নরেন্দ্রপুর, 25 জানুয়ারি: ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের দেহ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকায় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, গ্রিনপার্ক থানা এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক রাজেশ রজক (28) ৷ নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা তিনি ৷ স্কুলে হিন্দি পড়াতেন ৷ স্কুল সুত্রের খবর, স্কুলের চাবি তাঁর কাছেই ছিল ৷ শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ তারপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করে ৷ আশপাশের এলাকায় খোঁজ করেও তাঁর দেখা পাওয়া যায়নি । খুঁজতে খুঁজতে স্কুলে যান তাঁরা ৷ সেখানে খানিক খোঁজাখুঁজি করার পর একটি ক্লাসরুম থেকে রাজেশের দেহ উদ্ধার হয় ৷ সঙ্গে সঙ্গে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বাড়িতে অশান্তি করে বেড়িয়ে গিয়েছিলেন রাজেশ ৷ রাগের মাথায় চরম সিদ্ধান্ত নিয়েছেন, না কি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, খুনের দিকটাও খতিয়ে দেখছে পুলিশ ৷
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানায় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় রাজেশের দেহ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷