ETV Bharat / bharat

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনির - UPSC Chairman Resigns - UPSC CHAIRMAN RESIGNS

UPSC Chairman Resigns: পদত্যাগ করলেন ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি ৷ তাঁর পদত্যাগ করা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ৷ বিশেষত, পুনের প্রবেশনারি আইএএস পূজা খেড়কড় বিতর্ক এক্ষেত্রে মাথাচাড়া দিচ্ছে ৷ তবে সূত্রের খবর, এর সঙ্গে পূজা খেড়কড় ইস্যুর কোনও যোগ নেই বলে দাবি করা হয়েছে ৷

ETV BHARAT
ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি ৷ (ছবি- এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Jul 20, 2024, 4:41 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: কার্যকাল শেষ হওয়ার 5 বছর আগেই পদত্যাগ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনির ৷ শনিবার ইউপিএসসি-র একটি অফিসিয়াল সূত্রকে উল্লেখ করে একথা জানিয়ে সংবাদসংস্থা পিটিআই ৷ তবে, এর সঙ্গে প্রবেশনারি আইএএস পূজা খেড়কর বিতর্কের কোনও যোগ নেই বলে জানিয়েছে ওই সূত্র ৷

পিটিআই তার সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, "প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেড়কর ইস্যু সামনে আসার পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে ঘিরে বিতর্ক ও অভিযোগের সঙ্গে তাঁর পদত্যাগের কোনও যোগ নেই ৷" জানানো হয়েছে, ইউপিএসসি চেয়ারম্যান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ৷ তবে, তাঁর পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি ৷

প্রসিদ্ধ শিক্ষাবিদ হিসেবে পরিচিত মনোজ সোনি 2017 সালের 28 জুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন ৷ তার 6 বছর পর 2023 সালের 16 মে ইউপিএসসি-র চেয়ারম্যান পদে শপথ নেন তিনি ৷ 2029 সালের 15 মে পর্যন্ত ইউপিএসসি-র চেয়ারম্যান হিসেবে মেয়াদ ছিল তাঁর ৷ স্বভাবতই কার্যকাল শেষ হওয়ার পাঁচ বছর আগেই পদত্যাগ করায় একাধিক প্রশ্ন উঠছে ৷ তবে, কমিশনের অফিসিয়াল ওই সূত্রের দাবি অনুযায়ী, সোনি ইউপিএসসি'র চেয়ারম্যান পদে বসতে রাজি ছিলেন না ৷ সেই সময় তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করেছিলেন ৷

কিন্তু মনোজ সোনির সেই অনুরোধ গ্রহণ করা হয়নি ৷ তাই একবছর ইউপিএসসি চেয়ারম্যান পদে কাজ করেই পদত্যাগ করেছেন তিনি ৷ সূত্রের দাবি, সোনি এবার অনেক বেশি সামাজিক-ধর্মীয় কাজকর্মে মনোসংযোগ করতে চাইছেন ৷ উল্লেখ্য, বর্তমানে ইউপিএসসি'র নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুনে প্রবেশনারি আইএএস পূজা খেড়কর ইস্যুতে এই প্রশ্ন ওঠা শুরু হয়েছে ৷

ইতিমধ্য, ইউপিএসসি'র তরফে শুক্রবার পূজা খেড়করের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ যেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে পরিচয় জালিয়াতি করার অভিযোগ করা হয়েছে ৷ এমনকি আগামী দিনে তাঁর নির্বাচনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷

নয়াদিল্লি, 20 জুলাই: কার্যকাল শেষ হওয়ার 5 বছর আগেই পদত্যাগ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনির ৷ শনিবার ইউপিএসসি-র একটি অফিসিয়াল সূত্রকে উল্লেখ করে একথা জানিয়ে সংবাদসংস্থা পিটিআই ৷ তবে, এর সঙ্গে প্রবেশনারি আইএএস পূজা খেড়কর বিতর্কের কোনও যোগ নেই বলে জানিয়েছে ওই সূত্র ৷

পিটিআই তার সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, "প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেড়কর ইস্যু সামনে আসার পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে ঘিরে বিতর্ক ও অভিযোগের সঙ্গে তাঁর পদত্যাগের কোনও যোগ নেই ৷" জানানো হয়েছে, ইউপিএসসি চেয়ারম্যান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ৷ তবে, তাঁর পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি ৷

প্রসিদ্ধ শিক্ষাবিদ হিসেবে পরিচিত মনোজ সোনি 2017 সালের 28 জুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন ৷ তার 6 বছর পর 2023 সালের 16 মে ইউপিএসসি-র চেয়ারম্যান পদে শপথ নেন তিনি ৷ 2029 সালের 15 মে পর্যন্ত ইউপিএসসি-র চেয়ারম্যান হিসেবে মেয়াদ ছিল তাঁর ৷ স্বভাবতই কার্যকাল শেষ হওয়ার পাঁচ বছর আগেই পদত্যাগ করায় একাধিক প্রশ্ন উঠছে ৷ তবে, কমিশনের অফিসিয়াল ওই সূত্রের দাবি অনুযায়ী, সোনি ইউপিএসসি'র চেয়ারম্যান পদে বসতে রাজি ছিলেন না ৷ সেই সময় তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করেছিলেন ৷

কিন্তু মনোজ সোনির সেই অনুরোধ গ্রহণ করা হয়নি ৷ তাই একবছর ইউপিএসসি চেয়ারম্যান পদে কাজ করেই পদত্যাগ করেছেন তিনি ৷ সূত্রের দাবি, সোনি এবার অনেক বেশি সামাজিক-ধর্মীয় কাজকর্মে মনোসংযোগ করতে চাইছেন ৷ উল্লেখ্য, বর্তমানে ইউপিএসসি'র নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুনে প্রবেশনারি আইএএস পূজা খেড়কর ইস্যুতে এই প্রশ্ন ওঠা শুরু হয়েছে ৷

ইতিমধ্য, ইউপিএসসি'র তরফে শুক্রবার পূজা খেড়করের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ যেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে পরিচয় জালিয়াতি করার অভিযোগ করা হয়েছে ৷ এমনকি আগামী দিনে তাঁর নির্বাচনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.