লখনউ, 1 এপ্রিল: জাতীয় সড়কে টোল ট্যাক্স আপাতত বাড়ছে না। কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। একটি সূত্রের দাবি, লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর বাড়বে না। অতএব নির্বাচনের সময় জাতীয় সড়ক দিয়ে যাঁরা যাতায়াত করবেন তাঁদের অতিরিক্ত খরচ করতে হবে না। উত্তরপ্রদেশে থাকা বিভিন্ন জাতীয় সড়ক থেকে বাড়তি টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত হয়েছিল । আপাতত তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুরনো হারেই টোল ট্যাক্স দিতে হবে।
এবার 10 শতাংশ কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার ফলে খরচ একধাক্কায় অনেকটাই বাড়ত। লখনউ শহরের আশপাশে থাকা 8টি জাতীয় সড়কের উপর দিয়ে দিনে গড়ে 3 লাখ গাড়ি যাতায়াত করে। এখান থেকেই বোঝা যেতে পারে অতিরিক্ত কর লাগু হলে ঠিক কতটা বেশি রোজগার করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দেশের অন্য কয়েকটি অংশে থাকা জাতীয় সড়ক ধরে এর চেয়ে অনেক বেশি পরিমাণে গাড়ি যাতায়াত করে। বড় শহর থেকে যাতায়াত করা যায় এমন জাতীয় সড়ক আরও বেশি পরিমাণে গাড়ি দেখে প্রতিদিন।
জানা গিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক কর বৃদ্ধির বিষয়টিতে সবুজসংকেত দেয়নি তার জেরেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে কর বাড়ছে না।
কর না বাড়ার সিদ্ধান্তে অবশ্যই খুশি সকলে। জাতীয় সড়ক ধরে আগ্রা থেকে লখনউ পর্যন্ত যাতায়াত করেন এমন অনেকেই এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। ইটিভি ভারকের প্রতিনিধিকে এক চালক জানান, আপাতত বাড়তি কর দিতে হবে না জেনে তিনি খুশি। এই টাকা বাঁচিয়ে সংসারের অন্য কাজ করতে পারবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: