ETV Bharat / bharat

বিষ্ণোইয়ের পরের নিশানা হোক রাহুল ! বিতর্কিত পোস্টে FIR ওড়িয়া অভিনেতার বিরুদ্ধে - LAWRENCE BISHNOI GANG NEXT TARGET

রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে ওড়িশার এক অভিনেতা ৷ এরপর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ওড়িশা কংগ্রেস ৷

Rahul Gandhi and Odisha actor Budhaditya mohanty
রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত পোস্ট অভিনেতা মোহান্তির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 10:34 AM IST

ভুবনেশ্বর, 19 অক্টোবর: ওড়িয়া অভিনেতাকে গ্রেফতারের দাবি জানাল রাজ্যের ছাত্র কংগ্রেস ৷ গত 12 অক্টোবর বাবা সিদ্দিকীর মৃত্যুতে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে ৷ এই আবহে ওড়িয়া অভিনেতা বুধাদিত্য মোহান্তি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী নিশানা হওয়া উচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং এআইএমইআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ স্বভাবত এমন পোস্টের পর তুমুল বিতর্ক তৈরি হয় ৷

এরপর শুক্রবার ওড়িশা ছাত্র কংগ্রেস ক্যাপিটাল থানায় গিয়ে বুধাদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ অভিনেতাকে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ পরে অবশ্য বুধাদিত্য মোহান্তি তাঁর ওই পোস্টটি মুছে দেন ৷ আরেকটি পোস্টে বুধাদিত্য লেখেন, "রাহুল গান্ধিকে নিয়ে আমার শেষ পোস্টটিতে আমি কাউকে নিশানা করতে চাইনি ৷ আমি তাঁর বিরুদ্ধে কিছু লিখিনি ৷ আমি যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি ৷ কাউকে আঘাত করার কোনও ইচ্ছে ছিল না ৷"

Odisha actor Budhaditya Mohanty Controversial Post
রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত পোস্ট অভিনেতা মোহান্তির (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

ওড়িশা ছাত্র কংগ্রেসের সভাপতি উদিত প্রধান বলেন, "আমাদের নেতার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এধরনের মন্তব্য আমরা মেনে নেব না ৷ বুধাদিত্য মোহান্তি পোস্টটি মুছে দিয়েছেন ৷ তা-ও তাঁকে সোশাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে ৷"

গত 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ, তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ পুলিশ এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে ৷

ভুবনেশ্বর, 19 অক্টোবর: ওড়িয়া অভিনেতাকে গ্রেফতারের দাবি জানাল রাজ্যের ছাত্র কংগ্রেস ৷ গত 12 অক্টোবর বাবা সিদ্দিকীর মৃত্যুতে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে ৷ এই আবহে ওড়িয়া অভিনেতা বুধাদিত্য মোহান্তি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী নিশানা হওয়া উচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং এআইএমইআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ স্বভাবত এমন পোস্টের পর তুমুল বিতর্ক তৈরি হয় ৷

এরপর শুক্রবার ওড়িশা ছাত্র কংগ্রেস ক্যাপিটাল থানায় গিয়ে বুধাদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ অভিনেতাকে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ পরে অবশ্য বুধাদিত্য মোহান্তি তাঁর ওই পোস্টটি মুছে দেন ৷ আরেকটি পোস্টে বুধাদিত্য লেখেন, "রাহুল গান্ধিকে নিয়ে আমার শেষ পোস্টটিতে আমি কাউকে নিশানা করতে চাইনি ৷ আমি তাঁর বিরুদ্ধে কিছু লিখিনি ৷ আমি যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি ৷ কাউকে আঘাত করার কোনও ইচ্ছে ছিল না ৷"

Odisha actor Budhaditya Mohanty Controversial Post
রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত পোস্ট অভিনেতা মোহান্তির (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

ওড়িশা ছাত্র কংগ্রেসের সভাপতি উদিত প্রধান বলেন, "আমাদের নেতার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এধরনের মন্তব্য আমরা মেনে নেব না ৷ বুধাদিত্য মোহান্তি পোস্টটি মুছে দিয়েছেন ৷ তা-ও তাঁকে সোশাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে ৷"

গত 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ, তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ পুলিশ এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.