ধর্মপুরী (তামিলনাড়ু), 25 জানুয়ারি: একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় তামিলনাড়ুতে চারজনের মৃত্যু হল। আহত হলেন আটজন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার তামিলনাড়ুর ধর্মপুরী জেলার থপপুর ঘাট রোডে ৷ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য 50 হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন । ঘটনায় নিহতরা হলেন মঞ্জু (56), বিমল (28), আনুশকা (23) এবং জেনিফার (29) ৷
এই মর্মান্তিক দুর্ঘটনাটি সিসিটিভিতে ধরা পরেছে ৷ তাতে দেখা যাচ্ছে, একটি দ্রুতগামী ট্রাক অন্য ট্রাকে এসে ধাক্কা মারে ৷ যার ফলে দুটি ট্রাকের মধ্যে একটি গাড়ি আটকে পড়ে পিষে যায় ৷ সেই সময় অন্যদিক থেকে একটি গাড়ি আসছিল ৷ সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায় । পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং আহতদের হাসপাতালে ভরতি করেছে।
এই দুর্ঘটনার পর পথ নিরাপত্তা নিয়ে স্থানীয়ের মধ্যে গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে । ধর্মপুরীর ডিএমকে সাংসদ ডঃ সেন্থিল কুমার থোপপুর ঘাট রোডে চলা কাজগুলি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছেন । পাশপাশি আগামিদিনে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে তাই তিনি পরিকাঠামো উন্নয়নের গুরুত্বের উপরও জোর দিয়েছেন ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে হিমাচল প্রদেশে রাস্তা থেকে খাদে গাড়ি পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ৷ একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলে ৷ সেই সময় গাড়িটি একটি 600 মিটার গভীর খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন ৷ নভেম্বরের শুরুতে মান্ডি জেলার কারসোগ-সিমলা সড়কের আলসিন্দির কাছে এরকমই একটি পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ ওই ঘটনায় গাড়ি খাদে পড়ে চার মহিলা-সহ পাঁচজন নিহত হন এবং আহত হন 6 জন । গাড়িটি যাত্রীদের নিয়ে জাসাল থেকে ভালিন্ডি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে । গাড়িতে থাকা সকলের কৃষি বিভাগ আয়োজিত একটি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ।
আরও পড়ুন: