ETV Bharat / bharat

উদ্বোধনের পর প্রথমবার রামমন্দিরে মোদি, পরে যোগীকে পাশে নিয়ে রোড-শো - LOK SABHA ELECTION 2024

PM Modi prays at Ram Mandir: নির্বাচনী প্রচারের ফাঁকে এবার রামমন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দর্শন ও পুজো সেরে রোড-শো সারলেন অযোধ্যায়।

PM Modi
উদ্বোধনের পর প্রথমবার রামমন্দিরের মোদি ৷ (Etv Bharat)
author img

By ANI

Published : May 5, 2024, 10:13 PM IST

Updated : May 5, 2024, 10:54 PM IST

রামমন্দিরে প্রধানমন্ত্রী (সংবাদসংস্থার ভিডিয়ো)

অযোধ্যা, 5 মে: তৃতীয় দফা নির্বাচনের প্রচার শেষ হতেই অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধনের পর এটাই তাঁর প্রথম আসা। মন্দিরে গিয়ে রামলালার দর্শন ও পুজো সারেন প্রধানমন্ত্রী মোদি। পুজো শেষে অযোধ্যায় রোড শো-ও করতে দেখা যায় মোদিকে।

রামমন্দির নিয়ে তাঁর আবেগের কথা সকলেই জানেন । 2019 সালে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর থেকে বারবার সেই আবেগ প্রকাশ্যে এসেছে। মন্দিরের ভূমিপুজো থেকে শুরু করে উদ্বোধন সব অনুষ্ঠানেরই মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী। রামনবমীর দিন সূর্য তিলকের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি মোদি। বিমানে বসেই সাক্ষী ছিলেন সেই মুহূর্তের ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতো প্রধানমন্ত্রীর এই অযোধ্যা সফরের বিশেষ তাৎপর্য আছে। 94টি কেন্দ্রো ভোটের ঠিক আগে মোদি যেভাবে ধর্মীয় স্থানে গেলেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। মন্দির দর্শন শেষে রোড-শো শুরু করেন মোদি । শহরের সুগ্রীব দূর্গ থেকে শুরু হয়ে ললিত চকে গিয়ে রোড-শো শেষ হয় । পুরো সময়টা ঠিক মোদির পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

রোড-শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে ছিল বিজেপির প্রতীক পদ্মফুল । তাঁর ঠিক সামনে চিরাচরতি ভারতীয় পোশাকে বেশ কয়েকজন মহিলাকেও দেখা যায়। মোদিকে দেখতে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো। রাস্তার দু'পাশে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছিল। তার মধ্যে মহিলাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ছিল।

চলতি লোকসভা নির্বাচনে বারবার ফিরে এসেছে রামমন্দিরের প্রসঙ্গ। একাধিক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে ঠিক কীভাবে পাঁচশো বছরের সংগ্রামের পর অযোধ্যা রামমন্দির তৈরি হয়েছে । তার জন্য মাঝের এই বিরাট সময় কত মানুষকে লড়াই করতে হয়েছে সে কথাও তুলে ধরেন মোদি। এবার রামমন্দিরে দর্শন সারলেন মোদি।

আরও পড়ুন:

  1. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য, অকপট প্রধানমন্ত্রী মোদি
  2. চারশোর লক্ষ্যে ইতিমধ্যেই 100 পার করেছেন মোদি, দাবি অমিতের

রামমন্দিরে প্রধানমন্ত্রী (সংবাদসংস্থার ভিডিয়ো)

অযোধ্যা, 5 মে: তৃতীয় দফা নির্বাচনের প্রচার শেষ হতেই অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধনের পর এটাই তাঁর প্রথম আসা। মন্দিরে গিয়ে রামলালার দর্শন ও পুজো সারেন প্রধানমন্ত্রী মোদি। পুজো শেষে অযোধ্যায় রোড শো-ও করতে দেখা যায় মোদিকে।

রামমন্দির নিয়ে তাঁর আবেগের কথা সকলেই জানেন । 2019 সালে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর থেকে বারবার সেই আবেগ প্রকাশ্যে এসেছে। মন্দিরের ভূমিপুজো থেকে শুরু করে উদ্বোধন সব অনুষ্ঠানেরই মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী। রামনবমীর দিন সূর্য তিলকের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি মোদি। বিমানে বসেই সাক্ষী ছিলেন সেই মুহূর্তের ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতো প্রধানমন্ত্রীর এই অযোধ্যা সফরের বিশেষ তাৎপর্য আছে। 94টি কেন্দ্রো ভোটের ঠিক আগে মোদি যেভাবে ধর্মীয় স্থানে গেলেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। মন্দির দর্শন শেষে রোড-শো শুরু করেন মোদি । শহরের সুগ্রীব দূর্গ থেকে শুরু হয়ে ললিত চকে গিয়ে রোড-শো শেষ হয় । পুরো সময়টা ঠিক মোদির পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

রোড-শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে ছিল বিজেপির প্রতীক পদ্মফুল । তাঁর ঠিক সামনে চিরাচরতি ভারতীয় পোশাকে বেশ কয়েকজন মহিলাকেও দেখা যায়। মোদিকে দেখতে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো। রাস্তার দু'পাশে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছিল। তার মধ্যে মহিলাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ছিল।

চলতি লোকসভা নির্বাচনে বারবার ফিরে এসেছে রামমন্দিরের প্রসঙ্গ। একাধিক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে ঠিক কীভাবে পাঁচশো বছরের সংগ্রামের পর অযোধ্যা রামমন্দির তৈরি হয়েছে । তার জন্য মাঝের এই বিরাট সময় কত মানুষকে লড়াই করতে হয়েছে সে কথাও তুলে ধরেন মোদি। এবার রামমন্দিরে দর্শন সারলেন মোদি।

আরও পড়ুন:

  1. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য, অকপট প্রধানমন্ত্রী মোদি
  2. চারশোর লক্ষ্যে ইতিমধ্যেই 100 পার করেছেন মোদি, দাবি অমিতের
Last Updated : May 5, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.