নয়াদিল্লি, 30 জুলাই: ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরল ৷ সোমবার রাতের এই প্রাকৃতির বিপর্যয়ে ওয়েনাড়ে মৃত্যু হয়েছে 108 জন ৷ এনিয়ে মঙ্গলবার লোকসভায় সরব হলেন ওয়েনাড়ের প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷ বিরোধী দলনেতা রাহুল গান্ধি ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য কেন্দ্রের কাছ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন । আগামিকাল, বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে বিপর্যস্ত ওয়েনাড় পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতার ৷ কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয় ৷
এ নিয়ে ওয়েনাড়ের প্রাক্তন কংগ্রেস সাংসদ পোস্ট করে জানিয়েছেন, "আগামিকাল ভূমিধসে বিধ্বস্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা ও আমার ৷ পরিস্থিতিও খতিয়ে দেখার কথা ছিল ৷ তবে প্রবল বৃষ্টিতে এবং প্রতিকূল আবহাওয়ায় সেটা সম্ভব হয়ে উঠছে না ৷ আমি ওয়েনাড়বাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যত দ্রুত সম্ভব সেখানে যাব ৷"
Priyanka and I were scheduled to visit Wayanad tomorrow to meet with families affected by the landslide and take stock of the situation.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
However, due to incessant rains and adverse weather conditions we have been informed by authorities that we will not be able to land.
I…
লোকসভায় সরব রাহুল:
মঙ্গলবার জিরো আওয়ারে ওয়েনাড় ভূমিধসের বিষয়টি তোলেন রাহুল ৷ ভূমিধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, গুরুত্বপূর্ণ পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধারের আর্জি জানান কংগ্রেস সাংসদ ।
সোমবার রাতে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ধস নেমেছে ৷ এখনও পর্যন্ত 107 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়।
The devastation unfolding in Wayanad is heartbreaking. I have urged the Union government in Parliament to extend all possible support, including increased compensation and its immediate release to the bereaved families.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
Our country has witnessed an alarming rise in landslides in… pic.twitter.com/y4UzdfRAUe
ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । মঙ্গলবার কংগ্রেস সাংসদদের প্রশ্নে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন ৷ ত্রাণ তৎপরতার সমন্বয়ের জন্য কেরল থেকে একজন প্রতিমন্ত্রীকেও তিনি পাঠিয়েছেন ৷
#WATCH | Kerala: Rescue operation underway by Indian Air Force helicopters in the Chooralmala area of Wayanad where a landslide occurred earlier today claiming the lives of over 93 people. pic.twitter.com/FbaJRQd1eo
— ANI (@ANI) July 30, 2024
কেরলে শোকপালন:
কেরল সরকার মঙ্গলবার দু’দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ৷ রাজ্যের মুখ্যসচিব ভি ভেনু 30 এবং 31 জুলাই আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছেন । প্রোটোকল অনুযায়ী, এই দু’দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সমস্ত সরকারি অনুষ্ঠান ও উদযাপন বাতিল করা হবে । মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘‘রাজ্য সরকার এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ৷ ভূমিধস অসংখ্য তরতাজা প্রাণ নিয়েছে ৷ এর ফলে বাড়িঘর এবং অন্যান্য সম্পত্তির ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ।’’
17তম লোকসভায় ওয়েনাড় থেকে জিতে এসেছিলেন রাহুল ৷ এবারও ওয়েনাড় থেকে অ্যানি রাজার বিরুদ্ধে বিপুল ভোটে জেতেন তিনি ৷ যদিও শেষ পর্যন্ত রায়বরেলি হাতে রেখে ওয়েনাড় ছাড়েন কংগ্রেস নেতা ৷ ফাঁকা হয়ে যাওয়া আসনে ‘হাত’ চিহ্নে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধি, জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ ওড়েনাড় দিয়েই সংসদীয় রাজনীতির মঞ্চে অভিষেক হচ্ছে রাজীব-তনয়ার ৷