ETV Bharat / bharat

দায়িত্ব নিয়েই কাজ শুরু, প্রথম কোন ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী ? - PM Modi first decision

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 1:32 PM IST

PM Modi's first decision: মন্ত্রিসভার 72 জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপরই কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী ৷ সই করলেন ফাইলে ৷

PM Narendra Modi
কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 10 জুন: শপথ নিয়েই কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কয়েক ঘণ্টা আগেই রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই 'প্রধানমন্ত্রী কিষান নিধি' তহবিলের প্রায় 20 হাজার কোটি টাকার 17 তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷

মন্ত্রিসভার 72 জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপর এদিন সকালেই তিনি সাউথ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে যান মোদি ৷ পিএমও-র অন্য়ান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তৃতীয় মেয়াদের প্রথম ফাইলে সই করেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, 'প্রধানমন্ত্রী কিষান নিধি' প্রকল্পে অনুমোদন দেওয়ার ফলে উপকৃত হবেন প্রায় নয় কোটি তিন লক্ষ কৃষক।

তহবিল প্রকাশে স্বাক্ষর করার পরে এদিন মোদি বলেছিলেন, “আমাদের সরকার 'কিষাণ কল্যাণ' (কৃষকদের কল্যাণ)-এর জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং, দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি এর সঙ্গে সম্পর্কিত হওয়া উপযুক্ত বলেই আমি মনে করি। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করতে চাই।"

একই সঙ্গে মোদির এই সিদ্ধান্ত এনডিএ জোটের জয়ের পর কৃষকদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে বলে মনে করা হচ্ছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এবারের ভোটে বেশ কিছু আসনে ধাক্কা খেয়েছে বিজেপি ৷ বিশেষ করে গ্রামীণ ভারতের কিছু অংশে বিজেপির ভোট ব্যাঙ্কে কার্যত ধস নেমেছে। তারপরই মোদির কিষান নিধি প্রকল্পের ফাইল সই করার মধ্য দিয়ে কাজ শুরু করা অন্য ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে ৷

অন্যদিকে, 72 জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন বিকালেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে ৷ সম্ভবত সেখানেই দফতর বন্টনের ঘোষণা করা হবে। হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল, সেই নিয়েও চলবে চুলচেরা বিশ্লেষণ। আর ক্যাবিনেটের বৈঠকের আগেই সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দফতরে যান প্রধানমন্ত্রী। (পিটিআই)

নয়াদিল্লি, 10 জুন: শপথ নিয়েই কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কয়েক ঘণ্টা আগেই রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই 'প্রধানমন্ত্রী কিষান নিধি' তহবিলের প্রায় 20 হাজার কোটি টাকার 17 তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷

মন্ত্রিসভার 72 জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপর এদিন সকালেই তিনি সাউথ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে যান মোদি ৷ পিএমও-র অন্য়ান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তৃতীয় মেয়াদের প্রথম ফাইলে সই করেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, 'প্রধানমন্ত্রী কিষান নিধি' প্রকল্পে অনুমোদন দেওয়ার ফলে উপকৃত হবেন প্রায় নয় কোটি তিন লক্ষ কৃষক।

তহবিল প্রকাশে স্বাক্ষর করার পরে এদিন মোদি বলেছিলেন, “আমাদের সরকার 'কিষাণ কল্যাণ' (কৃষকদের কল্যাণ)-এর জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং, দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি এর সঙ্গে সম্পর্কিত হওয়া উপযুক্ত বলেই আমি মনে করি। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করতে চাই।"

একই সঙ্গে মোদির এই সিদ্ধান্ত এনডিএ জোটের জয়ের পর কৃষকদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে বলে মনে করা হচ্ছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এবারের ভোটে বেশ কিছু আসনে ধাক্কা খেয়েছে বিজেপি ৷ বিশেষ করে গ্রামীণ ভারতের কিছু অংশে বিজেপির ভোট ব্যাঙ্কে কার্যত ধস নেমেছে। তারপরই মোদির কিষান নিধি প্রকল্পের ফাইল সই করার মধ্য দিয়ে কাজ শুরু করা অন্য ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে ৷

অন্যদিকে, 72 জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন বিকালেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে ৷ সম্ভবত সেখানেই দফতর বন্টনের ঘোষণা করা হবে। হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল, সেই নিয়েও চলবে চুলচেরা বিশ্লেষণ। আর ক্যাবিনেটের বৈঠকের আগেই সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দফতরে যান প্রধানমন্ত্রী। (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.