ETV Bharat / bharat

সার্ভিস ভোটার কারা ? জানুন সাধারণ ভোটারদের সঙ্গে এদের তফাত - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:55 PM IST

Lok Sabha Election 2024: ভারতের নির্বাচন কমিশন সার্ভিস ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে বা তাদের জন্য যথাযথভাবে নিযুক্ত প্রক্সি ভোটারের মাধ্যমে ভোট দেওয়ার অনুমতি দেয়। কিন্তু দেশের সার্ভিস ভোটার কারা ? জেনে নিন...

Service Voter
সার্ভিস ভোটার কারা? সাধারণ ভোটারদের সঙ্গে এদের তফাত কোথায়?

হায়দরাবাদ, 28 মার্চ: দেশের সমস্ত ভোটারদের মধ্যে, যারা 2024 সালের লোকসভা নির্বাচনে তাদের ভোট দেবেন, সেখানে একটি বিশেষ বিভাগ রয়েছে, যাকে সার্ভিস ভোটার বলা হয়। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ, সেনা ইত্যাদি দেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তিরা সার্ভিস ভোটারের বিভাগে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারেন।

সার্ভিস ভোটার কারা?

একজন সার্ভিস ভোটার হলেন একজন সরকারি চাকুরিজীবী যিনি পেশার সূত্রে নিজের রাজ্য বা দেশের বাইরে কর্মরত। নিম্নলিখিত ব্যক্তিরা সার্ভিস ভোটারের বিভাগে তালিকাভুক্ত:

  • দেশের সশস্ত্র বাহিনীর সদস্য
  • এমন একটি বাহিনীর সদস্য যাদের উপর আর্মি অ্যাক্ট, 1950 (46 নম্বর ধারায়) এর বিধানগুলি সংশোধন সহ বা সংশোধন ছাড়াই প্রযোজ্য হয়
  • একটি রাজ্যের বা নিজের রাজ্যের বাইরে কাজ করা সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য হওয়া
  • একজন ব্যক্তি যিনি কেন্দ্র সরকারের অধীনে কোনও পদে নিযুক্ত হয়ে ভারতের বাইরে কর্মরত

সার্ভিস ভোটার এবং সাধারণ ভোটারদের মধ্যে তফাত কোথায় ?

যদি একজন সাধারণ ভোটার যিনি নির্বাচনী এলাকার ভোটার তালিকায় তার সাধারণ বাসস্থানে রয়েছেন, সেখানে নিবন্ধিত থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী হওয়ায় কাজের সূত্রে যিনি নিজের রাজ্য বা দেশের বাইরে কর্মরত, তিনি তাঁর জন্মস্থানে বা স্থায়ী ঠিকানায় 'সার্ভিস ভোটার' হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে পারেন । এছাড়া, এই ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারি পেশা সূত্রে যে জায়গায় রয়েছেন, সেখানে নিজেকে সাধারণ ভোটার হিসাবেও নথিভুক্ত করার একটি বিকল্প পাবেন ৷ ওই কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী যদি নিজের স্থায়ী ঠিকানার বাইরে পরিবারের সঙ্গে থাকেন, সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদেরও সেখানকার সাধারণ ভোটার হিসাবে নথিভুক্ত করতে পারেন ।

সমস্ত সশস্ত্র বাহিনী/প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরা কি সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য ?

ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সদস্যরা এবং জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (বর্ডার রোড অর্গানাইজেশন), বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, অসম রাইফেলস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বল-এর সদস্যরা সার্ভিস ভোটার হিসাবে নিজেদের নাম নিবন্ধিত করতে পারেন।

সার্ভিস ভোটার হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়া:

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বছরে দু'বার সার্ভিস ভোটারদের তালিকা সংশোধন বা নাম নথিভুক্ত করার সুযোগ দেয়। কমিশন প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের কাছে একটি বার্তা পাঠায় যাতে এই সার্ভিস ভোটারদের তালিকা সংশোধনের কার্যক্রম শুরু করা যায়।

এই প্রক্রিয়াটির ঘোষণা করার সঙ্গে সঙ্গে, সার্ভিস ভোটারের যোগ্যতা থাকা ব্যক্তিরা বিধিবদ্ধ ফর্ম 2/2A/3 পূরণ করে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন এবং এটি রেকর্ড অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা বা বিদেশ মন্ত্রকের নোডাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেন (ভারত সরকারের অধীনে কোনও পদে দেশের বাইরে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য)।

ওই ব্যক্তিকে একটি নির্ধারিত বিন্যাসে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে যে, তিনি কোনও নির্বাচনী এলাকায় সাধারণ ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার ফর্ম এবং ঘোষণাপত্রটি পরীক্ষা করবেন এবং নিশ্চিত করবেন যে ফর্মটি সব ক্ষেত্রেই আবেদনকারীর দ্বারা পূরণ করা যাবতীয় বিবরণ সম্পূর্ণ এবং সঠিক।

দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তারপর, ফর্মে প্রদত্ত তথ্যগুলি যাচাইকরে শংসাপত্রে স্বাক্ষর করবেন এবং এটি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক ফর্মটি সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন যিনি তারপর নির্বাচনী এলাকার নির্বাচনী রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পাঠাবেন। ওই কর্মকর্তা ফর্মটি দেখে সার্ভিস ভোটারের নাম তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করবেন।

একজন সার্ভিস ভোটারের স্ত্রী বা সন্তানরাও কি সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেন ?

নির্বাচন কমিশনের মতে, একজন সার্ভিস ভোটারের স্ত্রী, যদি তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন, তাহলে তাঁকেও ওই নির্দিষ্ট নির্বাচনী এলাকার একজন সার্ভিস ভোটার হিসেবে গণ্য করা হবে। সার্ভিস ভোটারকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে যে, স্ত্রী তাঁর সঙ্গেই থাকেন। এর পর ওই ব্যক্তির স্ত্রীও একজন সার্ভিস ভোটার হিসাবে নথিভুক্ত হবেন৷ তাই কোনও মহিলার স্বামী যদি সার্ভিস ভোটার হয়ে থাকেন, সে ক্ষেত্রে তাঁর আলাদা কোনও ঘোষণাপত্রের প্রয়োজন নেই।

তবে একজন সার্ভিস ভোটারের ছেলে/মেয়ে/আত্মীয়/পরিচারিকা যদি তার সঙ্গে থাকেন, তাহলে এদের নাম সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত করা যাবে না। আইন অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র একজন পুরুষ সার্ভিস ভোটারের স্ত্রীর জন্য উপলব্ধ অথচ একজন মহিলা সার্ভিস ভোটারের স্বামীর জন্য উপলব্ধ নয়।

কোনও ব্যক্তি কি একইসঙ্গে সার্ভিস ভোটার এবং সাধারণ ভোটার হতে পারেন ?

জনপ্রতিনিধিত্ব আইন, 1950 এর 17 এবং 18 ধারার অধীনে থাকা বিধানগুলির পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি একাধিক স্থানে ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে পারবেন না। একইভাবে, কোনও ব্যক্তিকে ভোটার হিসাবে একটি তালিকায় একাধিকবার তালিকাভুক্ত করা যাবে না। একজন সার্ভিস ভোটারের কাছে নিজেকে সার্ভিস ভোটার বা সাধারণ ভোটার হিসাবে নিবন্ধিত করার বিকল্প রয়েছে। সেই অনুযায়ী প্রথমেই তাকে তার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে৷

বিশেষ সার্ভিস ভোটার:

সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর অন্তর্গত সার্ভিস ভোটাররা যাদের জন্য আর্মি অ্যাক্ট, 1950 এর বিধানগুলি প্রযোজ্য, তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে বা যথাযথভাবে নিযুক্ত প্রক্সি ভোটারের মাধ্যমে নিজেদের ভোট দিতে পারেন৷ একজন সার্ভিস ভোটার যিনি প্রক্সির মাধ্যমে নিজের পরিচিত কাউকে মনোনিত করে ভোট দিতে চান তাঁকে বিশেষ সার্ভিস ভোটার (CSV) বলা হয়।

কীভাবে প্রক্সি ভোট দেওয়া যায় ?

সার্ভিস ভোটারের ভোটকেন্দ্রে তাঁর হয়ে ভোট দেওযার জন্য মনোনিত নির্দিষ্ট ব্যক্তি যখন ভোট দেন, তখন তা সার্ভিস ভোটারের পক্ষের প্রক্সি ভোট হিসাবে রেকর্ড করা হয় ৷ প্রক্সি ভোটার সার্ভিস ভোটারের পক্ষ থেকে ভোট দেওয়ার অধিকারী হবেন ৷ কোনও ব্যক্তি সার্ভিস ভোটারের ভোটকেন্দ্রের নিবন্ধিত ভোটার হলে তিনি সার্ভিস ভোটারের পক্ষ থেকে প্রক্সি ভোট দিতে পারেন।

সূত্র: ভারতের নির্বাচন কমিশন

আরও পড়ুন:

রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে

লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের

প্রথম পর্যায়ের ভোট উত্তরে, 3 জেলায় মনোনয়ন জমা দিয়েছেন 36 জন প্রার্থী

হায়দরাবাদ, 28 মার্চ: দেশের সমস্ত ভোটারদের মধ্যে, যারা 2024 সালের লোকসভা নির্বাচনে তাদের ভোট দেবেন, সেখানে একটি বিশেষ বিভাগ রয়েছে, যাকে সার্ভিস ভোটার বলা হয়। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ, সেনা ইত্যাদি দেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তিরা সার্ভিস ভোটারের বিভাগে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারেন।

সার্ভিস ভোটার কারা?

একজন সার্ভিস ভোটার হলেন একজন সরকারি চাকুরিজীবী যিনি পেশার সূত্রে নিজের রাজ্য বা দেশের বাইরে কর্মরত। নিম্নলিখিত ব্যক্তিরা সার্ভিস ভোটারের বিভাগে তালিকাভুক্ত:

  • দেশের সশস্ত্র বাহিনীর সদস্য
  • এমন একটি বাহিনীর সদস্য যাদের উপর আর্মি অ্যাক্ট, 1950 (46 নম্বর ধারায়) এর বিধানগুলি সংশোধন সহ বা সংশোধন ছাড়াই প্রযোজ্য হয়
  • একটি রাজ্যের বা নিজের রাজ্যের বাইরে কাজ করা সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য হওয়া
  • একজন ব্যক্তি যিনি কেন্দ্র সরকারের অধীনে কোনও পদে নিযুক্ত হয়ে ভারতের বাইরে কর্মরত

সার্ভিস ভোটার এবং সাধারণ ভোটারদের মধ্যে তফাত কোথায় ?

যদি একজন সাধারণ ভোটার যিনি নির্বাচনী এলাকার ভোটার তালিকায় তার সাধারণ বাসস্থানে রয়েছেন, সেখানে নিবন্ধিত থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী হওয়ায় কাজের সূত্রে যিনি নিজের রাজ্য বা দেশের বাইরে কর্মরত, তিনি তাঁর জন্মস্থানে বা স্থায়ী ঠিকানায় 'সার্ভিস ভোটার' হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে পারেন । এছাড়া, এই ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারি পেশা সূত্রে যে জায়গায় রয়েছেন, সেখানে নিজেকে সাধারণ ভোটার হিসাবেও নথিভুক্ত করার একটি বিকল্প পাবেন ৷ ওই কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী যদি নিজের স্থায়ী ঠিকানার বাইরে পরিবারের সঙ্গে থাকেন, সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদেরও সেখানকার সাধারণ ভোটার হিসাবে নথিভুক্ত করতে পারেন ।

সমস্ত সশস্ত্র বাহিনী/প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরা কি সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য ?

ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সদস্যরা এবং জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (বর্ডার রোড অর্গানাইজেশন), বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, অসম রাইফেলস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বল-এর সদস্যরা সার্ভিস ভোটার হিসাবে নিজেদের নাম নিবন্ধিত করতে পারেন।

সার্ভিস ভোটার হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়া:

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বছরে দু'বার সার্ভিস ভোটারদের তালিকা সংশোধন বা নাম নথিভুক্ত করার সুযোগ দেয়। কমিশন প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের কাছে একটি বার্তা পাঠায় যাতে এই সার্ভিস ভোটারদের তালিকা সংশোধনের কার্যক্রম শুরু করা যায়।

এই প্রক্রিয়াটির ঘোষণা করার সঙ্গে সঙ্গে, সার্ভিস ভোটারের যোগ্যতা থাকা ব্যক্তিরা বিধিবদ্ধ ফর্ম 2/2A/3 পূরণ করে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন এবং এটি রেকর্ড অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা বা বিদেশ মন্ত্রকের নোডাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেন (ভারত সরকারের অধীনে কোনও পদে দেশের বাইরে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য)।

ওই ব্যক্তিকে একটি নির্ধারিত বিন্যাসে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে যে, তিনি কোনও নির্বাচনী এলাকায় সাধারণ ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার ফর্ম এবং ঘোষণাপত্রটি পরীক্ষা করবেন এবং নিশ্চিত করবেন যে ফর্মটি সব ক্ষেত্রেই আবেদনকারীর দ্বারা পূরণ করা যাবতীয় বিবরণ সম্পূর্ণ এবং সঠিক।

দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তারপর, ফর্মে প্রদত্ত তথ্যগুলি যাচাইকরে শংসাপত্রে স্বাক্ষর করবেন এবং এটি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক ফর্মটি সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন যিনি তারপর নির্বাচনী এলাকার নির্বাচনী রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পাঠাবেন। ওই কর্মকর্তা ফর্মটি দেখে সার্ভিস ভোটারের নাম তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করবেন।

একজন সার্ভিস ভোটারের স্ত্রী বা সন্তানরাও কি সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেন ?

নির্বাচন কমিশনের মতে, একজন সার্ভিস ভোটারের স্ত্রী, যদি তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন, তাহলে তাঁকেও ওই নির্দিষ্ট নির্বাচনী এলাকার একজন সার্ভিস ভোটার হিসেবে গণ্য করা হবে। সার্ভিস ভোটারকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে যে, স্ত্রী তাঁর সঙ্গেই থাকেন। এর পর ওই ব্যক্তির স্ত্রীও একজন সার্ভিস ভোটার হিসাবে নথিভুক্ত হবেন৷ তাই কোনও মহিলার স্বামী যদি সার্ভিস ভোটার হয়ে থাকেন, সে ক্ষেত্রে তাঁর আলাদা কোনও ঘোষণাপত্রের প্রয়োজন নেই।

তবে একজন সার্ভিস ভোটারের ছেলে/মেয়ে/আত্মীয়/পরিচারিকা যদি তার সঙ্গে থাকেন, তাহলে এদের নাম সার্ভিস ভোটার হিসেবে তালিকাভুক্ত করা যাবে না। আইন অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র একজন পুরুষ সার্ভিস ভোটারের স্ত্রীর জন্য উপলব্ধ অথচ একজন মহিলা সার্ভিস ভোটারের স্বামীর জন্য উপলব্ধ নয়।

কোনও ব্যক্তি কি একইসঙ্গে সার্ভিস ভোটার এবং সাধারণ ভোটার হতে পারেন ?

জনপ্রতিনিধিত্ব আইন, 1950 এর 17 এবং 18 ধারার অধীনে থাকা বিধানগুলির পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি একাধিক স্থানে ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে পারবেন না। একইভাবে, কোনও ব্যক্তিকে ভোটার হিসাবে একটি তালিকায় একাধিকবার তালিকাভুক্ত করা যাবে না। একজন সার্ভিস ভোটারের কাছে নিজেকে সার্ভিস ভোটার বা সাধারণ ভোটার হিসাবে নিবন্ধিত করার বিকল্প রয়েছে। সেই অনুযায়ী প্রথমেই তাকে তার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে৷

বিশেষ সার্ভিস ভোটার:

সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর অন্তর্গত সার্ভিস ভোটাররা যাদের জন্য আর্মি অ্যাক্ট, 1950 এর বিধানগুলি প্রযোজ্য, তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে বা যথাযথভাবে নিযুক্ত প্রক্সি ভোটারের মাধ্যমে নিজেদের ভোট দিতে পারেন৷ একজন সার্ভিস ভোটার যিনি প্রক্সির মাধ্যমে নিজের পরিচিত কাউকে মনোনিত করে ভোট দিতে চান তাঁকে বিশেষ সার্ভিস ভোটার (CSV) বলা হয়।

কীভাবে প্রক্সি ভোট দেওয়া যায় ?

সার্ভিস ভোটারের ভোটকেন্দ্রে তাঁর হয়ে ভোট দেওযার জন্য মনোনিত নির্দিষ্ট ব্যক্তি যখন ভোট দেন, তখন তা সার্ভিস ভোটারের পক্ষের প্রক্সি ভোট হিসাবে রেকর্ড করা হয় ৷ প্রক্সি ভোটার সার্ভিস ভোটারের পক্ষ থেকে ভোট দেওয়ার অধিকারী হবেন ৷ কোনও ব্যক্তি সার্ভিস ভোটারের ভোটকেন্দ্রের নিবন্ধিত ভোটার হলে তিনি সার্ভিস ভোটারের পক্ষ থেকে প্রক্সি ভোট দিতে পারেন।

সূত্র: ভারতের নির্বাচন কমিশন

আরও পড়ুন:

রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে

লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের

প্রথম পর্যায়ের ভোট উত্তরে, 3 জেলায় মনোনয়ন জমা দিয়েছেন 36 জন প্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.