নয়াদিল্লি, 29 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যকে তিনটি সেক্টর হিসেবে চিহ্নিত করেছেন ৷ একই সঙ্গে, তিনি বিশ্বাস করেন, এই তিন ক্ষেত্রেই প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করতে পারে ৷ এ ক্ষেত্রে তাঁর সরকারের প্রচেষ্টাকেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে আলাপচারিতাতেও প্রধানমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনের পরে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন।
মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তিনি বিশ্বে ডিজিটাল বিভাজনের কথা শুনেছিলেন ৷ এরপরই কার্যত তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারতে এটি হতে দেবেন না। প্রধানমন্ত্রী আরও জানান, তিনি জরায়ুর ক্যানসারের স্থানীয় গবেষণার জন্য বিজ্ঞানীদের জন্য পৃথক তহবিল বরাদ্দ করতে চান ৷ যাতে ন্যূনতম খরচে এর ভ্যাকসিন তৈরি করা যায় ৷ মোদির দাবি, কেন্দ্রে তৃতীয়বারের জন্য তাঁর নেতৃত্বে নতুন সরকার ক্যানসারের টিকা বিশেষ করে সমস্ত মেয়েদের জন্য টিকা নিশ্চিত করতে কাজ করবে ৷ পাশাপাশি ডিজিটাল পাবলিক পরিকাঠামো প্রয়োজন বলে প্রধানমন্ত্রী যখন জোড়াল সওয়াল করেছেন, বিল গেটস সেখানে সংযোজন করেছেন, "ভারত এই পথে নেতৃত্ব দিচ্ছে।"
জলবায়ু পরিবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, "উন্নয়নকে সংজ্ঞায়িত করতে বিদ্যুৎ বা ইস্পাত ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে ৷ কারণ এটি জলবায়ু বিরোধী ৷ পরিবর্তে সবুজ জিডিপি এবং সবুজ কর্মসংস্থানের মতো পরিভাষাগুলি গ্রহণ করা উচিত।" কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "এটা জাদু হাতিয়ার হিসেবে দেখা উচিত নয় ৷ আবার মানুষের অলসতার প্রতিস্থাপন হিসেবে দেখাও উচিত নয়।" প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছেন কীভাবে তিনি জি20 শীর্ষ সম্মেলনে বক্তৃতা অনুবাদ করার জন্য এআই-কে ব্যবহার করেছেন ৷ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় তাঁর ভাষণ এআই-এর মাধ্যমে দিয়েছেন। চ্যাটজিপিটি-এর মতো একটি প্রযুক্তিকে ক্রমাগত নিজেকে উন্নত করতে ব্যবহার করা উচিত বলেও যোগ করেন তিনি।
মোদি জানিয়েছেন, তিনি প্রযুক্তির গণতন্ত্রীকরণে বিশ্বাস করেন ৷ কারণ এটি প্রত্যেককে সমান সুযোগ দেয় ৷ আর সেকারণেই তিনি প্রযুক্তিকে গ্রামে নিয়ে যাচ্ছেন। বিল গেটসের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি প্রযুক্তিতে মুগ্ধ কিন্তু এর দাস নন। মোদির কথায়, "আমি একজন বিশেষজ্ঞ নই তবে প্রযুক্তির প্রতি শিশুদের মতো কৌতূহল আছে আমার ৷" ভারতে ডিজিটাল বিপ্লবের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন যে এতে কারও একচেটিয়া অধিকার থাকা উচিত নয় ৷ এটি সাধারণ মানুষের দ্বারা চালিত হওয়াই উচিত। (পিটিআই)
আরও পড়ুন
রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা