ETV Bharat / bharat

NEET-UG পরীক্ষা না-দিয়েও মার্কশিটে নম্বর-ব়্যাঙ্ক! হতভম্ব পড়ুয়া - NEET UG Row 2024 - NEET UG ROW 2024

NEET-UG Scam: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি না দিয়েও নম্বর পেলেন এক ছাত্রী ৷ এর আগে অবশ্য তিনি এই পরীক্ষা দিয়েছিলেন ৷ এবার পরীক্ষায় না বসে তিনি যে নম্বর পেয়েছেন, তা আগের থেকে অনেকটাই কম ৷ স্তম্ভিত পড়ুয়া ৷

NEET-UG Marksheet by NTA
নিট-ইউজি পরীক্ষায় না বসেও নম্বর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:09 PM IST

ইয়াবাতমল, 17 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় না বসেও নম্বর পেলেন এক ছাত্রী ৷ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক বেনিয়মের অভিযোগ ইতিমধ্যে কাঠগড়ায় পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ এরই মাঝে সামনে এল এমন ঘটনা ৷

জানা গিয়েছে, ভূমিকা ডাঙ্গে মহারাষ্ট্রের ইয়াবাতমলের আর্নির বাসিন্দা ৷ এবছরের আগে তিনি নিট-ইউজি পরীক্ষা দিয়েছিলেন এবং 640 নম্বর পেয়েছিলেন ৷ এদিকে 2024 সালে নিট পরীক্ষা না-দিলেও ভূমিকার নামে মার্কশিট এসেছে ৷ তাতে তাঁর প্রাপ্ত নম্বর 172 ৷ অর্থাৎ পড়ুয়ার প্রাপ্ত নম্বর 640 থেকে সোজা 172-এ নেমে গিয়েছে ৷ স্বভাবতই এমন ঘটনায় ধন্দে পড়েছেন ছাত্রী ৷ প্রথমবার পরীক্ষায় দিয়ে ভূমিকা সর্বভারতীয় 11 হাজার 769 ব়্যাঙ্ক করেছিলেন ৷ এবার তাঁর ব়্যাঙ্ক হয় 11 লক্ষ 15 হাজার 845 হাজার ৷

এদিকে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যে 14 জনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অন্যদিকে আগামিকাল, 18 জুলাই নিট-ইউজি সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটি হয়েছিল গত 5 মে ৷ ফলাফল প্রকাশিত হয় 4 জুন ৷ এরপরই এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

NTA Marksheet of NEET-UG 2024
নিট-ইউজি 2024 পরীক্ষায় না বসলেও এনটিএ-র মার্কশিট (ইটিভি ভারত)

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চে 40টিরও বেশি নিট-ইউজি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ৷ এমনকী দেশের বিভিন্ন হাইকোর্টেও যে সব মামলা দায়ের হয়েছে, সেগুলিও এই তালিকায় রয়েছে ৷ এর আগে 11 জুলাই এই মামলার শুনানি ছিল ৷ সেখানে নিট-ইউজি পরীক্ষা বাতিল হওয়া, ফের পরীক্ষা নেওয়া, বেনিয়মের তদন্ত বিষয়ে বহু মামলার একসঙ্গে শুনানি হয় ৷

আদালতের পর্যবেক্ষণ, নিট-ইউজি পরীক্ষায় যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তাতে সিবিআই-এর তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে একটি স্টেটাস রিপোর্ট পেয়েছে আদালত ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার একটি অতিরিক্ত হলফনামায় আদালতে জানিয়েছে যে, নিট-ইউজি 2024 সালের পরীক্ষার ফলাফলের ডেটা বিশ্লেষণ করেছে আইআইটি মাদ্রাজ ৷ তারা কোথাও কোনও বেনিয়ম খুঁজে পায়নি ৷

ইয়াবাতমল, 17 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় না বসেও নম্বর পেলেন এক ছাত্রী ৷ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক বেনিয়মের অভিযোগ ইতিমধ্যে কাঠগড়ায় পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ এরই মাঝে সামনে এল এমন ঘটনা ৷

জানা গিয়েছে, ভূমিকা ডাঙ্গে মহারাষ্ট্রের ইয়াবাতমলের আর্নির বাসিন্দা ৷ এবছরের আগে তিনি নিট-ইউজি পরীক্ষা দিয়েছিলেন এবং 640 নম্বর পেয়েছিলেন ৷ এদিকে 2024 সালে নিট পরীক্ষা না-দিলেও ভূমিকার নামে মার্কশিট এসেছে ৷ তাতে তাঁর প্রাপ্ত নম্বর 172 ৷ অর্থাৎ পড়ুয়ার প্রাপ্ত নম্বর 640 থেকে সোজা 172-এ নেমে গিয়েছে ৷ স্বভাবতই এমন ঘটনায় ধন্দে পড়েছেন ছাত্রী ৷ প্রথমবার পরীক্ষায় দিয়ে ভূমিকা সর্বভারতীয় 11 হাজার 769 ব়্যাঙ্ক করেছিলেন ৷ এবার তাঁর ব়্যাঙ্ক হয় 11 লক্ষ 15 হাজার 845 হাজার ৷

এদিকে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যে 14 জনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অন্যদিকে আগামিকাল, 18 জুলাই নিট-ইউজি সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটি হয়েছিল গত 5 মে ৷ ফলাফল প্রকাশিত হয় 4 জুন ৷ এরপরই এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

NTA Marksheet of NEET-UG 2024
নিট-ইউজি 2024 পরীক্ষায় না বসলেও এনটিএ-র মার্কশিট (ইটিভি ভারত)

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চে 40টিরও বেশি নিট-ইউজি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ৷ এমনকী দেশের বিভিন্ন হাইকোর্টেও যে সব মামলা দায়ের হয়েছে, সেগুলিও এই তালিকায় রয়েছে ৷ এর আগে 11 জুলাই এই মামলার শুনানি ছিল ৷ সেখানে নিট-ইউজি পরীক্ষা বাতিল হওয়া, ফের পরীক্ষা নেওয়া, বেনিয়মের তদন্ত বিষয়ে বহু মামলার একসঙ্গে শুনানি হয় ৷

আদালতের পর্যবেক্ষণ, নিট-ইউজি পরীক্ষায় যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তাতে সিবিআই-এর তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে একটি স্টেটাস রিপোর্ট পেয়েছে আদালত ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার একটি অতিরিক্ত হলফনামায় আদালতে জানিয়েছে যে, নিট-ইউজি 2024 সালের পরীক্ষার ফলাফলের ডেটা বিশ্লেষণ করেছে আইআইটি মাদ্রাজ ৷ তারা কোথাও কোনও বেনিয়ম খুঁজে পায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.