আসানসোল, 25 জানুয়ারি: প্রথমে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটের চেষ্টা ৷ তারপর বিলাসবহুল গাড়ি নিয়ে নিষিদ্ধপল্লিতে দাপাদাপি ৷ খবর পেয়ে কুলটি থেকে ভিন রাজ্যের 7 জন যুবককে গ্রেফতার করল আসানসোল পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে লছিপুর এলাকার নিষিদ্ধপল্লিতে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র ও বিলাসবহুল গাড়ি নিয়ে দাপাদাপি করছে বলে খবর পাওয়া যায় ৷ খবরের উপর ভিত্তি করে এলাকায় অভিযান চালানো হয় ৷ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র-সহ 7 জন যুবককে গ্রেফতার করা হয় ৷ তাদের দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃত 7 যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ লছিপুর নিষিদ্ধপল্লিতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ এরপর তাদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি 7 এমএম পিস্তল এবং 5 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় । সেই সঙ্গে, উদ্ধার করা হয়েছে বেশ কয়েক হাজার নগদ টাকা।
পুলিশ জানিয়েছে, ধৃতরা ঝাড়খণ্ডের ধানবাদ ও রাঁচির বাসিন্দা । ধৃতদের শনিবার আসানসোল আদালতে পেশ করা হয় । আগ্নেয়াস্ত্র নিয়ে কী কারণে তারা নিষিদ্ধপল্লী এসেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ধৃত যুবকরা প্রত্যেকেই অভিজাত পরিবারের সদস্য । জানা গিয়েছে, তাদের ছেড়ে দেওয়ার জন্য পরিবারের তরফে পুলিশের উপক চাপ সৃষ্টি করা হয় ৷ বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷