ETV Bharat / bharat

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় ফাঁক, মুখ্যমন্ত্রীর গ্যালারি লক্ষ্য করে কাগজ ছুড়ল ব্যক্তি - R Day Parade

Security Lapse During R Day Parade: লোকটি মাঠে ঢুকে আচমকাই তার পকেট থেকে একটি প্যামফলেট বের করে মুখ্যমন্ত্রীর গ্যালারির দিকে ছুড়ে দেয় ৷ পুলিশ জানিয়েছে, ভিআইপি গ্যালারির দিকে হাঁটতে দেখে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম পরশুরাম ৷ মহীশূরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পরশুরাম প্রাথমিকভাবে দর্শক গ্যালারিতে বসে ছিলেন। প্যারেডের মাঝখানে হঠাৎ সে মাঠে ঢুকে যায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 10:42 PM IST

বেঙ্গালুরু, 26 জানুয়ারি: শুক্রবার মানেকশ গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় বড়সড় ত্রুটি দেখা যায় ৷ এদিনই কুচকাওয়াজ চলাকালীন এক ব্যক্তি আচমকাই মাঠে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গ্যালারিতে বসে থাকা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লক্ষ্য করে প্যামফলেট নিক্ষেপ করার চেষ্টা করে বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

জানা গিয়েছে, লোকটি মাঠে ঢুকে আচমকাই তার পকেট থেকে একটি প্যামফলেট বের করে মুখ্যমন্ত্রীর গ্যালারির দিকে ছুড়ে দেয় ৷ পুলিশ জানিয়েছে, ভিআইপি গ্যালারির দিকে হাঁটতে দেখে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম পরশুরাম ৷ মহীশূরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পরশুরাম প্রাথমিকভাবে দর্শক গ্যালারিতে বসে ছিলেন। প্যারেডের মাঝখানে হঠাৎ সে মাঠে ঢুকে যায় ৷ জানা গিয়েছে, লোকটি হতাশ হয়ে পড়েছিল ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, তার জামাই কেপিএসসি পরীক্ষায় বসেছিল ৷ তার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তিনি ফলাফল ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছিল বলেও জানিয়েছে পুলিশ ৷

ওই ব্যক্তি একটি প্যামফ্লেট প্রদর্শন করেছিলেন যাতে তার চিঠিও অন্তর্ভুক্ত ছিল। তাকে হেফাজতে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেপিএসসিতে নিয়োগ বিলম্বিত হচ্ছে। আমাকে এটি মুখ্যমন্ত্রীর নজরে আনতে দেওয়া হচ্ছে না ৷" আরও একটি ঘটনায়, পুলিশ পিলান্না গার্ডেন বিবিএমপি জুনিয়র কলেজের অধ্যক্ষ এবং সাবিত্রীবা পুলে নৃত্য পরিচালককে প্রবেশপত্র থাকা সত্ত্বেও মাঠে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ। অধ্যক্ষ এবং কোরিওগ্রাফার তাদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাদের কাছে প্রয়োজনীয় পাস থাকা সত্ত্বেও পুলিশ তাদের পুরস্কার নিতে মাঠে প্রবেশ করতে বাধা দেয়।

আরও পড়ুন:

  1. রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ
  2. নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছাড়লেও ক্ষতি হবে না বিরোধী জোটের, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন মমতা

বেঙ্গালুরু, 26 জানুয়ারি: শুক্রবার মানেকশ গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় বড়সড় ত্রুটি দেখা যায় ৷ এদিনই কুচকাওয়াজ চলাকালীন এক ব্যক্তি আচমকাই মাঠে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গ্যালারিতে বসে থাকা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লক্ষ্য করে প্যামফলেট নিক্ষেপ করার চেষ্টা করে বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

জানা গিয়েছে, লোকটি মাঠে ঢুকে আচমকাই তার পকেট থেকে একটি প্যামফলেট বের করে মুখ্যমন্ত্রীর গ্যালারির দিকে ছুড়ে দেয় ৷ পুলিশ জানিয়েছে, ভিআইপি গ্যালারির দিকে হাঁটতে দেখে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম পরশুরাম ৷ মহীশূরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পরশুরাম প্রাথমিকভাবে দর্শক গ্যালারিতে বসে ছিলেন। প্যারেডের মাঝখানে হঠাৎ সে মাঠে ঢুকে যায় ৷ জানা গিয়েছে, লোকটি হতাশ হয়ে পড়েছিল ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, তার জামাই কেপিএসসি পরীক্ষায় বসেছিল ৷ তার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তিনি ফলাফল ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছিল বলেও জানিয়েছে পুলিশ ৷

ওই ব্যক্তি একটি প্যামফ্লেট প্রদর্শন করেছিলেন যাতে তার চিঠিও অন্তর্ভুক্ত ছিল। তাকে হেফাজতে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেপিএসসিতে নিয়োগ বিলম্বিত হচ্ছে। আমাকে এটি মুখ্যমন্ত্রীর নজরে আনতে দেওয়া হচ্ছে না ৷" আরও একটি ঘটনায়, পুলিশ পিলান্না গার্ডেন বিবিএমপি জুনিয়র কলেজের অধ্যক্ষ এবং সাবিত্রীবা পুলে নৃত্য পরিচালককে প্রবেশপত্র থাকা সত্ত্বেও মাঠে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ। অধ্যক্ষ এবং কোরিওগ্রাফার তাদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাদের কাছে প্রয়োজনীয় পাস থাকা সত্ত্বেও পুলিশ তাদের পুরস্কার নিতে মাঠে প্রবেশ করতে বাধা দেয়।

আরও পড়ুন:

  1. রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ
  2. নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছাড়লেও ক্ষতি হবে না বিরোধী জোটের, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.