আমেঠি, 9 জুন: পথ দুর্ঘটনায় মা ও 7 বছরের সন্তানের মর্মান্তিক মৃত্যু ঘটল উত্তরপ্রদেশে ৷ মা এবং সন্তান ছাড়াও পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আরও তিনজনের ৷ আহত হয়েছেন আরও 6 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার আমেঠি জেলার সুলতানপুর রায়বরেলি সড়কে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে । আহতদের সুলতানপুর জেলা হাসপাতাল ও গৌরীগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে। মৃতদেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, জেলার মুন্সীগঞ্জ থানার জামো ভাদর মোড়ের কাছে একটি বোলেরো ও বাইকের মাঝে একটি ট্রাক্টর এসে পড়ে । এ কারণে বাইক ও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় বাইক আরোহী ভাই-বোন এবং এক নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বোলেরোতে থাকা দুই মহিলারও প্রাণ গিয়েছে দুর্ঘটনায়। বোলেরোতে থাকা আরও 6 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ভাবাপুরের বাসিন্দা দুর্গেশ উপাধ্যায় রামগঞ্জ বাজারে একটি মেডিক্যাল স্টোর চালাতেন । দুর্গেশ রবিবার সকালে বোনকে আনতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। বুলেটে করে তিনি তাঁর বোন বন্দনা এবং তার 7 বছরের ছেলে দেবাংশকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন । পথে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। অন্যদিকে বোলোরোটি যাত্রী নিয়ে সুলতানপুর জেলার ইসলামগঞ্জ থেকে ধরাই মাফি যাচ্ছিলেন। পথে ট্রাক্টরটিকে বাঁচাতে গিয়ে বোলেরোটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে গাড়িতে থাকা শাহনূর ও শবনম নামে দু'জনের মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে গৌরীগঞ্জের এরিয়া অফিসার মায়াঙ্ক দ্বিবেদী জানান, মুন্সীগঞ্জ থানা এলাকার জামো ভাদর মোড়ে পথ দুর্ঘটনা ঘটেছে । এতে এক শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে । আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃতের দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।