কলকাতা, 29 অক্টোবর: দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হবে শীঘ্রই ৷ আগামী বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় সৌজন্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন করা হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বাংলা তথা দেশের শিল্পপতিদের একাংশ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷
এই বৈঠকে তাঁর সঙ্গে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ৷ এই বৈঠক থেকেই রাজ্যে ইনফোসিস ভবনের বিষয়টি জানা যায় ৷ এদিন সৌরভ জানান, তিনি শালবনিতে যে কারখানাটি তৈরি করছেন, আগামী 19 মাসের মধ্যে তা চালু হয়ে যাবে ৷ অন্যদিকে বৈঠকে উপস্থিত শিল্পপতি ও বণিক মহলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন, বিনিয়োগের জন্য এই মুহূর্তে বাংলাই সেরা জায়গা ৷ এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷ তৃণমূল সরকার শিল্পবন্ধু সরকার ৷ তাই বিনিয়োগের জন্য দেশে সবথেকে আদর্শ জায়গা বাংলাই ৷ এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷
Today evening, met at our 'Soujonyo' auditorium the leading industrialists of the country and the apex functionaries of the National Chambers of Commerce along with the career diplomats of various countries in the city to get prepared for the ensuing Bengal Global Business… pic.twitter.com/6QkbLVL4ma
— Mamata Banerjee (@MamataOfficial) November 29, 2024
শিল্পপতিদের মধ্যে এই বৈঠকে হাজির ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, তরুণ ঝুমঝুমওয়ালা, রমেশ জুনেজা, প্রসূন মুখোপাধ্যায় এবং অন্যরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সমর্থনে তাঁরাও জানিয়েছেন যে, এই রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ৷
এদিনের বৈঠক থেকেই ঘোষণা করা হয় 18 ডিসেম্বর দীর্ঘদিন ধরে আটকে থাকা ইনফোসিস ভবনের উদ্বোধন হতে চলেছে ৷ এটা রাজ্যের জন্য একটা বড় ঘটনা, মনে করছে শিল্পমহল ৷ আরও ঘোষণা করা হয়, এবার বিশ্ব বঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন 22টি দেশের প্রতিনিধিরা ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে সেই দেশগুলির রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন বলে খবর ৷ 22টি দেশের প্রতিনিধির সঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বৈঠক করেন ৷ রাষ্ট্রদূতেরা শিল্প সম্মেলনে আসার বিষয়ে তাঁদের সম্মতি জানিয়েছেন ৷
একই সঙ্গে জানা গিয়েছে, এদিন শিল্প বৈঠকে উপস্থিত রাজ্যের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন ৷ এছাড়া কলকাতা থেকে মালয়েশিয়া নতুন বিমান পরিষেবা চালু হতে চলেছে ৷ ডিসেম্বরের 2 তারিখে তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর ৷