কানপুর, 14 জুন: ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল কানপুর আইআইটির এক অধ্যাপকের ৷ মৃতের নাম কানওয়ার সিং নালওয়া ৷ তিনি কানপুর আইআইটির সাস্টেনেবল এনার্জি বিভাগে সহকারী অধ্যাপক ছিলেন ৷ বুধবার লেহতে ট্রেকিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ ক্রমশ স্বাস্থ্য়ের অবনতি হতে থাকে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় তাঁর মৃত্যু হয় ৷
মৃত ওই অধ্যাপক দেরাদুনের বাসিন্দা ৷ তিনি কানপুর আইআইটির আরও দুই অধ্যাপকের সঙ্গে সরকারি কাজে গিয়েছিলেন রোপার আইআইটিতে ৷ সেখান থেকে তাঁরা ট্রেকিং করতে চলে যান লেহতে ৷ সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ অধ্যাপকের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকস্তব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাম্পাসে ৷ আইআইটি কানপুরের ডিরেক্টর প্রফেসর মণীন্দ্র আগরওয়াল এবং ডেপুটি ডিরেক্টর প্রফেসর ব্রিজ ভূষণ কানওয়ার সিং নালওয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
আইআইটি কানপুরের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন যে প্রফেসর কানওয়ার সিং নালওয়া নিজেই আইআইটি কানপুর থেকে বি টেক করেছেন । বর্তমানে তিনি সৌরশক্তি নিয়ে গবেষণা করছিলেন । তাঁর সহকর্মী ও পিএইচডি করা ছাত্রদের মতে, প্রফেসর নলওয়া ছিলেন অত্যন্ত হাসিখুশি প্রকৃতির মানুষ । তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ সবাইকে হতবাক করেছে । অধ্যাপক নালওয়া পরিবারকেও বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন । পরে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু সেই পরিস্থিতি আর তিনি রক্ষা করতে পারলেন না ৷
কিছুদিন আগে আইআইটি কানপুর ক্যাম্পাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিখ্যাত আইআইটি অধ্যাপক সমীর খান্দেকারও । একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময়ই তাঁর হার্ট অ্যাটাক হয় । ক্যাম্পাসেই তাঁর মৃত্যু হয় । সেখানকার অধ্যাপকরা জানিয়েছেন, এক বছরের মধ্যে আইআইটির দুই ভালো অধ্যাপকের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ।