ETV Bharat / bharat

যৌন কেলেঙ্কারি মামলায় বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না - Prajwal Revanna sexual video issue - PRAJWAL REVANNA SEXUAL VIDEO ISSUE

Prajwal Revanna case: অবশেষে গ্রেফতার কর্ণাটকের জেডিএস-এর সাসপেন্ড সাংসদ প্রজ্জ্বল রেভান্না ৷ বিদেশ থেকে ফেরার পরই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

Prajwal Revanna
বিমানবন্দর থেকে গ্রেফতার প্রজ্জল রেভান্না (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 8:17 AM IST

Updated : May 31, 2024, 10:05 AM IST

বেঙ্গালুরু, 31 মে: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসা হয়। বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের পর যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷

কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) রেভান্নাকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পরই আটক করেছে বলে খবর। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিয়ো ও যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেছে ৷ সেগুলি একটি পৃথক গাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রেভান্নাকে নিয়ে আসার আগে সিআইডি অফিসের বাইরে ব্যারিকেডও লাগানো হয়।

গত 27 মে প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, তিনি 31 মে সিটের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। একই সঙ্গে, রেভান্না জানিয়েছিলেন, তাঁর বিদেশ সফর পূর্ব পরিকল্পিত ছিল ৷ কারণ, 26 এপ্রিল কর্ণাটকে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের সময় তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। পাশাপাশি, তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠছেন বলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। অন্যদিকে, গত 29 মে রেভান্নার করা আগাম জামিনের আবেদনটি এখনও আদালতে বিচারাধীন। রেভান্নার আগাম জামিনের আবেদন দায়ের করা হয়েছিল এই মামলার সঙ্গে জড়িত দুই প্রধান অভিযুক্তকে সিট গ্রেফতার করার কয়েক ঘন্টা পরেই।

অন্যদিকে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানিয়েছিলেন, রেভান্নার বিরুদ্ধে 23 মে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ এমনকী, তাঁর কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পদক্ষেপও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

বেঙ্গালুরু, 31 মে: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসা হয়। বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের পর যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷

কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) রেভান্নাকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পরই আটক করেছে বলে খবর। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিয়ো ও যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেছে ৷ সেগুলি একটি পৃথক গাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রেভান্নাকে নিয়ে আসার আগে সিআইডি অফিসের বাইরে ব্যারিকেডও লাগানো হয়।

গত 27 মে প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, তিনি 31 মে সিটের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। একই সঙ্গে, রেভান্না জানিয়েছিলেন, তাঁর বিদেশ সফর পূর্ব পরিকল্পিত ছিল ৷ কারণ, 26 এপ্রিল কর্ণাটকে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের সময় তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। পাশাপাশি, তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠছেন বলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। অন্যদিকে, গত 29 মে রেভান্নার করা আগাম জামিনের আবেদনটি এখনও আদালতে বিচারাধীন। রেভান্নার আগাম জামিনের আবেদন দায়ের করা হয়েছিল এই মামলার সঙ্গে জড়িত দুই প্রধান অভিযুক্তকে সিট গ্রেফতার করার কয়েক ঘন্টা পরেই।

অন্যদিকে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানিয়েছিলেন, রেভান্নার বিরুদ্ধে 23 মে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ এমনকী, তাঁর কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পদক্ষেপও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

Last Updated : May 31, 2024, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.