ETV Bharat / bharat

আজ থেকে পাঁচ দিন দেশজুড়ে বন্ধ পাসপোর্ট পোর্টাল, আগের আবেদনগুলির কী হবে? - Passport Seva Portal Down - PASSPORT SEVA PORTAL DOWN

Passport Portal Down: পাসপোর্ট সেবা পোর্টাল 29 অগস্ট 2024, বৃহস্পতিবার রাত 8টা থেকে 2 সেপ্টেম্বর, সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ৷ এর মধ্যে এই পোর্টাল কোনও নতুন আবেদন করা যাবে না ৷ এরপর কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Passport Portal Down
দেশজুড়ে বন্ধ পাসপোর্ট পোর্টাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 8:19 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: রক্ষণাবেক্ষণের জন্য আগামী পাঁচ দিন পাসপোর্ট সেবা পোর্টাল বা পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট বন্ধ থাকবে ৷ কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এই সময়ের মধ্যে কোনও নতুন অ্যাপয়েন্টমেন্ট বা অবেদন করা যাবে না এবং আগে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলি সেই অনুযায়ী পুনঃনির্ধারণ করা হবে ।

শুধু পাসপোর্ট সেবা কেন্দ্র নয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হবে। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা জানান, এ সময়ের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এমন আবেদনকারীরা। তারা অন্য তারিখের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করতে সক্ষম হবে। পাসপোর্ট সেবা পোর্টালটিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বা পাসপোর্ট রিনিউ করার জন্য সারা দেশে কেন্দ্রগুলিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ব্যবহার করা হয়।

সরকারের পরামর্শে বলা হয়েছে, পোর্টালটির প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে 5 দিনের জন্য বন্ধ করা হচ্ছে 2 সেপ্টেম্বর সকাল 6টায় খুলবে । এই 5 দিন পাসপোর্ট সেবা পোর্টাল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এতে কোনও ধরনের কাজ করা যাবে না। পাসপোর্ট সেবা পোর্টালের এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে যে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের সময়, এটি সাধারণ নাগরিকদের পাশাপাশি MEA/RPO/BOI/ISP/DoP এবং পুলিশের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

ভারতে তিন ধরনের পাসপোর্ট রয়েছে, ব্লু কভার পাসপোর্ট, মেরুন কভার পাসপোর্ট এবং গ্রে কভার পাসপোর্ট ৷

ব্লু কভার পাসপোর্ট: এটি একটি সাধারণ পাসপোর্ট। দেশের যে কোনও নাগরিক এটি ব্যবহার করতে পারবেন।

মেরুন কভার পাসপোর্ট: এটি একটি কূটনৈতিক পাসপোর্ট। শুধুমাত্র ভারত সরকারের অনুমোদিত কূটনীতিক এবং সরকারি পদে থাকা সদস্যরা এই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন।

গ্রে কভার পাসপোর্ট: এটি একটি অফিসিয়াল পাসপোর্ট। এটি বিদেশে কর্মরত সরকারি কর্মচারীদের জারি করা হয়।

নয়াদিল্লি, 29 অগস্ট: রক্ষণাবেক্ষণের জন্য আগামী পাঁচ দিন পাসপোর্ট সেবা পোর্টাল বা পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট বন্ধ থাকবে ৷ কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এই সময়ের মধ্যে কোনও নতুন অ্যাপয়েন্টমেন্ট বা অবেদন করা যাবে না এবং আগে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলি সেই অনুযায়ী পুনঃনির্ধারণ করা হবে ।

শুধু পাসপোর্ট সেবা কেন্দ্র নয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হবে। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা জানান, এ সময়ের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এমন আবেদনকারীরা। তারা অন্য তারিখের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করতে সক্ষম হবে। পাসপোর্ট সেবা পোর্টালটিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বা পাসপোর্ট রিনিউ করার জন্য সারা দেশে কেন্দ্রগুলিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ব্যবহার করা হয়।

সরকারের পরামর্শে বলা হয়েছে, পোর্টালটির প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে 5 দিনের জন্য বন্ধ করা হচ্ছে 2 সেপ্টেম্বর সকাল 6টায় খুলবে । এই 5 দিন পাসপোর্ট সেবা পোর্টাল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এতে কোনও ধরনের কাজ করা যাবে না। পাসপোর্ট সেবা পোর্টালের এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে যে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের সময়, এটি সাধারণ নাগরিকদের পাশাপাশি MEA/RPO/BOI/ISP/DoP এবং পুলিশের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

ভারতে তিন ধরনের পাসপোর্ট রয়েছে, ব্লু কভার পাসপোর্ট, মেরুন কভার পাসপোর্ট এবং গ্রে কভার পাসপোর্ট ৷

ব্লু কভার পাসপোর্ট: এটি একটি সাধারণ পাসপোর্ট। দেশের যে কোনও নাগরিক এটি ব্যবহার করতে পারবেন।

মেরুন কভার পাসপোর্ট: এটি একটি কূটনৈতিক পাসপোর্ট। শুধুমাত্র ভারত সরকারের অনুমোদিত কূটনীতিক এবং সরকারি পদে থাকা সদস্যরা এই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন।

গ্রে কভার পাসপোর্ট: এটি একটি অফিসিয়াল পাসপোর্ট। এটি বিদেশে কর্মরত সরকারি কর্মচারীদের জারি করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.