নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ কেজরিওয়ালের দুটি আবেদনের শুনানির পর এই রায় ঘোষণা করে ৷
জেল থেকে বেল-কেমন ছিল সেই যাত্রা?
জুলাই 2022: লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আবগারি ক্ষেত্রে নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের ব্যাপারে অনিয়ম হয়েছে দাবি করে সিবিআই তদন্তের সুপারিশ করেন ।
অগস্ট 2022: সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত অনিয়মের ক্ষেত্রে মামলা নথিভুক্ত করে ।
সেপ্টেম্বর 2022: দিল্লি সরকার আবগারি নীতি বাতিল করে ।
30 অক্টোবর 2023: ইডি কেজরিওয়ালকে আর্থিক তছরূপ মামলায় 2 নভেম্বর হাজিরার জন্য প্রথম সমন পাঠায় ৷
02.নভেম্বর 2023: কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রথম সমন উপেক্ষা করে মধ্যপ্রদেশের সিংগ্রাউলিতে একটি রাজনৈতিক সমাবেশে যোগ দেন ।
ডিসেম্বর 2023: ইডি 21 ডিসেম্বর এবং 3 জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালের কাছে আরও দুটি সমন জারি করে । কেজরিওয়াল দ্বিতীয় ইডি সমনও এড়িয়ে যান ৷ তিনি বলেছিলেন, এটি 'অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ।
জানুয়ারি 2024: ইডি কেজরিওয়ালকে 18 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি হাজিরার জন্য আরও দুটি সমন পাঠানো হয় ।
18 জানুয়ারি, 2024: চতুর্থ সমন জারি করে ইডি ৷ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেয় ।
ফেব্রুয়ারি 2024: কেজরিওয়াল পঞ্চম এবং ষষ্ঠ ইডি সমনেও উপস্থিত হননি ৷ তাঁর আইনিজীবীরা সমনগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে ৷
03.ফেব্রুয়ারি .2024: সমন এড়িয়ে যাওয়ার জন্য ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করে ৷
07.ফেব্রুয়ারি.2024: ম্যাজিস্ট্রিয়াল কোর্ট ইডির অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে তলব করে ৷ এরপর ইডি 19 ফেব্রুয়ারি এবং 4 মার্চ কেজরিওয়ালের উপস্থিতির জন্য ফের সমন জারি করে ৷ কেজরিওয়াল সেই সমনগুলিও উপেক্ষা করেন ৷ এই নিয়ে মোট 9টি ইডি সমন উপেক্ষা করেন আম আদমি পার্টি প্রধান ।
07 মার্চ 2024: সমন এড়ানোর জন্য ইডির নতুন অভিযোগে ম্যাজিস্ট্রিয়াল কোর্ট কেজরিওয়ালকে সমন জারি করে ৷
15 মার্চ 2024: দায়রা আদালত সমন এড়িয়ে যাওয়ার জন্য কেজরিওয়ালের বিরুদ্ধে কার্যক্রম স্থগিত করতে অস্বীকার করেছে ৷
16 মার্চ 2024: ম্যাজিস্ট্রিয়াল কোর্ট কেজরিওয়ালের সামনে হাজির হওয়ার পরে সমন এড়িয়ে যাওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ইডির অভিযোগে জামিন দেয় ৷
21 মার্চ 2024: আবগারি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ৷ তিনিই ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন ইডির হাতে গ্রেফতার হন ৷ দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের কাছে জারি করা সমনকে চ্যালেঞ্জ করে তার পিটিশনে গ্রেফতার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার পরে ইডি এই পদক্ষেপ নিয়েছিল ।
23 মার্চ 2024: ইডির গ্রেফতারি এবং তাঁকে এজেন্সির হেফাজতে রাখার ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান কেজরিওয়াল ।
09 মার্চ 2024: হাইকোর্ট ইডির গ্রেফতারের বিরুদ্ধে কেজরিওয়ালের আবেদন খারিজ করে ৷
10 মার্চ.2024: ইডির গ্রেফতারিকে বহাল রাখার জন্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ৷
15 মার্চ 2024: 24 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্ট ইডির কাছে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের আবেদনের জবাব চায় ৷
24 এপ্রিল 2024: ইডি সুপ্রিম কোর্টকে জানায় কেজরিওয়াল তাঁর আচরণের মাধ্যমে তদন্তকারী অফিসারকে বুঝিয়ে দিয়েছেন তিনি অর্থ পাচারের জন্য দোষী ৷
27 এপ্রিল 2024: কেজরিওয়াল সুপ্রিম কোর্টকে জানান যে, তার 'অবৈধ গ্রেফতারি'র জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ফেডারেলিজমের উপর ভিত্তি করে গণতন্ত্রের নীতিগুলির উপর একটি অভূতপূর্ব আক্রমণ গঠন করে ৷)
29 এপ্রিল 2024: সুপ্রিম কোর্ট বিবৃতি রেকর্ড করার জন্য বারবার তলব সত্ত্বেও ইডির সামনে কেজরিওয়ালের উপস্থিতি না হওয়া নিয়ে প্রশ্ন তোলে এবং জিজ্ঞাসা করে যে, তিনি তাঁর বক্তব্য রেকর্ড না করার কারণে গ্রেফতারকে চ্যালেঞ্জ করতে পারেন কিনা ৷
03মে 2024: সুপ্রিম কোর্ট বলে চলমান লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে ৷
08 মে 2024: সুপ্রিম কোর্ট জানায় যে, এটি 10 মে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আদেশ ঘোষণা করবে ৷
10 মে 2024: লোকসভা নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্দেশ দেওয়া হয় যে, এরপর তাকে আত্মসমর্পণ করতে হবে এবং 2 জুন জেলে ফিরে যেতে হবে ৷
30 মে 2024: কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লি আদালতে যান ৷
01 জুন 2024: কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের উপর আদালত 5 জুনের আদেশের জন্য সংরক্ষণ করে ৷
02 জুন 2024: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 21 দিনের অন্তর্বর্তীকালীন জামিনের পরে তিহার জেলে ফিরে আসেন ৷
05 জুন 2024: আদালত চিকিৎসার কারণে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন অস্বীকার করে ৷
20 জুন 2024: ট্রায়াল কোর্ট আর্থিক তছরূপের মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় ৷ কিন্তু 25 জুন, হাইকোর্ট ইডির মাউন্ট করা একটি চ্যালেঞ্জের পরে জামিনের আদেশ স্থগিত করে ।
26 জুন 2024: আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় এবার সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করে ৷
12 জুন 2024: সুপ্রিম কোর্ট ইডির আর্থিক তছরূপ মামলায় কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় ৷
05 অগস্ট 2024: দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের কেজরিওয়ালকে গ্রেফতারের সিদ্ধান্ত বহাল রাখে ৷ তাকে জামিনের জন্য ট্রায়াল কোর্টে যাওয়ার নির্দেশ দেয় ৷
12 অগস্ট 2024: কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন ৷
05 সেপ্টেম্বর 2024: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন এবং দিল্লি আবগারি নীতি মামলার সঙ্গে সম্পর্কিত দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর অধীনে সিবিআইয়ের গ্রেফতারির চ্যালেঞ্জের বিষয়ে সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত সংরক্ষণ করে ৷
13 সেপ্টেম্বর 2024: বিচারপতি কান্ত তার রায়ে জানান, কেজরিওয়ালকে সিবিআই মামলায় 10 লাখ টাকার বন্ড দিয়ে জামিন দেওয়া হয়েছে । মামলার বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়েছে ।
তথ্যসূত্র : আরকেসি