নয়াদিল্লি, 13 মার্চ: 2019 সালের 1 এপ্রিল থেকে চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 22,217টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলি 22,030টি বন্ড টাকার বিনিময়ে ফিরিয়ে দিয়েছে অর্থাৎ রিডিম করেছে ৷ নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টে পেশ করে এ কথা জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷
সুপ্রিম কোর্টে দায়ের করা হলফনামায় এসবিআই বলেছে যে, আদালতের নির্দেশ অনুসারে তারা 12 মার্চ ব্যবসায়িক সময় শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সম্পর্কিত বিশদ তথ্য দিয়ে দিয়েছে ৷ হলফনামায় বলা হয়েছে, প্রতিটি নির্বাচনী বন্ড কেনার তারিখ, ক্রেতার নাম এবং কেনা বন্ডের মূল্য-সহ বিশদ বিবরণ দেওয়া হয়েছে ।
এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ কুমার খারার দাখিল করা হলফনামায় বলা হয়েছে, ব্যাংক নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড নগদ করার তারিখ, রাজনৈতিক দলগুলির নাম এবং বন্ডের মূল্যের যাবতীয় বিবরণ দিয়েছে । 11 মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডের তথ্য পেশ করার জন্য সময় বাড়াতে এসবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছিল এবং 12 মার্চ ব্যবসায়িক সময় শেষ হওয়ার মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের বিশদ প্রকাশ করতে এসবিআই-কে নির্দেশ দিয়েছিল । শীর্ষ আদালত কমিশনকে 15 মার্চ বিকেল 5টার মধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাংকের দেওয়া বিশদ তথ্য প্রকাশ করার নির্দেশও দিয়েছে ।
15 ফেব্রুয়ারি যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে দেয়, যা বেনামী রাজনৈতিক অর্থায়নের অনুমতি দিত ৷ একে অসাংবিধানিক বলে অভিহিত করে 13 মার্চের মধ্যে দাতাদের নাম প্রকাশ, তাঁদের এবং প্রাপকদের অনুদানের পরিমাণ জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । এই প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দিয়ে শীর্ষ আদালত এই স্কিমের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান এসবিআইকে নির্দেশ দিয়েছিল যে, 6 মার্চের মধ্যে 2019 সালের 12 এপ্রিল থেকে কেনা নির্বাচনী বন্ডের বিশদ তথ্য কমিশনকে জমা দিতে হবে । (পিটিআই)
আরও পড়ুন: