চেন্নাই, 22 অগস্ট: তিনি যে রাজনীতিতে যোগ দিচ্ছেন, তা আগেই জানিয়েছিলেন তামিল অভিনেতা বিজয় ৷ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর দলের পতাকা উন্মোচন করলেন ৷ গত 2 ফেব্রুয়ারি অভিনেতা বিজয় তাঁর দলের নাম 'তামিঝাগা ভেট্রি কাঝাগম' ঘোষণা করেন ৷ দলের সাধারণ সম্পাদক বাসি আনন্দ নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে দলের নাম নথিভুক্ত করিয়েছেন ৷
এবার 'তামিঝাগা ভেট্রি কাঝাগম' দলে 2 কোটি সদস্যের যোগদানে কঠিন পরিশ্রম করছে ৷ গত 19 অগস্ট অভিনেতা বিজয়ের একটি ভিডিয়ো সংবাদমাধ্য়মে প্রকাশিত হয় ৷ তাতে দেখা যায়, তিনি পানাইয়ুরে দলীয় কার্যালয়ে একটি হলুদ পতাকা হাতে মহড়া দিচ্ছেন ৷ সেই পতাকায় তাঁর ছবি রয়েছে ৷ এদিন সকাল 9.15 মিনিটে তিনি দলীয় পতাকা ও সঙ্গীত প্রকাশ করেন ৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিজয়ের বাবা-মা এবং দলের এগজিকিউটিভ পদাধিকারী 300 জনেরও বেশি ব্যক্তি ৷ বিজয়ের দলের পতাকার মাঝে রয়েছে তেঁতুল ফুল, যার বৈজ্ঞানিক নাম আলবিজিয়া লেববেক ৷ তাকে ঘিরে তারা আঁকা একটি বৃত্ত রয়েছে ৷ এর দু'দিকে দু'টি হাতি শুঁড় তুলে দাঁড়িয়ে আছে ৷
দলের পতাকা, প্রতীক উন্মোচনের সময় অভিনেতা বিজয় একটি অঙ্গীকার পাঠ করেন ৷ তাতে লেখা রয়েছে, "আমরা সবসময় দেশের সংগ্রামীদের প্রশংসা করব, যাঁরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ আমাদের তামিলের মাটির যে সব সৈনিকরা অক্লান্ত যুদ্ধ করেছেন, তাঁদেরও ৷ জাত, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের নামে তৈরি হওয়া বিভাজন দূর করব ৷ তার জন্য জনমানসে সচেতনতামূলক প্রচার করব ৷ সবার সমানাধিকারের লড়াই লড়ব ৷"