ETV Bharat / bharat

তেজস্বী যাদবের কনভয়ের এসকর্ট গাড়ি দুর্ঘটনার কবলে, মৃত 1 পুলিশকর্মী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:24 AM IST

Tejashwi Yadav Escort Accident: পূর্ণিয়া থেকে কাটিহার যাওয়ার পথে তেজস্বী যাদবের কনভয় দুর্ঘটনার কবলে পড়ল ৷ মৃত্যু হল এসকর্ট গাড়ির চালক এক পুলিশ কর্মীর ৷

ETV Bharat
তেজস্বী যাদবের কনভয়ে দুর্ঘটনা

পূর্ণিয়া, 27 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর ৷ সোমবার রাতে এই পথ দুর্ঘটনাটি হয় বিহারের পূর্ণিয়ায় ৷ এদিন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জন বিশ্বাস যাত্রায় কনভয়ের এসকর্ট গাড়িটির চালক পুলিশ কর্মীর মৃত্য হয় ৷ পাশাপাশি 6 জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছে ৷

আরজেডি নেতা তেজস্বী যাদবের কনভয় পূর্ণিয়া থেকে কাটিহার যাচ্ছিল ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের কেন্দ্রীয় পদাধিকারী সেখানে পৌঁছয় ৷ আহতদের পূর্ণিয়ায় মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেজস্বীর কনভয়কে কাটিহারে সীমানা পর্যন্ত ছাড়তে গিয়েছিল এসকর্ট গাড়িটি ৷ এদিকে সেখানে কাটিহার থেকে পূর্ণিয়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই মুফস্সিল থানা এলাকায় এই দু'টি গাড়ির সংঘর্ষ হয় ৷ এসকর্ট গাড়ির চালক পুলিশকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান ৷

আরেকদিকে উত্তরপ্রদেশের বালিয়ায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিয়ায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে দু'টি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাত 3টে থেকে 3.30টের মধ্য়ে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাদের চিকিৎসা চলছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিয়া জেলার বাইরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে দু'টি গাড়ির ধাক্কা লাগে ৷

বিয়ের তিলক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরপক্ষের দু'টি গাড়িকেই ধাক্কা দেয় পিকআপ ভ্যান ৷ সুঘর ছাপড়া মোড়ের কাছে এসে দু'টি গাড়িই উলটে যায় ৷ এই ঘটনায় 2 শিশু-সহ 6 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 জন ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তাঁদের বারাণসীতে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  3. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9

পূর্ণিয়া, 27 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর ৷ সোমবার রাতে এই পথ দুর্ঘটনাটি হয় বিহারের পূর্ণিয়ায় ৷ এদিন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জন বিশ্বাস যাত্রায় কনভয়ের এসকর্ট গাড়িটির চালক পুলিশ কর্মীর মৃত্য হয় ৷ পাশাপাশি 6 জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছে ৷

আরজেডি নেতা তেজস্বী যাদবের কনভয় পূর্ণিয়া থেকে কাটিহার যাচ্ছিল ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের কেন্দ্রীয় পদাধিকারী সেখানে পৌঁছয় ৷ আহতদের পূর্ণিয়ায় মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেজস্বীর কনভয়কে কাটিহারে সীমানা পর্যন্ত ছাড়তে গিয়েছিল এসকর্ট গাড়িটি ৷ এদিকে সেখানে কাটিহার থেকে পূর্ণিয়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই মুফস্সিল থানা এলাকায় এই দু'টি গাড়ির সংঘর্ষ হয় ৷ এসকর্ট গাড়ির চালক পুলিশকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান ৷

আরেকদিকে উত্তরপ্রদেশের বালিয়ায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিয়ায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে দু'টি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাত 3টে থেকে 3.30টের মধ্য়ে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাদের চিকিৎসা চলছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিয়া জেলার বাইরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে দু'টি গাড়ির ধাক্কা লাগে ৷

বিয়ের তিলক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরপক্ষের দু'টি গাড়িকেই ধাক্কা দেয় পিকআপ ভ্যান ৷ সুঘর ছাপড়া মোড়ের কাছে এসে দু'টি গাড়িই উলটে যায় ৷ এই ঘটনায় 2 শিশু-সহ 6 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 জন ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তাঁদের বারাণসীতে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  3. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.