জিন্দ (হরিয়ানা), 3 সেপ্টম্বর: হরিয়ানার জিন্দের হিসার-চণ্ডীগড় হাইওয়েতে বিধরানা গ্রামের কাছে সোমবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ দু'টি গাড়ির ধাক্কায় 8 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 8 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
একই দিকে যাচ্ছিল একটি ট্রাক ও একটি টাটা ম্যাজিক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা দেয় ম্যাজিক গাড়িটিকে। ধাক্কা লাগায় রাস্তার ধারে উলটে যায় ম্যাজিক গাড়িটি ৷ টাটা ম্যাজিকে থাকা 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, কুরুক্ষেত্রের মার্চেডি গ্রামের 15 জন লোক সোমবার সন্ধ্যায় একটি টাটা ম্যাজিকে করে রাজস্থানের গোগামেডি ধামে বেড়াতে যাচ্ছিলেন ৷
রাত সাড়ে 12টা নাগাদ বিধারানা গ্রামের কাছে টাটা ম্যাজিক গাড়িটিকে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা ৷ ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উলটে যায় ৷ যাত্রীদের চিৎকারে আশেপাশের গাড়ি থেকে লোকজন নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন ৷ কিন্তু অন্ধকারের কারণে সবাইকে উদ্ধার করা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থলে এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ৷
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে আমরা পৌঁছয় ৷ যাত্রীদের বাসন ও খাবারের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। অনেকেই রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ৷ ঘটনাস্থলে 7টি অ্যাম্বুলেন্স ডাকা হয়। লোকজনকে সঙ্গে সঙ্গে নারওয়ানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কর্তব্যরত চিকিৎসক 8 জনকে মৃত ঘোষণা করেন ৷ বাকি আহতদের চিকিৎসার জন্য হিসারের আগরোহা মেডিক্যাল কলেজে স্থানাস্তরিত করা হয়েছে ৷ পুলিশ ট্রাকটি আটক করেছে ৷