নয়াদিল্লি, 10 মে: তিহাড় সংশোধনাগার থেকে বেরিয়েই 'স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচানোর' বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করায়, বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷
জামিনে মুক্তি পাওয়ার পর আজ তাঁকে স্বাগত জানানোর জন্য ভিড় উপচে পড়ে সংশোধনাগারের সামনে ৷ কেজরিওয়াল তাঁর কনভয়ে তিহাড় থেকে রওনা হন । তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, তাঁর মেয়ে হর্ষিতা এবং আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সন্দীপ পাঠক । আম আদমি পার্টির প্রধান উপস্থিত জনতার উদ্দেশে জানান, আগামিকাল অর্থাৎ শনিবার দলীয় কার্যালয় থেকে তিনি সাংবাদিক সম্মেলন করবেন ৷
শুক্রবার তিহাড় সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "...আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই । আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন । আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ধন্যবাদ জানাতে চাই, তাঁদের কারণেই আমি আজ আপনাদের সামনে ।"
তিনি আরও জানান, "আগামিকাল 11টায় আমরা কনট প্লেসের হনুমান মন্দিরে যাব এবং দুপুর 1 টায় পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখব ।"
দেশকে বাঁচাতে এ দিন 140 কোটি দেশবাসীর সমর্থন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে হবে । সর্বশক্তি দিয়ে লড়ব, তবে 140 কোটি মানুষের সমর্থন চাই ৷"
আপের জাতীয় আহ্বায়ককে আজ বড় স্বস্তি দিয়েছে শীর্ষ আদালত ৷ লোকসভা নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালের 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট । দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়ালকে তারপর আত্মসমর্পণ করতে হবে এবং 2 জুন তাঁকে সংশোধনাগারে ফিরে যেতে হবে । উল্লেখ্য, আগামী 1 জুন সাত দফা লোকসভা নির্বাচনের শেষ দিন । 4 জুন হবে ভোট গণনা ।
আরও পড়ুন: