নেলোর/জম্মু, 10 ফেব্রুয়ারি: পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে 9 জনের ৷ শনিবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেলোরের মুসুনুর টোল প্লাজার সামনে ৷ সামনে থেকে একটি লরি এসে পর্যটকদের প্রাইভেট বাসে ধাক্কা মারে ৷ যে ঘটনায় বাসের সামনের অংশ পুরোপুরি তুবড়ে গিয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় বাসের চালক-সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় জখম 15 জনকে স্থানীয় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পাশের গভীর খাদে গিয়ে পড়ে ৷ ঘটনায় এক নাবালক-সহ তিন জনের মৃত্যু হয়েছে ৷ শনিবার স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ আবহাওয়া খারাপ থাকায় রাস্তা ভিজে থাকার কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি ৷ অন্যদিকে, গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷
কিস্তওয়ার জেলায় পথদুর্ঘটনায় মৃতেরা হলেন দয়া কৃষ্ণা (36), সবিতা দেবী (30) এবং তাঁদের নাবালক ছেলে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ মোট 15 জন সওয়ার ছিলেন ৷ এই ঘটনায় বাকি 12 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ভরতি করানো হয়েছে ৷ উল্লেখ্য, আহতদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ৷
কিস্তওয়ার জেলা প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে মৃতদের মাথাপিছু পরিবারকে 50 হাজার টাকা এবং আহতদের জন্য 10 হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ৷ জেলার 'রেড ক্রস তহবিল' থেকে এই আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: