ETV Bharat / bharat

খাদে পড়ল সেনার ট্রাক, অরুণাচলে নিহত 3 জওয়ান - Army Truck Falls into Gorge - ARMY TRUCK FALLS INTO GORGE

Army Vehicle Falls into Gorge: খাদে পড়ে গেল সেনার ট্রাক ৷ অরুণাচল প্রদেশে মৃত 3 সেনা জওয়ান ৷

Army Soldiers Killed
অরুণাচলে নিহত 3 জওয়ান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 6:29 PM IST

তেজপুর, 28 অগস্ট: আচমকাই খাদে পড়ে গেল ভারতীয় সেনার ট্রাক ৷ নিহত 3 জওয়ান ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় ৷ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে তাপি গ্রামের কাছে অরুণাচল হাইওয়েতে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তাপি গ্রামের কাছে মঙ্গলবারের দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ দেশের প্রতি তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আমি ভগবান বুদ্ধের কাছে সাহসী আত্মার শান্তি কামনা করি ।"

সেনা সূত্রে খবর, নিহতদের নাম হাভিলদার নখত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডায়ার আশিস কুমার ৷ এরা সকলেই সেনার ইস্টার্ন কম্যান্ডর কর্মী ৷ এদিন সকালে দাপোরিজো থেকে লেপারাদা জেলার বাসারের দিকে যাচ্ছিল সেনা বোঝাই ট্রাকটি ৷ অরুণাচল হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় পাথরে ট্রাকের চাকা পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷

সেনা জওয়ানদের উদ্ধার করার জন্য দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা ৷ ঘটনাস্থলে মারা যান তিন জওয়ান ৷ গুরুতর আহত হন বেশ কয়েকজন সেনা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এক্স হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে একটি পোস্ট করেন ইস্টার্ন কম্যান্ড ৷ তিনি লেখেন, "তিন জওয়ানের মৃত্যুতে লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি-সহ সমস্ত ব়্যাঙ্কের জওয়ানরে গভীরভাবে শোকাহত । সেনা নিহত জওয়ানদের শোকতপ্ত পরিবারের পাশে রয়েছে ।"

তেজপুর, 28 অগস্ট: আচমকাই খাদে পড়ে গেল ভারতীয় সেনার ট্রাক ৷ নিহত 3 জওয়ান ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় ৷ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে তাপি গ্রামের কাছে অরুণাচল হাইওয়েতে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তাপি গ্রামের কাছে মঙ্গলবারের দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ দেশের প্রতি তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আমি ভগবান বুদ্ধের কাছে সাহসী আত্মার শান্তি কামনা করি ।"

সেনা সূত্রে খবর, নিহতদের নাম হাভিলদার নখত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডায়ার আশিস কুমার ৷ এরা সকলেই সেনার ইস্টার্ন কম্যান্ডর কর্মী ৷ এদিন সকালে দাপোরিজো থেকে লেপারাদা জেলার বাসারের দিকে যাচ্ছিল সেনা বোঝাই ট্রাকটি ৷ অরুণাচল হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় পাথরে ট্রাকের চাকা পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷

সেনা জওয়ানদের উদ্ধার করার জন্য দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা ৷ ঘটনাস্থলে মারা যান তিন জওয়ান ৷ গুরুতর আহত হন বেশ কয়েকজন সেনা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এক্স হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে একটি পোস্ট করেন ইস্টার্ন কম্যান্ড ৷ তিনি লেখেন, "তিন জওয়ানের মৃত্যুতে লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি-সহ সমস্ত ব়্যাঙ্কের জওয়ানরে গভীরভাবে শোকাহত । সেনা নিহত জওয়ানদের শোকতপ্ত পরিবারের পাশে রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.