নয়াদিল্লি, 8 জুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেও ইন্ডিয়া জোটের পক্ষেই জোড়াল সওয়াল করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ একই সঙ্গে, যে রাজ্যে সম্প্রতি কংগ্রেস ক্ষমতায় এসেছে সেখানে ফল ভালো হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল খাড়গেকে ৷ প্রসংশা করলেন ভারত জোড়ো যাত্রারও ৷ একই সঙ্গে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধিকেই লোকসভার দলনেতা বেছে নিয়েছে কংগ্রেস ৷
শনিবার দিল্লিতে দলের সদর দফতরে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক বসে ৷ এরপরে বিকেলে অবশ্য দলের জয়ী সাংসদ এবং নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবে কংগ্রেস সংসদীয় দল ৷ যদিও ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, "আমাদের অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে ৷ আমাদের অবশ্যই এই বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে গড়ে তুলতে হবে। আমরা এই রায়কে বিনম্র হয়ে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করছি।" এরই সঙ্গে খাড়গের গলায় এদিন উঠে এসেছে আক্ষেপের সুরও ৷
সম্প্রতি একাধিক রাজ্যের বিধানসভা ভোটে দক্ষিণের দুই রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস ৷ কর্ণাটক ও তেলেঙ্গানার ক্ষমতা দখল করে হাত শিবির ৷ কিন্তু, তার কয়েকমাস বাদেই লোকসভা ভোটে সেই দুই রাজ্যেই দেখা যায় তুলনামূলক ভালো ফল করেছে বিজেপি ৷ আর তা নিয়েই এদিন উষ্মা প্রকাশ করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি ৷ এদিন খাড়গে বলেন, "আমরা দেশের নিরীখে ভালো ফলের জন্য খুশি। তবে আমাদের কোথাও ভেবে দেখাও দরকার ৷ কারণ, কিছু রাজ্যে আমরা আমাদের ক্ষমতা এবং প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাইনি ৷ যে সব রাজ্যে আমরা এর আগে বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছি এবং সরকার গঠন করেছি, সেখানে আমরা আমাদের ভালো ফলাফলের পুনরাবৃত্তিও ঘটাতে পারিনি।"
অন্যদিকে, ইন্ডিয়া জোট নিয়েও নিজেদের বক্তব্যকে তুলে ধরেছেন খাড়গে ৷ ওয়ার্কিং কমিটির বৈঠকের পর তিনি বলেন, "আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হব, যদি আমি ইন্ডিয়া জোটের অংশীদারদের ভূমিকাকে স্বীকার না করি ৷ যেখানে প্রতিটি দল বিভিন্ন রাজ্যে তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করেছে ৷ প্রতিটি দল তাদের নিজেদের অবদানও রেখেছে।" তিনি আরও বলেন, "আমরা দ্রুত প্রতিটি রাজ্যের বিষয়ে পৃথক আলোচনা করব। আমাদের জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। এগুলি এমন রাজ্য, যা ঐতিহ্যগতভাবে কংগ্রেসের পক্ষে ছিল ৷ আমাদের জনগণের জন্য এই অনুশীলনটি আমি খুব শীঘ্রই করার প্রস্তাব করছি।"
এরই পাশাপাশি দেশে কংগ্রেসের ভোট শতাংশ বৃদ্ধির জন্য ভারত জোড়ো যাত্রাকেও কৃতিত্ব দিয়েছেন খাড়গে ৷ মল্লিকার্জুন খাড়গের মতে, "আমি স্পষ্টতই বলছি, ভারত জোড়া যাত্রা যেখানেই গিয়েছি আমরা, কংগ্রেস দলের ভোটের শতাংশ এবং আসন সংখ্যা সেখানেই বৃদ্ধি পেয়েছে। মণিপুরে, আমরা দুটি আসনেই জিতেছি। আমরা নাগাল্যান্ড, অসম এবং মেঘালয়েও আসন জিতেছি। মহারাষ্ট্রে, আমরা একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছি। সর্বস্তরের মানুষ সমর্থন করেছেন। দেশের গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচাতে আমরা তফশিলি, উপজাতি এবং সংখ্যালঘু ভোটারদের পাশাপাশি গ্রামীণ এলাকায়ও আমাদের উপস্থিতি অনুভব করতে দেখেছি পাশাপাশি শহুরে এলাকাতেও।"