ETV Bharat / bharat

চারধাম যাত্রা শুরুতে বাকি 8 দিন, পানীয় জলের সংকট-দাবানলে বিধস্ত উত্তরাখণ্ড - Uttarakhand Forest Fire - UTTARAKHAND FOREST FIRE

WILDFIRES IN UTTARAKHAND: উত্তরাখণ্ডের জঙ্গলে দাবানল কমার নামই নিচ্ছে না । প্রায় প্রত্যেকদিন কোনও না কোনও জঙ্গলে আগুন লাগছে ৷ এর ফলে আতঙ্কিত বাসিন্দারা ৷ পাশাপাশি তীব্র গরমে পানীয় জলের সংকট দেখা দিয়েছে ৷ কয়েকদিন পরেই শুরু হওয়া চারধাম যাত্রায় এর প্রভাব যাতে না পরে, তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন ৷

Uttarakhand Forest Fire
উত্তরাখণ্ডে দাবানল! (--নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 3:19 PM IST

আলমোড়া/দেরাদুন, 6 মে: উত্তরাখণ্ডের বনে দাবানল ক্রমাগত বাড়ছে । সরকার ও বিপর্যয় মোকাবিলা দফতর এই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ৷ কিন্তু এই মুহূর্তে তার প্রভাব খুব একটা চোখে পড়ছে না । তার উপর পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট চরমে পৌঁছেছে ৷ এই সময় দেব-নগরীতে পর্যটনের মরশুম ৷ চারধাম যাত্রা শুরু হতে বাকি আর মাত্র 8 দিন । তার আগে বিপর্যস্ত উত্তরাখণ্ড ! চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা ৷

প্রতিদিনই উত্তরাখণ্ডের বিভিন্ন জেলার জঙ্গলে দাবানলের ঘটনা ঘটছে ৷ রবিবার দুনাগিরি জঙ্গলে আগুন লাগে । আগুন বিশাল আকার ধারণ করে দুনাগিরি মন্দির চত্বর পর্যন্ত পৌঁছে যায় । এ সময় মন্দির এলাকায় থাকা দর্শনার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় । দর্শনার্থীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকেন । গত কয়েকদিন ধরে দুনাগিরি মন্দিরের পিছনের বনে আগুন লাগছে । বন দফতরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন । গতকালও বন দফতরের দল মন্দির চত্বরের পিছনের রাস্তা পরিষ্কার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল । হঠাৎ দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে । আগুন দেখে মন্দিরে বেড়াতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সম্প্রতি, আলমোড়া জেলার সোমেশ্বরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 4 লিসা শ্রমিক প্রাণ হারিয়েছেন । এই শ্রমিকরাও বনের আগুন নেভানোর চেষ্টা করছিলেন । কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, নেপালের বাসিন্দা চার লিসা শ্রমিক বনের আগুনে দগ্ধ হন । অবিলম্বে এক সপ্তাহের জন্য সমস্ত ধরণের পশুখাদ্য (খড়) পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

একদিকে তাপপ্রবাহের জেরে মানুষ দুর্ভোগে পড়ছেন ৷ অন্যদিকে রাজ্যের বনাঞ্চলে আগুন কমার লক্ষণ দেখা যাচ্ছে না । এসবের মধ্যে পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট জনসাধারণকে চরম বিপাকে ফেলেছে । গাড়ওয়াল থেকে কুমায়ুন পর্যন্ত পানীয় জলের সংকট দেখা দিয়েছে । উত্তরাখণ্ডে লোকেরা কীভাবে পানীয় জলের সংকটের মুখোমুখি হচ্ছে তার কারণ জানতে আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ উত্তরাখণ্ডের জনগণের পাশাপাশি চারধাম যাত্রায় আগত ভক্তরা যাতে কোনও ধরণের পানীয় জলের সংকটে না পড়েন, তার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ।

তবে পর্যটনের মরশুমে এমতাবস্থায় উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীমহলের ৷ যদি পাহাড়ে আগুন এভাবে চলতে থাকে এবং আগত লোকজনের কাছে একই খবর পৌঁছতে থাকে তাহলে চারধাম যাত্রায় এর প্রভাব পড়বে ৷ বুকিং বাতিল করা শুরু হতে পারে । শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের খবরের মধ্যে অনেক তীর্থযাত্রী চারধাম যাত্রার আপডেট নিতে বারবার ফোন করছেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা । আগুনের খবরে কুমায়ুনের পর্যটন ব্যবসাও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে । বিশেষ করে নৈনিতাল ও আশেপাশের এলাকায় আগুন লাগার কারণে অনেকেই বুকিং করার আগে হোটেল ও ট্যাক্সি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে খবরাখবর নিচ্ছেন । উত্তরাখণ্ড থেকে দিনে দিনে যে ধরনের আগুনের ছবি বেরিয়ে আসছে, তা দেখে সবাই উদ্বিগ্ন !

আরও পড়ুন:

  1. দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল, বিপর্যস্ত যান চলাচল
  2. চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক
  3. চারধাম যাত্রা উপলক্ষে রেকর্ড 50 লক্ষ পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ডে

আলমোড়া/দেরাদুন, 6 মে: উত্তরাখণ্ডের বনে দাবানল ক্রমাগত বাড়ছে । সরকার ও বিপর্যয় মোকাবিলা দফতর এই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ৷ কিন্তু এই মুহূর্তে তার প্রভাব খুব একটা চোখে পড়ছে না । তার উপর পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট চরমে পৌঁছেছে ৷ এই সময় দেব-নগরীতে পর্যটনের মরশুম ৷ চারধাম যাত্রা শুরু হতে বাকি আর মাত্র 8 দিন । তার আগে বিপর্যস্ত উত্তরাখণ্ড ! চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা ৷

প্রতিদিনই উত্তরাখণ্ডের বিভিন্ন জেলার জঙ্গলে দাবানলের ঘটনা ঘটছে ৷ রবিবার দুনাগিরি জঙ্গলে আগুন লাগে । আগুন বিশাল আকার ধারণ করে দুনাগিরি মন্দির চত্বর পর্যন্ত পৌঁছে যায় । এ সময় মন্দির এলাকায় থাকা দর্শনার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় । দর্শনার্থীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকেন । গত কয়েকদিন ধরে দুনাগিরি মন্দিরের পিছনের বনে আগুন লাগছে । বন দফতরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন । গতকালও বন দফতরের দল মন্দির চত্বরের পিছনের রাস্তা পরিষ্কার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল । হঠাৎ দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে । আগুন দেখে মন্দিরে বেড়াতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সম্প্রতি, আলমোড়া জেলার সোমেশ্বরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 4 লিসা শ্রমিক প্রাণ হারিয়েছেন । এই শ্রমিকরাও বনের আগুন নেভানোর চেষ্টা করছিলেন । কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, নেপালের বাসিন্দা চার লিসা শ্রমিক বনের আগুনে দগ্ধ হন । অবিলম্বে এক সপ্তাহের জন্য সমস্ত ধরণের পশুখাদ্য (খড়) পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

একদিকে তাপপ্রবাহের জেরে মানুষ দুর্ভোগে পড়ছেন ৷ অন্যদিকে রাজ্যের বনাঞ্চলে আগুন কমার লক্ষণ দেখা যাচ্ছে না । এসবের মধ্যে পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট জনসাধারণকে চরম বিপাকে ফেলেছে । গাড়ওয়াল থেকে কুমায়ুন পর্যন্ত পানীয় জলের সংকট দেখা দিয়েছে । উত্তরাখণ্ডে লোকেরা কীভাবে পানীয় জলের সংকটের মুখোমুখি হচ্ছে তার কারণ জানতে আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ উত্তরাখণ্ডের জনগণের পাশাপাশি চারধাম যাত্রায় আগত ভক্তরা যাতে কোনও ধরণের পানীয় জলের সংকটে না পড়েন, তার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ।

তবে পর্যটনের মরশুমে এমতাবস্থায় উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীমহলের ৷ যদি পাহাড়ে আগুন এভাবে চলতে থাকে এবং আগত লোকজনের কাছে একই খবর পৌঁছতে থাকে তাহলে চারধাম যাত্রায় এর প্রভাব পড়বে ৷ বুকিং বাতিল করা শুরু হতে পারে । শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের খবরের মধ্যে অনেক তীর্থযাত্রী চারধাম যাত্রার আপডেট নিতে বারবার ফোন করছেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা । আগুনের খবরে কুমায়ুনের পর্যটন ব্যবসাও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে । বিশেষ করে নৈনিতাল ও আশেপাশের এলাকায় আগুন লাগার কারণে অনেকেই বুকিং করার আগে হোটেল ও ট্যাক্সি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে খবরাখবর নিচ্ছেন । উত্তরাখণ্ড থেকে দিনে দিনে যে ধরনের আগুনের ছবি বেরিয়ে আসছে, তা দেখে সবাই উদ্বিগ্ন !

আরও পড়ুন:

  1. দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল, বিপর্যস্ত যান চলাচল
  2. চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক
  3. চারধাম যাত্রা উপলক্ষে রেকর্ড 50 লক্ষ পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ডে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.