ETV Bharat / bharat

দিব্য অভিষেকের পর তিথি মেনে সূর্যতিলক রামলালার, রামনবমীতে জমজমাট অযোধ্যা - Ram Navami Celebration - RAM NAVAMI CELEBRATION

Ram Navami at Ayodhya: অযোধ্যার রাম মন্দিরে বুধবার সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা ৷ ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম রামনবমী পালিত হচ্ছে অযোধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 12:07 PM IST

Updated : Apr 17, 2024, 3:44 PM IST

অযোধ্যায় রামনবমী

অযোধ্যা, 17 এপ্রিল: প্রথমে 'দিব্য অভিষেক', তারপর 'সূর্য তিলক' ৷ অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে চলছে রামনবমীর পুজো ৷ 22 জানুয়ারি ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী পালিত হচ্ছে সেখানে ৷ বিশেষ এই দিনটিতে অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত ৷ সকলের মধ্যে বাঁধ ভাঙা উৎসাহ নজর কেড়েছে সকলের ৷ বুধবার সকাল সাড়ে তিনটেয় রাম মন্দিরে শুরু হয় 'দর্শন'। মন্দির পরিদর্শনের আগে, ভক্তরা অযোধ্যার সরযূ নদীর পবিত্র জলে ডুব দেন । রাত থেকেই ঘাটে ভিড় করতে থাকেন তাঁরা । মন্দির পরিচালনার দায়ীত্বে থাকা সংস্থা 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট' জানিয়েছে, মন্দিরে রাম লালার 'দিব্য অভিষেক' সকালে অত্যন্ত উৎসাহ এবং আধ্যাত্মিকতার সঙ্গে পালন করা হয়েছে ।

তবে সবথেকে আকর্ষণীয় হল শ্রী রামের 'সূর্য তিলক' অনুষ্ঠান ৷ রাম লালার কপালে সূর্যের কিরণ পড়ে তৈরি হয় আশ্চর্য এই সূর্য তিলক । বুধবার দুপুর 12.16 নাগাদ সেই অনুষ্ঠানও সম্পন্ন হয় সফলভাবে ৷ উল্লেখ্য, বিশেষ আয়না এবং লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই 'সূর্য তিলক' ৷ রামনবমীর পুজোর আগে মঙ্গলবার বিশেষ এই ব্যবস্থাটি পরীক্ষা করেন একটি দল । সিএসআইআর-সিবিআরআই রুরকির বিজ্ঞানী ডা. এসকে পানিুগ্রাহি বলেন, "সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল, রামনবমীর দিনে শ্রী রাম মূর্তির কপালের 'তিলক'টিকে সকলের নজরে আনা । প্রতি বছর চৈত্র মাসে শ্রী রাম নবমীতে দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক দেওয়া হবে এই তিলকের মাধ্যমে ।"

কয়েক দশকের অপেক্ষার পর অবশেষে চলতি বছর সকলের জন্য খুলে দেওয়া হয় অযোধ্যার রাম মন্দিরের দরজা ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বহু তারকা, রাজনীতিকরা ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্ত্বর ৷ তবে রামনবমীতে কোনও রকম ভিআইপি ব্যবস্থা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ৷ এমনকি আগে থেকে যারা দর্শনের জন্য টিকিট কেটে রেখেছিলেন, তাঁদেরও পাসগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট । যদিও আজকের দিনের জন্য দর্শনের সময় বাড়ানো হয়েছে ৷

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেন, "ভক্তদের জন্য সমস্ত এলাকাকে জোন এবং সেক্টরে ভাগ করা হয়েছে । আমাদের স্বেচ্ছাসেবক এবং ফোর্স মাল্টিপ্লায়ার স্থাপন করা হয়েছে । ভারী যানবাহন চলাচলের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷" ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে । সেই সঙ্গে পানীয় জলের ব্যবস্থা, গরম থেকে রক্ষা করার জন্য রঙিন ত্রিপল এবং ভক্তদের থাকার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন আইজি ৷

রামনবমীর পুজো:

সকাল সাড়ে তিনটা থেকে ভক্তদের জন্য দর্শন খোলা হয়েছে রাম মন্দিরের দরজে । ভোর 5টায় রাম লালার 'শ্রিংগার আরতি' করা হয় । ভগবান শ্রী রামকে খাবার দেওয়ার সময় অল্প সময়ের জন্য পর্দা টানা হয় । রাত 11টা পর্যন্ত চলবে দর্শন । এরপর সময়ানুযায়ী হবে 'ভোগ ও শয়ন আরতি' । 'শয়ন আরতি'র পর দেওয়া হবে প্রসাদ ।

আরও পড়ুন:

অযোধ্যায় রামনবমী

অযোধ্যা, 17 এপ্রিল: প্রথমে 'দিব্য অভিষেক', তারপর 'সূর্য তিলক' ৷ অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে চলছে রামনবমীর পুজো ৷ 22 জানুয়ারি ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী পালিত হচ্ছে সেখানে ৷ বিশেষ এই দিনটিতে অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত ৷ সকলের মধ্যে বাঁধ ভাঙা উৎসাহ নজর কেড়েছে সকলের ৷ বুধবার সকাল সাড়ে তিনটেয় রাম মন্দিরে শুরু হয় 'দর্শন'। মন্দির পরিদর্শনের আগে, ভক্তরা অযোধ্যার সরযূ নদীর পবিত্র জলে ডুব দেন । রাত থেকেই ঘাটে ভিড় করতে থাকেন তাঁরা । মন্দির পরিচালনার দায়ীত্বে থাকা সংস্থা 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট' জানিয়েছে, মন্দিরে রাম লালার 'দিব্য অভিষেক' সকালে অত্যন্ত উৎসাহ এবং আধ্যাত্মিকতার সঙ্গে পালন করা হয়েছে ।

তবে সবথেকে আকর্ষণীয় হল শ্রী রামের 'সূর্য তিলক' অনুষ্ঠান ৷ রাম লালার কপালে সূর্যের কিরণ পড়ে তৈরি হয় আশ্চর্য এই সূর্য তিলক । বুধবার দুপুর 12.16 নাগাদ সেই অনুষ্ঠানও সম্পন্ন হয় সফলভাবে ৷ উল্লেখ্য, বিশেষ আয়না এবং লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই 'সূর্য তিলক' ৷ রামনবমীর পুজোর আগে মঙ্গলবার বিশেষ এই ব্যবস্থাটি পরীক্ষা করেন একটি দল । সিএসআইআর-সিবিআরআই রুরকির বিজ্ঞানী ডা. এসকে পানিুগ্রাহি বলেন, "সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল, রামনবমীর দিনে শ্রী রাম মূর্তির কপালের 'তিলক'টিকে সকলের নজরে আনা । প্রতি বছর চৈত্র মাসে শ্রী রাম নবমীতে দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক দেওয়া হবে এই তিলকের মাধ্যমে ।"

কয়েক দশকের অপেক্ষার পর অবশেষে চলতি বছর সকলের জন্য খুলে দেওয়া হয় অযোধ্যার রাম মন্দিরের দরজা ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বহু তারকা, রাজনীতিকরা ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্ত্বর ৷ তবে রামনবমীতে কোনও রকম ভিআইপি ব্যবস্থা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ৷ এমনকি আগে থেকে যারা দর্শনের জন্য টিকিট কেটে রেখেছিলেন, তাঁদেরও পাসগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট । যদিও আজকের দিনের জন্য দর্শনের সময় বাড়ানো হয়েছে ৷

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেন, "ভক্তদের জন্য সমস্ত এলাকাকে জোন এবং সেক্টরে ভাগ করা হয়েছে । আমাদের স্বেচ্ছাসেবক এবং ফোর্স মাল্টিপ্লায়ার স্থাপন করা হয়েছে । ভারী যানবাহন চলাচলের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷" ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে । সেই সঙ্গে পানীয় জলের ব্যবস্থা, গরম থেকে রক্ষা করার জন্য রঙিন ত্রিপল এবং ভক্তদের থাকার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন আইজি ৷

রামনবমীর পুজো:

সকাল সাড়ে তিনটা থেকে ভক্তদের জন্য দর্শন খোলা হয়েছে রাম মন্দিরের দরজে । ভোর 5টায় রাম লালার 'শ্রিংগার আরতি' করা হয় । ভগবান শ্রী রামকে খাবার দেওয়ার সময় অল্প সময়ের জন্য পর্দা টানা হয় । রাত 11টা পর্যন্ত চলবে দর্শন । এরপর সময়ানুযায়ী হবে 'ভোগ ও শয়ন আরতি' । 'শয়ন আরতি'র পর দেওয়া হবে প্রসাদ ।

আরও পড়ুন:

Last Updated : Apr 17, 2024, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.