দেরাদুন, 18 অগস্ট: কলকাতায় পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণের খবর সামনে এসেছে ৷ এবার দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে গণধর্ষণের খবর মিলেছে ৷ দেরাদুনের ISBT-র বাসে পঞ্জাবের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ পরে অবশ্য পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি আদতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ৷ তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেও জানিয়েছে পুলিশ ৷ শিশু কল্যাণ কমিটির দল আইএসবিটি থেকে মেয়েটিকে উদ্ধার করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
নির্যাতিতার কাউন্সেলিং করার পরে, কমিটি শনিবার কোতোয়ালি প্যাটেল নগরের পুলিশ পোস্টে অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনায় সন্দেহভাজন দু'জনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কিশোরী (16 বছর) পঞ্জাবের বাসিন্দা ৷ মোরাদাবাদ থেকে ইউপি রোডওয়েজের বাসে উঠেছিল সে। 13 অগস্ট সকালে সে আইএসবিটি দেরাদুনে পৌঁছয়। অভিযোগ, বাস খালি হয়ে যাওয়ার পর সেখানেই প্রায় পাঁচজন তাঁকে গণধর্ষণ করে ৷ পরে ওই ছাত্রীকে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যায় অভিযুক্তরা। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেল্পলাইন টিম মেয়েটিকে ISBT-এর বাস স্টপের বাইরে আচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। কমিটি মেয়েটিকে কাউন্সেলিং করলে সে তার নির্যাতনের কথা জানায়। শনিবার রাতে কমিটির সদস্যরা আইএসবিটি পোস্টে পৌঁছে ঘটনার কথা জানান।
শিশু কল্যাণ কমিটির সদস্য প্রীতির দাবি, মেয়েটি জানিয়েছে, সে পঞ্জাবের বাসিন্দা ৷ তার বাবা-মা মারা গিয়েছেন। এরপর বোনের সঙ্গেই থাকত সে ৷ গত 11 অগস্ট তার বোন তাকে বাড়ি থেকে বের করে দেয় ৷ এরপরে সে পঞ্জাব থেকে দিল্লি, তারপর মোরাদাবাদ হয়ে শেষে দেরাদুনে পৌঁছেছিল বলে মেয়েটি জানিয়েছে ৷ একই সঙ্গে মেয়েটি জানিয়েছে, যে বাসে তার উপর নির্যাতন চালানো হয়েছিল সেই বাসটির রং ছিল লাল ৷ পুলিশের অনুমান, বাসটি উত্তরপ্রদেশ পরিবহণ কর্পোরেশনের ছিল।
এসএসপি অজয় সিং জানিয়েছেন, তিনি নিজেই ঘটনার তদন্তে আইএসবিটি পোস্টে গিয়েছেন ৷ অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দু'জনকে আটক করা হয়েছে। এছাড়াও, ISBT-এর সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে।