খাগড়িয়া (বিহার), 19 মার্চ: মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিয়ে বাড়ির গাড়ি ৷ সোমবার ভোরে বিহারের 31 নম্বর জাতীয় সড়কের উপর বিদ্যারতন পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ বিয়ে বাড়ির ওই গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 4 শিশু-সহ 7 জনের ৷ দুর্ঘটনার খবর পেয়েই উপস্থিত হয় পুলিশ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি শনাক্তকরণ পক্রিয়া চলছে ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর রাতে বিহারের খাগরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে । পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা সকলেই থুট্টি মোহনপুর থেকে মাদাইয়া বিথালা এলাকায় ফিরছিল ৷ সেই সময়েই 31 নম্বর জাতীয় সড়কের উপর বিয়ে বাড়ির যাত্রী বোঝাই গাড়িটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ৷ তাঁরা একই পরিবারের কি না এখনও জানা যায়নি ৷
ঘটনা প্রসঙ্গেই খাগড়িয়া ডিএসপি রমেশ কুমার বলেন, "সড়ক দুর্ঘটনায় তিন শিশু-সহ মোট 7 মৃত্যু হয়েছে । সকলেই বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। স্থানীয় পসরাহা থানা এলাকায় 31 নম্বর জাতীয় সডকের উপর বিয়ে বাড়ির গাড়ি এবং একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয় ৷ যার জেরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে । তদন্তের স্বার্থে স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷ সেই সঙ্গে দুই গাড়ির চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সমস্ত নিয়ম মেনে তদন্ত শুরু করেছে করেছে পুলিশ ৷ দুর্ঘটনাগ্রস্থ বিয়ে বাড়ির গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: