রুদ্রপ্রয়াগ(উত্তরাখণ্ড), 10 সেপ্টেম্বর: তীর্থ করতে গিয়েছিলেন ৷ কিন্তু আর বাড়ি ফেরা হল না ৷ রুদ্রপ্রয়াগে ভূমিধসে মৃত্যু হল অন্তত 5 জন তীর্থযাত্রীর ৷ আহত আরও 3 জন ৷ কেদারনাথ জাতীয় সড়কে সোমবার সন্ধ্যায় সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার দূরে গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটে ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷
এদিন গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগের যাচ্ছিলেন তীর্থযাত্রীরা ৷ আচমকা ভূমিধসে পাথরের তলায় পড়ে যান তাঁরা ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন বাহিনীর সদস্যরা ৷ বেশ কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করেন তাঁরা ৷ সেই সঙ্গে, সজ্ঞাহীন অবস্থায় আরও এক জনকে উদ্ধার করা হয় ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
খারাপ আবহাওয়ার কারণে সোমবার রাতে উদ্ধারকাজ মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা ৷ মঙ্গলবার সকালে আকাশ পরিস্কার হওয়ার পর ফের শুরু হয় উদ্ধারকাজ ৷ পাথর সরিয়ে 2 জন মহিলা ও 1 জন পুরুষকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ উদ্ধারকাজ কিছুক্ষণ চলার পর আরও এক মহিলা তীর্থযাত্রীকে ধ্বংসস্তূপ থেকে খুঁজে পাওয়া যায় ৷ এই 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷
খারাপ আবহাওয়ার কারণে এদিন সন্ধ্য়া সাড়ে 6 টার পর এই রাস্তায় যান চলাচলে উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন ৷ জানা গিয়েছে, মৃত তীর্থযাত্রীরা সেই সময়ের আগেই গৌরীকুণ্ড থেকে ফিরছিলেন ৷ আহতদের মধ্যে এক জন বাংলার, একজন নেপাল ও একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ৷ নিহতদের মধ্যে 3 জন মধ্যপ্রদেশ, একজন নেপাল ও একজন গুজরাতের বালিন্দা বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, কয়েকদিন আগে রুদ্রপ্রয়াগে কেদারনাথ যাওয়ার রাস্তায় ভূমিধসে চাপা পড়ে 4 জনের মৃত্যু হয় ৷ তাঁরা সকলেই নেপালের বাসিন্দা ছিলেন ৷