ETV Bharat / bharat

সর্বসম্মতিতে এগোবে এনডিএ জোট সরকার, কংগ্রেসকে খোঁচা দিয়ে দাবি মোদির - Narendra Modi

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 4:16 PM IST

Updated : Jun 7, 2024, 4:59 PM IST

Narendra Modi on NDA: সুশাসন থেকে 10 বছর সরকারের স্থায়িত্বের প্রতিশ্রুতি ৷ জোট শরিকদের সমর্থন ও আশ্বাস পেয়ে বিরোধীদেরও আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷ এনডিএ-কে মোদি আখ্যা দিলেন 'অর্গানিক জোট' ৷

Narendra Modi
বিরোধীদেরও আক্রমণ করলেন নরেন্দ্র মোদি (সৌ: টুইটার)

নয়াদিল্লি, 7 জুন: সর্বসম্মতিতেই চলবে এনডিএ জোটের সরকার ৷ 'অর্গানিক জোট' আখ্যা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, "এনডিএ জোট সরকার চালানোর জন্য কয়েকটি দলের শুধু মাত্র জোট নয়, এরা আগে দেশ বা রাষ্ট্রগঠনের চিন্তা নিয়ে চলে ৷"

শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি 'বিশ্বাস'-এর কথা স্মরণ করিয়ে দেন ৷ শরিকদের থেকে সমর্থন পাওয়ার পর এদিন কড়া ভাষায় একদিকে 'ইন্ডিয়া' জোট, অন্যদিকে কংগ্রেসকে একহাত নিলেন তিনি ৷ নীতীশ-নাইডুর পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি শুক্রবার বলেন, "আমার সৌভাগ্য এনডিএ-র নেতা হিসাবে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ৷ এনডিএ-র এটা মহাবিজয় ৷ দু'দিন এমনভাবে দেখানো হয়েছিল যে আমরা তো হেরে গিয়েছি ৷ কাল্পনিক গল্প বানানো হয়েছিল ৷ সব থেকে মজবুত জোট সরকার এটি ৷ তারপরও জয় পেয়ে উন্মাদের মতো আচরণ করি না বা পরাজিতদের প্রতি উপহাসও করি না আমরা ৷ এটাই আমাদের সংস্কার ৷"

গত দুটো টার্মের কোনওটিতেই জোট শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হয়নি বিজেপিকে ৷ আর সেকারণেই হয়তো সেভাবে জোটের শরিকদের স্তুতিও শোনা যায়নি নরেন্দ্র মোদির গলায় ৷ তবে এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত জোট নির্ভরতার কথা ছত্রে ছত্রে উঠে এসেছে নরেন্দ্র মোদির গলায় ৷ এমনকী জোটের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রসঙ্গও তুলে এনেছেন মোদি ৷ এনডিএ জোট প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মোদি বলেন, "দেশের রাজনৈতিক ইতিহাসে, জোটের ইতিহাসে এতটা সফল জোট কখনও হয়নি, যা এনডিএ করে দেখিয়েছে ৷ জোটের ক্ষেত্রে এনডিএ সফল ৷ প্রথমেও এনডিএ ছিল, আজও এনডিএ আছে, পরেও এনডিএ থাকবে ৷ তো আমরা হারলাম কোথায় ?"

এখানেই শেষ নয়, তৃতীয়বার সরকারে এসে প্রাথমিক কাজ কী কী হবে, তারও আভাস দিয়েছেন মোদি ৷ তাঁর কথায়, "সরকার চালানোর জন্য সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালানোর জন্য সর্বমত জরুরি ৷ আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আগামী 10 বছর এনডিএ সরকার সুশাসন, বিকাশের নয়া অধ্য়ায় লিখবে ৷ আমার ব্যক্তিগত স্বপ্ন, বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করেই ছাড়ব ৷"

জোটের ফলাও প্রসংশার পাশাপাশি এদিন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকেও নিশানা করেন মোদি ৷ নির্বাচনের মাঝপথে ভারতকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মোদি ৷ তাঁর কথায়, "ভারতকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল নির্বাচন চলার মাঝপথে ৷ সুপ্রিম কোর্টে গিয়ে, নির্বাচন কমিশনকে গালি দিয়েছিল ৷ ইভিএমকেও ছাড়েনি ৷ এরা আধুনিকতা, টেকনোলজির বিরোধী ইন্ডি জোট ৷ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করা, মিথ্য়া ভাষণ দেওয়া, মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল ৷ তারপরও এনডিএ-র মহাবিজয় হয়েছে ৷"

এরই পাশাপাশি রাজ্য ধরে ধরে এদিন বিজেপির ফলেরও বর্ণনা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে ৷ এই ভোটে দক্ষিণ ভারতে বিজেপি আশাতীত ফল করেছে, তা এদিন মোদির কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তাঁর কথায়, "কর্ণাটক ও তেলেঙ্গানায় তো কিছুদিন আগেই ওদের সরকার এসেছিল ৷ সেখানেও মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে কয়েকদিনেই ৷ তামিলনাড়ুর এনডিএ টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি ৷ সেখানে আমরা আসন না পেলেও আমাদের যেভাবে ভোট শতাংশ বেড়েছে তাতে আগামী দিনের চিত্র স্পষ্ট ৷ দক্ষিণ ভারতে এনডিএ নিজেদের জায়গা মজবুত করেছে ৷"

স্বস্তিতে দেশবাসী ! ফের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আরবিআই’য়ের

এদিন কেরলের সঙ্গে জম্মু-কাশ্মীরের তুলনা করতেও শোনা গেল মোদিকে ৷ তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের থেকেও বেশি হত্য়া হয়েছে কেরলে ৷ আমাদের কয়েক হাজার কর্মীকে হত্য়া করা হয়েছে ৷ এই সন্ত্রাস হিংসা জম্মু-কাশ্মীরেও হয়নি ৷" সেই সঙ্গে তিনি কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "আজকের দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট জনাদেশ, দেশের ভরসা এনডিএ-র উপরেই আছে ৷ ইউপিএ জোটের পরিচয় ছিল দুর্নীতি ৷ নাম বদল করলেও মানুষ সেই দুর্নীতি ভোলেনি ৷ 10 বছর পরও কংগ্রেস 100 পার করতে পারল না ৷ গত তিন ভোটে কংগ্রেস মোট যত আসন পেয়েছে, তার থেকে বিজেপি একা এই ভোটে বেশি আসন পেয়েছে ৷"

নয়াদিল্লি, 7 জুন: সর্বসম্মতিতেই চলবে এনডিএ জোটের সরকার ৷ 'অর্গানিক জোট' আখ্যা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, "এনডিএ জোট সরকার চালানোর জন্য কয়েকটি দলের শুধু মাত্র জোট নয়, এরা আগে দেশ বা রাষ্ট্রগঠনের চিন্তা নিয়ে চলে ৷"

শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি 'বিশ্বাস'-এর কথা স্মরণ করিয়ে দেন ৷ শরিকদের থেকে সমর্থন পাওয়ার পর এদিন কড়া ভাষায় একদিকে 'ইন্ডিয়া' জোট, অন্যদিকে কংগ্রেসকে একহাত নিলেন তিনি ৷ নীতীশ-নাইডুর পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি শুক্রবার বলেন, "আমার সৌভাগ্য এনডিএ-র নেতা হিসাবে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ৷ এনডিএ-র এটা মহাবিজয় ৷ দু'দিন এমনভাবে দেখানো হয়েছিল যে আমরা তো হেরে গিয়েছি ৷ কাল্পনিক গল্প বানানো হয়েছিল ৷ সব থেকে মজবুত জোট সরকার এটি ৷ তারপরও জয় পেয়ে উন্মাদের মতো আচরণ করি না বা পরাজিতদের প্রতি উপহাসও করি না আমরা ৷ এটাই আমাদের সংস্কার ৷"

গত দুটো টার্মের কোনওটিতেই জোট শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হয়নি বিজেপিকে ৷ আর সেকারণেই হয়তো সেভাবে জোটের শরিকদের স্তুতিও শোনা যায়নি নরেন্দ্র মোদির গলায় ৷ তবে এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত জোট নির্ভরতার কথা ছত্রে ছত্রে উঠে এসেছে নরেন্দ্র মোদির গলায় ৷ এমনকী জোটের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রসঙ্গও তুলে এনেছেন মোদি ৷ এনডিএ জোট প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মোদি বলেন, "দেশের রাজনৈতিক ইতিহাসে, জোটের ইতিহাসে এতটা সফল জোট কখনও হয়নি, যা এনডিএ করে দেখিয়েছে ৷ জোটের ক্ষেত্রে এনডিএ সফল ৷ প্রথমেও এনডিএ ছিল, আজও এনডিএ আছে, পরেও এনডিএ থাকবে ৷ তো আমরা হারলাম কোথায় ?"

এখানেই শেষ নয়, তৃতীয়বার সরকারে এসে প্রাথমিক কাজ কী কী হবে, তারও আভাস দিয়েছেন মোদি ৷ তাঁর কথায়, "সরকার চালানোর জন্য সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালানোর জন্য সর্বমত জরুরি ৷ আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আগামী 10 বছর এনডিএ সরকার সুশাসন, বিকাশের নয়া অধ্য়ায় লিখবে ৷ আমার ব্যক্তিগত স্বপ্ন, বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করেই ছাড়ব ৷"

জোটের ফলাও প্রসংশার পাশাপাশি এদিন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকেও নিশানা করেন মোদি ৷ নির্বাচনের মাঝপথে ভারতকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মোদি ৷ তাঁর কথায়, "ভারতকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল নির্বাচন চলার মাঝপথে ৷ সুপ্রিম কোর্টে গিয়ে, নির্বাচন কমিশনকে গালি দিয়েছিল ৷ ইভিএমকেও ছাড়েনি ৷ এরা আধুনিকতা, টেকনোলজির বিরোধী ইন্ডি জোট ৷ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করা, মিথ্য়া ভাষণ দেওয়া, মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল ৷ তারপরও এনডিএ-র মহাবিজয় হয়েছে ৷"

এরই পাশাপাশি রাজ্য ধরে ধরে এদিন বিজেপির ফলেরও বর্ণনা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে ৷ এই ভোটে দক্ষিণ ভারতে বিজেপি আশাতীত ফল করেছে, তা এদিন মোদির কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তাঁর কথায়, "কর্ণাটক ও তেলেঙ্গানায় তো কিছুদিন আগেই ওদের সরকার এসেছিল ৷ সেখানেও মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে কয়েকদিনেই ৷ তামিলনাড়ুর এনডিএ টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি ৷ সেখানে আমরা আসন না পেলেও আমাদের যেভাবে ভোট শতাংশ বেড়েছে তাতে আগামী দিনের চিত্র স্পষ্ট ৷ দক্ষিণ ভারতে এনডিএ নিজেদের জায়গা মজবুত করেছে ৷"

স্বস্তিতে দেশবাসী ! ফের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আরবিআই’য়ের

এদিন কেরলের সঙ্গে জম্মু-কাশ্মীরের তুলনা করতেও শোনা গেল মোদিকে ৷ তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের থেকেও বেশি হত্য়া হয়েছে কেরলে ৷ আমাদের কয়েক হাজার কর্মীকে হত্য়া করা হয়েছে ৷ এই সন্ত্রাস হিংসা জম্মু-কাশ্মীরেও হয়নি ৷" সেই সঙ্গে তিনি কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "আজকের দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট জনাদেশ, দেশের ভরসা এনডিএ-র উপরেই আছে ৷ ইউপিএ জোটের পরিচয় ছিল দুর্নীতি ৷ নাম বদল করলেও মানুষ সেই দুর্নীতি ভোলেনি ৷ 10 বছর পরও কংগ্রেস 100 পার করতে পারল না ৷ গত তিন ভোটে কংগ্রেস মোট যত আসন পেয়েছে, তার থেকে বিজেপি একা এই ভোটে বেশি আসন পেয়েছে ৷"

Last Updated : Jun 7, 2024, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.