মুম্বই, 25 জানুয়ারি: শুক্রবার সন্ধেয় অনুশীলনে অভিষেক শর্মার গোড়ালি মচকে যাওয়ার খবর সামনে এসেছিল ৷ শনিবার চিপকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ বাঁ-হাতি ওপেনারকে নিয়ে অনিশ্চয়তা দূর হলেও দ্বিতীয় টি-20 ম্যাচের আগে খারাপ খবর ভারতীয় দলের জন্য ৷ একসঙ্গে ছিটকে গেলেন জোড়া ক্রিকেটার ৷
শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিংয়ের ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে ৷ স্ট্রেন ইনজুরির কারণে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ থেকেই ছিটকে গেলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে শতরান করে চমকে দেওয়া অলরাউন্ডার ৷ অন্যদিকে চোটের কবলে রিঙ্কু সিংও ৷ পিঠে চোটের কারণে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে নাইট তারকাকে পাবে না সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি ৷
বিসিসিআই'য়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় টি-20 ম্যাচের আগের সন্ধেয় অনুশীলনে চোট পেয়েছেন নীতীশ ৷ পর্যালোচনা করে দেখা গিয়েছে তাঁর চোট বেশ গুরুতর ৷ সেই কারণে সিরিজ থেকেই বাইরে হয়ে গেলেন অলরাউন্ডার ৷ পরিবর্ত হিসেবে শিবম দুবের নাম স্কোয়াডে ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে ৷ রিঙ্কুর ব্য়াপারে বোর্ড জানিয়েছে, ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে চোট লাগে রিঙ্কুর ৷ সেই ব্যথা এখনও না-সারায় চেন্নাই এবং রাজকোট টি-20 খেলা হবে না বাঁ-হাতি ব্যাটারের ৷
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) January 25, 2025
Medical Updates: Nitish Kumar Reddy & Rinku Singh
Details 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/hu3OdOG16J
তবে রিঙ্কু যে মেডিক্যাল টিমের কড়া নজরে রয়েছেন এবং দ্রুত উন্নতি করছেন, সে ব্য়াপারে নিশ্চিত করেছে বোর্ড ৷ বোলারদের দুরন্ত পারফরম্যান্স এবং অভিষেক শর্মার 34 বলে 79 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে প্রথম টি-20 সহজেই জিতেছে টিম ইন্ডিয়া ৷ 43 বল বাকি থাকতেই গত বুধবার ইডেনে ইংরেজদের সাত উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে সূর্যকুমারের দল ৷
- পরিবর্তিত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ৷