ৷ এই সংস্থাটি তাঁর মা সিমোন ডুনয়ার প্রতিষ্ঠা করেছিলেন ৷ টাটার রিটেল শাখা ট্রেন্টের 1998 সালে একটি স্টোর ছিল ৷ সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তিনি এই সংস্থার বিভিন্ন ফর্ম্যাটে 700টিরও বেশি স্টোর তৈরি করেন ৷

তিনি ওয়েস্টসাইডকে গড়ে তোলেন এবং এই সংস্থাকে লাভজনক ব্যবসায় পরিণত করেন । 2003 সালে নোয়েল টাটা টাইটান ইন্ডাস্ট্রিজ ও ভোল্টাসের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন । ট্রেন্ট ওয়েস্টসাইড এবং বুকস্টোর ল্যান্ডমার্ক চালায় । টাইটান কোম্পানির তানিষ্ক, টাইটান, টাইটান আই এবং ফাস্ট্র্যাকের মতো ব্র্যান্ড রয়েছে ।

তিনি 2019 সালে স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডে যোগদান করেন । তিনি 2018 সালে টাইটান কোম্পানির ভাইস চেয়ারম্যান হন এবং 2022 সালের মার্চ মাসে তিনি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন ।

ট্রেন্টের নেতৃত্ব দেওয়ার আগে, নোয়েল টাটা 2010 থেকে 2021 সালের মধ্যে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নেতৃত্ব দেন । তাঁর কার্যকালের সময় কোম্পানির আয় 500 মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 3 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছয় ৷

নোয়েল, মূলত টাটা গ্রুপের রিটেল ব্যবসার দেখাশোনা করতেন ৷ তবে স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের একজন ট্রাস্টি ছিলেন ৷ এই দুই ট্রাস্ট টাটা সন্সের 66 শতাংশের মালিক ৷ টাটা সন্স হল বৈচিত্র্যময় টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি ।

টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তাঁর সময়কালে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ৷ ওই সংস্থার অর্থনৈতিক বৃদ্ধি 2010 সালের অগস্ট থেকে 2021 সালের নভেম্বরের মধ্যে 500 মিলিয়ন মার্কিন ডলার থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হয়েছে ।

নোয়েল টাটা আলু মিস্ত্রীকে বিয়ে করেছেন ৷ তাঁদের তিন সন্তান - মায়া, নেভিল এবং লেয়া ৷ তাঁরা টাটা ট্রাস্টের সঙ্গে যুক্ত বিভিন্ন জনহিতকর সংস্থার ট্রাস্টি হিসেবে নিযুক্ত রয়েছেন ৷ টাটা ট্রাস্ট পরিচালনা করে টাটা গ্রুপ ৷ এটা 150 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ট্রাস্ট ৷

তিনি সাসেক্স ইউনিভার্সিটি (যুক্তরাজ্য) থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং আইএনএসইএডি-এ ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (আইইপি) করেছেন ।

হায়দরাবাদ, 12 অক্টোবর: রতন টাটার প্রয়াণের পর শুক্রবার টাটা ট্রাস্টের তরফে জানানো হয় পরবর্তী চেয়ারম্যানের নাম ৷ টাটা গ্রুপের সঙ্গে গত চার দশক ধরে জড়িয়ে থাকা নোয়েল টাটা-কে নয়া চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ কে তিনি ? এতদিন কী কী কাজ করেছেন ? এই সব প্রশ্নের উত্তরই খুঁজছে ব্যবসায়িক মহল থেকে সাধারণ মানুষ ৷ তাই, একনজরে দেখে নেওয়া যাক নোয়েল টাটা সম্বন্ধে ৷

নোয়েল টাটা, নভল এইচ টাটা ও সিমোন এন টাটার সন্তান ৷ তিনি রতন টাটার সৎভাই ৷ প্রচারের আলোর বাইরে তিনি ছিলেন বরাবর ৷ বর্তমানে তিনি টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর । তিনি ট্রেন্ট, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ৷ পাশাপাশি টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান-সহ গ্রুপের মধ্যে বিভিন্ন বোর্ডের পদেও রয়েছেন ।

তবে নোয়েল টাটা তাঁর কর্মজীবন শুরু করেন টাটা ইন্টারন্যাশনালে । 1999 সালের জুন তিনি ট্রেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন ৷ এই সংস্থাটি তাঁর মা সিমোন ডুনয়ার প্রতিষ্ঠা করেছিলেন ৷ টাটার রিটেল শাখা ট্রেন্টের 1998 সালে একটি স্টোর ছিল ৷ সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তিনি এই সংস্থার বিভিন্ন ফর্ম্যাটে 700টিরও বেশি স্টোর তৈরি করেন ৷

তিনি ওয়েস্টসাইডকে গড়ে তোলেন এবং এই সংস্থাকে লাভজনক ব্যবসায় পরিণত করেন । 2003 সালে নোয়েল টাটা টাইটান ইন্ডাস্ট্রিজ ও ভোল্টাসের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন । ট্রেন্ট ওয়েস্টসাইড এবং বুকস্টোর ল্যান্ডমার্ক চালায় । টাইটান কোম্পানির তানিষ্ক, টাইটান, টাইটান আই এবং ফাস্ট্র্যাকের মতো ব্র্যান্ড রয়েছে ।

তিনি 2019 সালে স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডে যোগদান করেন । তিনি 2018 সালে টাইটান কোম্পানির ভাইস চেয়ারম্যান হন এবং 2022 সালের মার্চ মাসে তিনি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন ।

ট্রেন্টের নেতৃত্ব দেওয়ার আগে, নোয়েল টাটা 2010 থেকে 2021 সালের মধ্যে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নেতৃত্ব দেন । তাঁর কার্যকালের সময় কোম্পানির আয় 500 মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 3 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছয় ৷

নোয়েল, মূলত টাটা গ্রুপের রিটেল ব্যবসার দেখাশোনা করতেন ৷ তবে স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের একজন ট্রাস্টি ছিলেন ৷ এই দুই ট্রাস্ট টাটা সন্সের 66 শতাংশের মালিক ৷ টাটা সন্স হল বৈচিত্র্যময় টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি ।

টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তাঁর সময়কালে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ৷ ওই সংস্থার অর্থনৈতিক বৃদ্ধি 2010 সালের অগস্ট থেকে 2021 সালের নভেম্বরের মধ্যে 500 মিলিয়ন মার্কিন ডলার থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হয়েছে ।

নোয়েল টাটা আলু মিস্ত্রীকে বিয়ে করেছেন ৷ তাঁদের তিন সন্তান - মায়া, নেভিল এবং লেয়া ৷ তাঁরা টাটা ট্রাস্টের সঙ্গে যুক্ত বিভিন্ন জনহিতকর সংস্থার ট্রাস্টি হিসেবে নিযুক্ত রয়েছেন ৷ টাটা ট্রাস্ট পরিচালনা করে টাটা গ্রুপ ৷ এটা 150 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ট্রাস্ট ৷

তিনি সাসেক্স ইউনিভার্সিটি (যুক্তরাজ্য) থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং আইএনএসইএডি-এ ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (আইইপি) করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.