ওয়েনাড়, 1 ডিসেম্বর: নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ সাংসদ নির্বাচিত হওয়ার পর শনিবারই প্রথম তিনি কেরলের ওয়েনাড়ে আসেন ৷ এদিন তিনি দাদা রাহুল গান্ধির সঙ্গে রোড শো করেন ৷
ওয়েনাড়ের কালপেট্টায় সাংসদ প্রিয়াঙ্কা জানান, ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আবেদন জানাবেন ৷ তিনি বলেন, "আমি কেরলের মুখ্যমন্ত্রীকে চিঠি দেব, তিনি যেন কেন্দ্রীয় সরকারের উপর যথাসম্ভব চাপ সৃষ্টি করেন এবং যাঁরা পুনর্বাসনের যোগ্য তাঁদের বাসস্থানের ব্যবস্থা করেন ৷ কিন্তু আমি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী- দু'জনের কাছেই আর্জি জানাচ্ছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁরা যেন পুনর্বাসনের বন্দোবস্ত করেন ৷"
রবিবার সকালে সুলতান বাথেরির জনসভায় বিজেপি-র নেতৃত্বে গঠিত এনডিএ জোটকে নিশানা করে কংগ্রেস নেত্রী বলেন, "রাহুল গান্ধি, কংগ্রেস এবং ইউডিএফ-এর কর্মীরা আজ একসঙ্গে একটা বড় লড়াই করছে ৷ আমরা একটা বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি ৷ এই শক্তিটা আমাদের গণতন্ত্রকে যে কোনওভাবে ধ্বংস করে দিতে চাইছে ৷ যারা আমাদের সংবিধানকে দুর্বল করে দিয়েছে, গণতন্ত্রের মূল্যবোধগুলিকে ধ্বংস করে দিতে চায় ৷ আমরা এমন একটা রাজনীতির বিরুদ্ধে লড়ছি, যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে ৷ মহাত্মা গান্ধি এবং জওহরলাল নেহরু যে দাবিগুলি নিয়ে লড়াই করেছেন, আমরা এখনও সেই একই দাবিগুলির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি ৷"
30 জুলাই মাসে কেরলে ভয়াবহ ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা মনে করে প্রিয়াঙ্কা বলেন, "আমাদের কাজের সুবাদে সারা ভারতের যেখানেই কোনও দুর্ঘটনা, দুর্যোগের ঘটনা ঘটে, সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করি ৷ কিন্তু এখানে এসে মানুষের যে দুঃখ, যন্ত্রণা দেখেছি, তা অন্য কোথাও দেখতে পাইনি ৷ প্রকৃতি রোষে ছোট ছোট জায়গাগুলি ধ্বংস হয়ে গিয়েছে ৷ বাড়ি, পরিবার সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ৷ আর জীবনও ৷ এই বিপর্যয়, যন্ত্রণার মধ্যেও আপনারা কতটা মানবিক থেকেছেন, তা আমি নিজের চোখে দেখেছি ৷ আপনারা ধর্ম, জাতপাত নিয়ে প্রশ্ন করেননি, শুধু ক্ষতিগ্রস্তদের জন্য যা, যা করা দরকার সেইসব করার চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ ভারতের প্রকৃত মূল্যবোধের প্রতীক ওয়েনাড় ৷"
তিনি মজার ছলে উপস্থিত ওয়েনাড়বাসীর উদ্দেশ্যে বলেন, "গতকাল কোনও একটি জনসভা থেকে একজন আমার কাছে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে, আমি এখানে ফিরে আসব কি না ৷ আজ আমি কথা দিচ্ছি, আমি এখানে এতবার আসব, যে আপনারা আমায় নিয়ে ক্লান্ত হয়ে পড়বেন ৷ তাই আমায় দেখাটা অভ্যাস করে ফেলুন ৷"
জনসভার ভিড় থেকে প্রশ্ন ওঠে, তিনি কি ওয়েনাড়ে পাকাপাকিভাবে থাকবেন ? এর উত্তরে কংগ্রেস সাংসদ বলেন, "এবিষয়ে আমি অবশ্যই ভাবনাচিন্তা করব ৷" তিনি জানান, ওয়েনাড়েই তিনি একটা কোনও সুন্দর জায়গার খোঁজ করবেন ৷ এরই সঙ্গে তিনি মালয়ালম ভাষাটি শিখে নেওয়ার কথাও জানিয়েছেন ৷
সম্প্রতি ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে রাজীব-তনয়া পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338টি ভোট, যা প্রদত্ত ভোটের 64.99 শতাংশ ৷ দাদা রাহুল গান্ধির জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি ৷ প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সত্যেন মোকেরিকে 4 লক্ষ 10 হাজার 931 ভোটে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা ৷ সিপিআই প্রার্থী পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 টি ভোট, মাত্র 22.08 শতাংশ ৷ আর বিজেপির নভ্য়া হরিদাস 11.48 শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার ভোটের ব্যবধান 5 লক্ষ 12 হাজার 399 ৷