ETV Bharat / state

শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, শালবনিতে কারখানা নিয়ে ঘোষণা

আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষ্যে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ কী বললেন তিনি ?

CM Mamata Banerjee and Sourav Ganguly
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 10:45 PM IST

কলকাতা, 29 অক্টোবর: দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হবে শীঘ্রই ৷ আগামী বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় সৌজন্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন করা হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বাংলা তথা দেশের শিল্পপতিদের একাংশ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷

এই বৈঠকে তাঁর সঙ্গে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ৷ এই বৈঠক থেকেই রাজ্যে ইনফোসিস ভবনের বিষয়টি জানা যায় ৷ এদিন সৌরভ জানান, তিনি শালবনিতে যে কারখানাটি তৈরি করছেন, আগামী 19 মাসের মধ্যে তা চালু হয়ে যাবে ৷ অন্যদিকে বৈঠকে উপস্থিত শিল্পপতি ও বণিক মহলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন, বিনিয়োগের জন্য এই মুহূর্তে বাংলাই সেরা জায়গা ৷ এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷ তৃণমূল সরকার শিল্পবন্ধু সরকার ৷ তাই বিনিয়োগের জন্য দেশে সবথেকে আদর্শ জায়গা বাংলাই ৷ এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷

শিল্পপতিদের মধ্যে এই বৈঠকে হাজির ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, তরুণ ঝুমঝুমওয়ালা, রমেশ জুনেজা, প্রসূন মুখোপাধ্যায় এবং অন্যরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সমর্থনে তাঁরাও জানিয়েছেন যে, এই রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷

এদিনের বৈঠক থেকেই ঘোষণা করা হয় 18 ডিসেম্বর দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হতে চলেছে ৷ এটা রাজ্যের জন্য একটা বড় ঘটনা, মনে করছে শিল্পমহল ৷ আরও ঘোষণা করা হয়, এবার বিশ্ব বঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন 22টি দেশের প্রতিনিধিরা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে সেই দেশগুলির রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন বলে খবর ৷ 22টি দেশের প্রতিনিধির সঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বৈঠক করেন ৷ রাষ্ট্রদূতেরা শিল্প সম্মেলনে আসার বিষয়ে তাঁদের সম্মতি জানিয়েছেন ৷

একই সঙ্গে জানা গিয়েছে, এদিন শিল্প বৈঠকে উপস্থিত রাজ্যের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন ৷ এছাড়া কলকাতা থেকে মালয়েশিয়া নতুন বিমান পরিষেবা চালু হতে চলেছে ৷ ডিসেম্বরের 2 তারিখে তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর ৷

কলকাতা, 29 অক্টোবর: দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হবে শীঘ্রই ৷ আগামী বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় সৌজন্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন করা হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বাংলা তথা দেশের শিল্পপতিদের একাংশ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷

এই বৈঠকে তাঁর সঙ্গে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ৷ এই বৈঠক থেকেই রাজ্যে ইনফোসিস ভবনের বিষয়টি জানা যায় ৷ এদিন সৌরভ জানান, তিনি শালবনিতে যে কারখানাটি তৈরি করছেন, আগামী 19 মাসের মধ্যে তা চালু হয়ে যাবে ৷ অন্যদিকে বৈঠকে উপস্থিত শিল্পপতি ও বণিক মহলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন, বিনিয়োগের জন্য এই মুহূর্তে বাংলাই সেরা জায়গা ৷ এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷ তৃণমূল সরকার শিল্পবন্ধু সরকার ৷ তাই বিনিয়োগের জন্য দেশে সবথেকে আদর্শ জায়গা বাংলাই ৷ এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷

শিল্পপতিদের মধ্যে এই বৈঠকে হাজির ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, তরুণ ঝুমঝুমওয়ালা, রমেশ জুনেজা, প্রসূন মুখোপাধ্যায় এবং অন্যরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সমর্থনে তাঁরাও জানিয়েছেন যে, এই রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷

এদিনের বৈঠক থেকেই ঘোষণা করা হয় 18 ডিসেম্বর দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হতে চলেছে ৷ এটা রাজ্যের জন্য একটা বড় ঘটনা, মনে করছে শিল্পমহল ৷ আরও ঘোষণা করা হয়, এবার বিশ্ব বঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন 22টি দেশের প্রতিনিধিরা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে সেই দেশগুলির রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন বলে খবর ৷ 22টি দেশের প্রতিনিধির সঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বৈঠক করেন ৷ রাষ্ট্রদূতেরা শিল্প সম্মেলনে আসার বিষয়ে তাঁদের সম্মতি জানিয়েছেন ৷

একই সঙ্গে জানা গিয়েছে, এদিন শিল্প বৈঠকে উপস্থিত রাজ্যের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন ৷ এছাড়া কলকাতা থেকে মালয়েশিয়া নতুন বিমান পরিষেবা চালু হতে চলেছে ৷ ডিসেম্বরের 2 তারিখে তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.