ভুবনেশ্বর, 19 অক্টোবর: ওড়িয়া অভিনেতাকে গ্রেফতারের দাবি জানাল রাজ্যের ছাত্র কংগ্রেস ৷ গত 12 অক্টোবর বাবা সিদ্দিকীর মৃত্যুতে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে ৷ এই আবহে ওড়িয়া অভিনেতা বুধাদিত্য মোহান্তি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী নিশানা হওয়া উচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং এআইএমইআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ স্বভাবত এমন পোস্টের পর তুমুল বিতর্ক তৈরি হয় ৷
এরপর শুক্রবার ওড়িশা ছাত্র কংগ্রেস ক্যাপিটাল থানায় গিয়ে বুধাদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ অভিনেতাকে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ পরে অবশ্য বুধাদিত্য মোহান্তি তাঁর ওই পোস্টটি মুছে দেন ৷ আরেকটি পোস্টে বুধাদিত্য লেখেন, "রাহুল গান্ধিকে নিয়ে আমার শেষ পোস্টটিতে আমি কাউকে নিশানা করতে চাইনি ৷ আমি তাঁর বিরুদ্ধে কিছু লিখিনি ৷ আমি যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি ৷ কাউকে আঘাত করার কোনও ইচ্ছে ছিল না ৷"
ওড়িশা ছাত্র কংগ্রেসের সভাপতি উদিত প্রধান বলেন, "আমাদের নেতার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এধরনের মন্তব্য আমরা মেনে নেব না ৷ বুধাদিত্য মোহান্তি পোস্টটি মুছে দিয়েছেন ৷ তা-ও তাঁকে সোশাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে ৷"
VIDEO | Bhubaneswar: Odisha Chhatra Congress files an FIR against actor Buddhaditya Mohanty over his 'controversial' social media post. It is alleged that Mohanty, in his social media post, said that after killing Baba Siddique, gangster Lawrence Bishnoi's next target should be… pic.twitter.com/qEZBBTony5
— Press Trust of India (@PTI_News) October 19, 2024
গত 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ, তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ পুলিশ এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে ৷