ETV Bharat / bharat

হরিয়ানায় তৃতীয়বার বিজেপি সরকার, শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদি - HARYANA BJP GOVERNMENT OATH TAKING

হরিয়ানায় পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি ৷ আগামী 17 অক্টোবর শপথ নেবেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা ৷

Haryana BJP Government
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি (ছবি সৌজন্য: নায়াব সিং সাইনির এক্স হ্য়ান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 2:23 PM IST

চণ্ডীগড়, 12 অক্টোবর: তৃতীয়বার সরকার গড়ার পথে বিজেপি ৷ আগামী 17 অক্টোবর হরিয়ানায় শপথ নেবে ভারতীয় জনতা পার্টির নয়া সরকার ৷ পাঁচকুলার সেক্টর-5-এর প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান হবে ৷ বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ সূত্রের খবর, এবারও মুখ্যমন্ত্রী হিসেবে নায়াব সিং সাইনির নাম উঠে এসেছে ৷

শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, "আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সম্মতি পেয়েছি ৷ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা 17 অক্টোবর পাঁচকুলায় শপথ নেবেন ৷ বিজেপির এই চিরাচরিত রীতি ৷ তারা যেটা বলে, সেটাই করে দেখায় ৷ বিরোধীরা এমন একটা ভাব দেখাচ্ছিল, যেন তাদের কেউ প্রধানমন্ত্রী হবে ৷ তাদের আশার আলো নিভে গিয়েছে ৷"

ভারতীয় জনতা পার্টির সূত্রে খবর, হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ চলতি বছরের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে সরিয়ে নায়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ প্রবীণ নেতা খট্টর লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হন ৷ তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী ৷

সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচনে 90টি আসনের মধ্যে 48টিতেই জয়ী হয় ভারতীয় জনতা পার্টি ৷ বুথ-ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে 37টি আসন দখল করে কংগ্রেস ৷ রাজ্যের তিন নির্দল বিধায়ক দেবেন্দ্র কাডিয়ান, রাজেশ জুন এবং সাবিত্রী জিন্দল সরকার গড়তে বিজেপিকে সমর্থন করেছে ৷ আঞ্চলিক দল আইএনএলডি মাত্র 2টি আসনে জয়ী হয় ৷

পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি ৷ এই ঐতিহাসিক জয়ের শপথ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে ৷ এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা সঞ্জয় ভাটিয়া ৷ তিনি বলেন, "আমরা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও হাজির হবেন ৷"

চণ্ডীগড়, 12 অক্টোবর: তৃতীয়বার সরকার গড়ার পথে বিজেপি ৷ আগামী 17 অক্টোবর হরিয়ানায় শপথ নেবে ভারতীয় জনতা পার্টির নয়া সরকার ৷ পাঁচকুলার সেক্টর-5-এর প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান হবে ৷ বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ সূত্রের খবর, এবারও মুখ্যমন্ত্রী হিসেবে নায়াব সিং সাইনির নাম উঠে এসেছে ৷

শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, "আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সম্মতি পেয়েছি ৷ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা 17 অক্টোবর পাঁচকুলায় শপথ নেবেন ৷ বিজেপির এই চিরাচরিত রীতি ৷ তারা যেটা বলে, সেটাই করে দেখায় ৷ বিরোধীরা এমন একটা ভাব দেখাচ্ছিল, যেন তাদের কেউ প্রধানমন্ত্রী হবে ৷ তাদের আশার আলো নিভে গিয়েছে ৷"

ভারতীয় জনতা পার্টির সূত্রে খবর, হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ চলতি বছরের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে সরিয়ে নায়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ প্রবীণ নেতা খট্টর লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হন ৷ তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী ৷

সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচনে 90টি আসনের মধ্যে 48টিতেই জয়ী হয় ভারতীয় জনতা পার্টি ৷ বুথ-ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে 37টি আসন দখল করে কংগ্রেস ৷ রাজ্যের তিন নির্দল বিধায়ক দেবেন্দ্র কাডিয়ান, রাজেশ জুন এবং সাবিত্রী জিন্দল সরকার গড়তে বিজেপিকে সমর্থন করেছে ৷ আঞ্চলিক দল আইএনএলডি মাত্র 2টি আসনে জয়ী হয় ৷

পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি ৷ এই ঐতিহাসিক জয়ের শপথ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে ৷ এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা সঞ্জয় ভাটিয়া ৷ তিনি বলেন, "আমরা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও হাজির হবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.