কলকাতা, 30 ডিসেম্বর: নাম বদল স্টার থিয়েটারের । সোমবার সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নাম বদলের কথা ঘোষণা করেন । তিনি বলেন, বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে স্টার থিয়েটারের । তাঁর ঘোষণা মাত্রই সার্কুলার জারি করে স্টার থিয়েটারের জায়গায় এখন জ্বলজ্বল করছে নয়া নাম বিনোদিনী থিয়েটার ৷ তবে সন্দেশখালিতে গিয়ে এই ঘোষণাকে গিমিক বলে কটাক্ষ করেছে বামেরা ৷
সন্দেশখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "স্টার থিয়েটারের নাম আপনারা সবাই শুনেছেন । আমরা স্টার থিয়েটারের নাম বদল করব । নতুন নাম হবে বিনোদিনী থিয়েটার । কারণ, মহিলাদের আমরা সম্মান করি । সেইজন্য স্টার থিয়েটারের নাম বদল করা হবে ।" মূলত নারীর ক্ষমতায়নকে অন্য মাত্রা দিতে এই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, 1883 সালে উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় এই ঐতিহ্যবাহী থিয়েটারটি । সেই সময় স্টার থিয়েটার তৈরির পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ ও বিনোদিনী দাসী । এমনটাও শোনা যায়, এই বিনোদিনী দাসীকেই স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার জন্য অনুরোধ করেছিলেন । শোনা যায়, তখন নাকি বলা হয়েছিল তাঁর নামেই নাম রাখা হবে থিয়েটারের ।
যদিও তা বাস্তবায়িত হয়নি । বিনোদিনী তাঁর এক ভক্ত গুর্মুখ রায়ের কাছ থেকে 50 হাজার টাকা এই থিয়েটার তৈরির জন্য তুলে দিলেও উদ্বোধনের একটু আগে সিদ্ধান্ত বদলে এর নাম রাখা হয় স্টার থিয়েটার । ফলে বিনোদিনীর নামে থিয়েটার, যা তখন বাস্তবে রূপ পায়নি, তা বাস্তব রূপ পেতে চলেছে এতদিনে অর্থাৎ প্রায় 141 বছর পর ।
যদিও বর্তমানে যেখানে স্টার রয়েছে । সেটি তৈরি হয় 1888 সালে ৷ বিডন স্ট্রিটের স্টার থিয়েটার নতুন ঠিকানা পায় হাতিবাগানে ৷ সেখানে স্টার থিয়েটার তৈরির পেছনে ছিল তৎকালীন নাট্য ব্যক্তিত্ব অমৃতলাল বসু, ধর্মদাস সুরদের অবদান । নতুন ঠিকানায় স্টার চলে এলে কখনওই সেখানে অভিনয় করেননি বিনোদিনী দাসী । তবে তাঁকে নিয়ে আবেগ এতটাই ছিল যে, আজও স্টার থিয়েটারের কথা বললে বিনোদিনী দাসীকে উপেক্ষা করা সম্ভব নয় । 1928 সালে যখন সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হয়, তখন ভাঙা পড়ে ইতিহাস খ্যাত সেই বিডন স্ট্রিটের পুরনো ভবনটি ।
স্টার থিয়েটার তাঁর নামে না-হওয়ার আক্ষেপ ধরা পড়েছে বিনোদিনী দাসীর আত্মজীবনীতে ৷ তিনি লিখেছিলেন, নটী বলেই তাঁর দেওয়া অর্থে এই প্রেক্ষাগৃহ হলেও তাঁর নাম ব্যবহারে আপত্তি ছিল উচ্চবর্ণের এক শ্রেণির মানুষের ৷ বিনোদিনী দাসী লিখেছেন, জট কাটাতে গিরিশ ঘোষের স্ত্রী সেই সময় বলেন, বিনোদিনী যেহেতু নিজেই একজন তারকা অর্থাৎ স্টার, তাই প্রেক্ষাগৃহের নাম স্টার হলে তার অর্থ বিনোদিনীর নামেই হল সেই প্রেক্ষাগৃহ ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের কথায়, আজ শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক নারীকে সম্মান দিতে বিনোদিনী দাসীর সেদিনের ইচ্ছা পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর ইচ্ছা অনুসারে স্টার থিয়েটার তৈরির 141 বছর পর এর নাম হতে চলেছে বিনোদিনী থিয়েটার ।
তবে সন্দেশখালিতে গিয়ে স্টার থিয়েটারের নাম বদল করার কথা ঘোষণা করাকে গিমিক বলে কটাক্ষ করেছে সিপিআইএম ৷ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "স্টার থিয়েটার, নটী বিনোদিনীর কথা সবাই জানে ৷ কিন্তু সেই স্টার থিয়েটারের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এটা করার জন্য নবান্নে তাঁর সময় হয়নি ৷ কালচারাল অনুষ্ঠানে সময় হয়নি ৷ কদিন আগে নন্দনে গিয়েছিলেন সেখানেও সময় হয়নি ৷ সন্দেশখালিতে, মেয়েদের যেখানে পিঠে বানানোর জন্য মাঝরাতে ডাকে, সেখানে গিয়ে তাঁর মনে পড়েছে, নটী বিনোদিনীর নামটা এখানে উল্লেখ করা উচিত ৷ তাই স্টার থিয়েটারের নাম তিনি নটী বিনোদিনী ঘোষণা করার যোগ্য জায়গা ভাবলেন সন্দেশখালিকে ৷ আর কত গিমিক দেবেন, এর কোনও ঠিক ঠিকানা নেই ৷"