ETV Bharat / state

ঘরে দুর্গন্ধ, দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ; মিলল চিঠি - COUPLE UNNATURAL DEATH

প্রতিবেশীদের ডাকে এল পুলিশ ৷ দরজা খুলতেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ৷ চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷

Daspur Unnatural Death Case
এই বাড়ি থেকেই উদ্ধার হয় বৃদ্ধ দম্পতির দেহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 10:35 PM IST

দাসপুর, 29 নভেম্বর: কিছুদিন ধরে এলাকায় তাঁদের দেখা যায়নি ৷ মেলেনি কোনও সাড়া-শব্দও । শুক্রবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ উঁকিঝুকি দিতেই অনুমান হয় কিছু একটা ঘটেছে ৷ খবর দেওয়া হয় দাসপুর থানায় ৷ এরপর পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে বৃদ্ধ-বৃদ্ধার পচাগলা দেহ । পাশ থেকে মেলে একটি চিঠি ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রানিচক এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখর মণ্ডল (63) ও তাঁর স্ত্রী শিপ্রা মণ্ডল (61)। এইদিন স্থানীয় মানুষজন বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পায় । তারপরেই জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পায় খাটে উপর শুয়ে রয়েছে বৃদ্ধ দম্পতি । তারপরই খবর দেওয়া হয় দাসপুর থানায় । পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতির পচা গলা দেহ উদ্ধার করে ।

মৃতের ভাইপো সন্দীপ মণ্ডল বলেন,"কাকা-কাকিমা দু'জনেই বাড়িতে থাকত ৷ ওনাদের কোনও সন্তান নেই । এদিন বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই আমরা বিষয়টি জানতে পারি ।" দাসপুর পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার হয়েছে । প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রী আত্মঘাতী হয়েছেন ৷

অন্যদিকে, প্রতিবেশীদের বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন দু'জনে ৷ তার জেরে বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল অনেকের কাছে ।হয়তো মানসিক অবসাদ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে ।

দাসপুর, 29 নভেম্বর: কিছুদিন ধরে এলাকায় তাঁদের দেখা যায়নি ৷ মেলেনি কোনও সাড়া-শব্দও । শুক্রবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ উঁকিঝুকি দিতেই অনুমান হয় কিছু একটা ঘটেছে ৷ খবর দেওয়া হয় দাসপুর থানায় ৷ এরপর পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে বৃদ্ধ-বৃদ্ধার পচাগলা দেহ । পাশ থেকে মেলে একটি চিঠি ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রানিচক এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখর মণ্ডল (63) ও তাঁর স্ত্রী শিপ্রা মণ্ডল (61)। এইদিন স্থানীয় মানুষজন বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পায় । তারপরেই জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পায় খাটে উপর শুয়ে রয়েছে বৃদ্ধ দম্পতি । তারপরই খবর দেওয়া হয় দাসপুর থানায় । পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতির পচা গলা দেহ উদ্ধার করে ।

মৃতের ভাইপো সন্দীপ মণ্ডল বলেন,"কাকা-কাকিমা দু'জনেই বাড়িতে থাকত ৷ ওনাদের কোনও সন্তান নেই । এদিন বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই আমরা বিষয়টি জানতে পারি ।" দাসপুর পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার হয়েছে । প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রী আত্মঘাতী হয়েছেন ৷

অন্যদিকে, প্রতিবেশীদের বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন দু'জনে ৷ তার জেরে বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল অনেকের কাছে ।হয়তো মানসিক অবসাদ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.