ETV Bharat / bharat

দিল্লিতে শাহী বৈঠকে রাজ ঠাকরে, এনডিএর হাত ধরছে এমএনএস ?

Raj Thackeray meets Amit Shah: দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ ঠাকরে ৷ তাঁর দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এনডিএ-তে যোগ দিতে পারে বলে জল্পনা তুঙ্গে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 6:21 PM IST

নয়াদিল্লি/মুম্বই, 19 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠক করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ৷ রাজের দলের এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে ।

অমিত শাহের সঙ্গে দেখা করার সময় রাজের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ৷ জানা গিয়েছে, রাজ ঠাকরে ও অমিত শাহের মধ্যে আধঘণ্টা ধরে বৈঠক হয় । রুদ্ধদ্বার বৈঠকে রাজের ছেলে অমিত ঠাকরেও উপস্থিত ছিলেন । জোট হলে এমএনএস-কে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসন দেওয়া হতে পারে, যেখানে রাজের খুড়তুতো ভাই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর কিছুটা প্রভাব রয়েছে ।

শিবসেনা উদ্ধব ঠাকরের নেতৃত্বে অবিভক্ত থাকাকালীনই দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন রাজ ঠাকরে ৷ তাঁর দল এমএনএস মহারাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি ৷ যদিও তাঁকে একজন শক্তিশালী বক্তা হিসাবে দেখা হয় ৷ অতীতে উত্তর ভারতীয়দের বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্য বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে সমালোচিত হয়েছে । অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লির একটি বেসরকারি হোটেলে বিনোদ তাওড়ের সঙ্গে প্রথমে দেখা করেন রাজ ঠাকরে ।

এমএনএস যদি বিজেপির নেতৃত্বে এনডিএ-তে যোগ দেয়, তাহলে শীর্ষ নেতা বালা নন্দগাঁওকর বা রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । অমিত ঠাকরে যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি হবেন ঠাকরে পরিবারের দ্বিতীয় সদস্য যিনি নির্বাচনে লড়বেন ৷ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য মুম্বইয়ের ওরলি আসনের বিধায়ক ।

দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রে মালাবার হিল, ওরলি এবং লালবাগ, শিবদির মতো অভিজাত এলাকাগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবাস করে । এটাও বোঝা যাচ্ছে যে এমএনএস তাদের দলীয় প্রতীক - রেল ইঞ্জিনে লোকসভা ভোট লড়তে আগ্রহী ।

বিজেপি বিধায়ক অতুল ভাটখালকর বলেছেন যে, রাজ ঠাকরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদান করলে তাতে উপকার হবে। এ দিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র সন্দীপ দেশপান্ডে বলেছেন, "রাজ ঠাকরে যাই সিদ্ধান্ত নিন না কেন, তিনি দল ও রাজ্যের (মহারাষ্ট্র) কল্যাণে তা করেন ৷"

মহারাষ্ট্রের মন্ত্রী এবং প্রবীণ এনসিপি নেতা ছগান ভুজবল বলেছেন, রাজ ঠাকরের এমএনএস যদি বিজেপি-নেতৃত্বাধীন 'মহাযুতি'তে যোগ দেয় তবে তা ক্ষমতাসীন জোটের শক্তি বৃদ্ধি করবে এবং রাজ্য বিধানসভা ও স্থানীয় নির্বাচনে তার সম্ভাবনাকে শক্তিশালী করবে ।

'মহাযুতি' (মহাজোট) ক্ষমতাসীন বিজেপি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নিয়ে গঠিত ।

আরও পড়ুন:

  1. রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির, বৈঠক শেষ হতেই ফড়নবীশের কাছে এমএনএস প্রধান
  2. সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের
  3. মহারাষ্ট্রে ব্যালট ফেরানোর আন্দোলনে মমতাকে পাশে চাইছেন রাজ ঠাকরে

নয়াদিল্লি/মুম্বই, 19 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠক করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ৷ রাজের দলের এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে ।

অমিত শাহের সঙ্গে দেখা করার সময় রাজের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ৷ জানা গিয়েছে, রাজ ঠাকরে ও অমিত শাহের মধ্যে আধঘণ্টা ধরে বৈঠক হয় । রুদ্ধদ্বার বৈঠকে রাজের ছেলে অমিত ঠাকরেও উপস্থিত ছিলেন । জোট হলে এমএনএস-কে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসন দেওয়া হতে পারে, যেখানে রাজের খুড়তুতো ভাই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর কিছুটা প্রভাব রয়েছে ।

শিবসেনা উদ্ধব ঠাকরের নেতৃত্বে অবিভক্ত থাকাকালীনই দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন রাজ ঠাকরে ৷ তাঁর দল এমএনএস মহারাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি ৷ যদিও তাঁকে একজন শক্তিশালী বক্তা হিসাবে দেখা হয় ৷ অতীতে উত্তর ভারতীয়দের বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্য বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে সমালোচিত হয়েছে । অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লির একটি বেসরকারি হোটেলে বিনোদ তাওড়ের সঙ্গে প্রথমে দেখা করেন রাজ ঠাকরে ।

এমএনএস যদি বিজেপির নেতৃত্বে এনডিএ-তে যোগ দেয়, তাহলে শীর্ষ নেতা বালা নন্দগাঁওকর বা রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । অমিত ঠাকরে যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি হবেন ঠাকরে পরিবারের দ্বিতীয় সদস্য যিনি নির্বাচনে লড়বেন ৷ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য মুম্বইয়ের ওরলি আসনের বিধায়ক ।

দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রে মালাবার হিল, ওরলি এবং লালবাগ, শিবদির মতো অভিজাত এলাকাগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবাস করে । এটাও বোঝা যাচ্ছে যে এমএনএস তাদের দলীয় প্রতীক - রেল ইঞ্জিনে লোকসভা ভোট লড়তে আগ্রহী ।

বিজেপি বিধায়ক অতুল ভাটখালকর বলেছেন যে, রাজ ঠাকরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদান করলে তাতে উপকার হবে। এ দিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র সন্দীপ দেশপান্ডে বলেছেন, "রাজ ঠাকরে যাই সিদ্ধান্ত নিন না কেন, তিনি দল ও রাজ্যের (মহারাষ্ট্র) কল্যাণে তা করেন ৷"

মহারাষ্ট্রের মন্ত্রী এবং প্রবীণ এনসিপি নেতা ছগান ভুজবল বলেছেন, রাজ ঠাকরের এমএনএস যদি বিজেপি-নেতৃত্বাধীন 'মহাযুতি'তে যোগ দেয় তবে তা ক্ষমতাসীন জোটের শক্তি বৃদ্ধি করবে এবং রাজ্য বিধানসভা ও স্থানীয় নির্বাচনে তার সম্ভাবনাকে শক্তিশালী করবে ।

'মহাযুতি' (মহাজোট) ক্ষমতাসীন বিজেপি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নিয়ে গঠিত ।

আরও পড়ুন:

  1. রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির, বৈঠক শেষ হতেই ফড়নবীশের কাছে এমএনএস প্রধান
  2. সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের
  3. মহারাষ্ট্রে ব্যালট ফেরানোর আন্দোলনে মমতাকে পাশে চাইছেন রাজ ঠাকরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.