ETV Bharat / bharat

গিগ কর্মীদের 10 লক্ষের বিমা, 3 বছরে যমুনা পরিষ্কার ! দিল্লি ‘বদলাতে’ ইস্তাহার প্রকাশ বিজেপি’র - DELHI ELECTIONS 2025

5 ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন ৷ তার আগে 'সংকল্প পত্রে'র চূড়ান্ত অংশ প্রকাশ বিজেপি’র ৷ তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা-সহ একাধিক প্রতিশ্রুতি দিল তারা ৷

Delhi Polls: BJP Promises To Clean Yamuna In 3 Years, Welfare Schemes For Gig Workers And Labourers
দিল্লি ‘বদলাতে’ ইস্তাহার প্রকাশ বিজেপি’র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 6:19 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি দু’সপ্তাহেরও কম সময় ৷ তার আগে শনিবার সম্পূর্ণ ইস্তাহার প্রকাশ করল বিজেপি । তৃতীয় দফার সংকল্প পত্রে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা, গিগ শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প, দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দিল কেন্দ্রের ক্ষমতাসীন দল।

দলীয় সদর দফতরে তৃতীয় দফার সংকল্প পত্রের প্রকাশের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী ব্যক্তি আমরা দেখিনি । মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকদের তাড়ানো রাজধানীর সবচেয়ে বড় নির্বাচনী বিষয় ।’’

17 জানুয়ারী বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সংকল্প পত্রের প্রথম অংশ প্রকাশ করেছিলেন । এরপর 21 জানুয়ারি, সংকল্প পত্রের দ্বিতীয় অংশটি প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, সেখানেও একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি । শনিবার অমিত শাহ তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করার, 1700টি অননুমোদিত কলোনিতে সম্পূর্ণ মালিকানার অধিকার প্রদান এবং গিগ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ।

কী কী রয়েছে বিজেপির ইস্তাহারে ?

বিজেপির ইস্তাহারে জাতীয় সাধারণ গতিশীলতা কার্ড প্রকল্পের অধীনে দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4000 টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

5 ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন ৷ তার আগে বিজেপির 'সংকল্প পত্রে'র চূড়ান্ত অংশ প্রকাশ করার সময় অমিত শাহ জানিয়েছেন, 1700টি অননুমোদিত কলোনিতে বসবাসকারী লোকেরা সম্পত্তির পূর্ণ মালিকানার অধিকার পাবেন ৷ বিজেপি ক্ষমতায় এলে বিক্রয়, ক্রয় এবং নির্মাণের পথ প্রশস্ত করবে ৷ দিল্লিতে দরিদ্রদের জন্য চলমান কোনও কল্যাণমূলক পদক্ষেপ বন্ধ করবে না বিজেপি ।

গিগ কর্মী ও শ্রমিকদের জন্য বিভিন্ন নতুন প্রকল্প এবং কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷ ইস্তাহারে বলা হয়েছে, একটি গিগ কর্মী কল্যাণ বোর্ড গঠন করা হবে ৷ শ্রমিকদের 10 লক্ষ টাকার বীমা এবং 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার করা হবে ।

স্বচ্ছভাবে 50 হাজার সরকারি পদ পূরণ, 20 লক্ষ আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিশাল মহাভারত করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

অমিত শাহ বলেন, ‘‘কেন্দ্র দিল্লিতে রাস্তা নির্মাণে 41 হাজার কোটি টাকা, রেললাইন স্থাপনে 15 হাজার কোটি টাকা এবং বিমানবন্দরে 21 হাজার কোটি টাকা ব্যয় করেছে । কেন্দ্রীয় সরকার যদি অবকাঠামোতে বিনিয়োগ না করত, তাহলে দিল্লি বসবাসের উপযোগী হত না । কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের আমলে দুর্নীতির মাত্রাই বেশি ছিল ।’’

আরও পড়ুন

নয়াদিল্লি, 25 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি দু’সপ্তাহেরও কম সময় ৷ তার আগে শনিবার সম্পূর্ণ ইস্তাহার প্রকাশ করল বিজেপি । তৃতীয় দফার সংকল্প পত্রে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা, গিগ শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প, দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দিল কেন্দ্রের ক্ষমতাসীন দল।

দলীয় সদর দফতরে তৃতীয় দফার সংকল্প পত্রের প্রকাশের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী ব্যক্তি আমরা দেখিনি । মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকদের তাড়ানো রাজধানীর সবচেয়ে বড় নির্বাচনী বিষয় ।’’

17 জানুয়ারী বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সংকল্প পত্রের প্রথম অংশ প্রকাশ করেছিলেন । এরপর 21 জানুয়ারি, সংকল্প পত্রের দ্বিতীয় অংশটি প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, সেখানেও একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি । শনিবার অমিত শাহ তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করার, 1700টি অননুমোদিত কলোনিতে সম্পূর্ণ মালিকানার অধিকার প্রদান এবং গিগ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ।

কী কী রয়েছে বিজেপির ইস্তাহারে ?

বিজেপির ইস্তাহারে জাতীয় সাধারণ গতিশীলতা কার্ড প্রকল্পের অধীনে দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4000 টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

5 ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন ৷ তার আগে বিজেপির 'সংকল্প পত্রে'র চূড়ান্ত অংশ প্রকাশ করার সময় অমিত শাহ জানিয়েছেন, 1700টি অননুমোদিত কলোনিতে বসবাসকারী লোকেরা সম্পত্তির পূর্ণ মালিকানার অধিকার পাবেন ৷ বিজেপি ক্ষমতায় এলে বিক্রয়, ক্রয় এবং নির্মাণের পথ প্রশস্ত করবে ৷ দিল্লিতে দরিদ্রদের জন্য চলমান কোনও কল্যাণমূলক পদক্ষেপ বন্ধ করবে না বিজেপি ।

গিগ কর্মী ও শ্রমিকদের জন্য বিভিন্ন নতুন প্রকল্প এবং কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷ ইস্তাহারে বলা হয়েছে, একটি গিগ কর্মী কল্যাণ বোর্ড গঠন করা হবে ৷ শ্রমিকদের 10 লক্ষ টাকার বীমা এবং 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার করা হবে ।

স্বচ্ছভাবে 50 হাজার সরকারি পদ পূরণ, 20 লক্ষ আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিশাল মহাভারত করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

অমিত শাহ বলেন, ‘‘কেন্দ্র দিল্লিতে রাস্তা নির্মাণে 41 হাজার কোটি টাকা, রেললাইন স্থাপনে 15 হাজার কোটি টাকা এবং বিমানবন্দরে 21 হাজার কোটি টাকা ব্যয় করেছে । কেন্দ্রীয় সরকার যদি অবকাঠামোতে বিনিয়োগ না করত, তাহলে দিল্লি বসবাসের উপযোগী হত না । কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের আমলে দুর্নীতির মাত্রাই বেশি ছিল ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.