ETV Bharat / bharat

পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ সেনা আধিকারিককে শ্রদ্ধা বায়ুসেনার, চলছে নাকা-চেকিং - Poonch IAF Convoy Attack - POONCH IAF CONVOY ATTACK

Poonch IAF Convoy Terror Attack: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিদের আক্রমণে প্রয়াত সেনা আধিকারিক ভিক্কি পাহাড়ে ৷ জখম আরও 4 জন জওয়ান কম্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ৷

IAF Convoy Attack in Poonch
পুঞ্চে মৃত বায়ুসেনা আধিকারিক (ইটিভি ভারত বাংলা)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 12:51 PM IST

Updated : May 5, 2024, 2:15 PM IST

নয়াদিল্লি, 5 মে: জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বায়ুসেনা আধিকারিকের ৷ রবিবার সোশাল মিডিয়ায় ওই আধিকারিকের ছবি প্রকাশ করল ভারতীয় বায়ু সেনা ৷ শহিদ বায়ুসেনা আধিকারিক কর্পোরাল ভিক্কি পাহাড়ে ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় বায়ুসেনা লিখেছে, "চিফ অফ এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি এবং ভারতীয় বায়ুসেনার অন্য সব আধিকারিকরা বীর কর্পোরাল ভিক্কি পাহাড়ের মৃত্যুতে শোকপ্রকাশ করছে ৷ পুঞ্চ সেক্টরে তিনি দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন ৷ তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল ৷ এই শোকের সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি ৷"

শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় বায়ুসেনার কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ পালটা জবাব দেয় বায়ুসেনার জওয়ানরা ৷ গুলিযুদ্ধে 5 জন জখম হন ৷ তার মধ্যে কর্পোরাল ভিক্কির অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ 5 জনকেই উধমপুরের কম্যান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই মৃত্যু হয় সেনা আধিকারিক ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা 6টা 15 মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে ৷ পুঞ্চের শাহি সিতারের কাছে সুরানকোট এলাকায় জঙ্গিরা বায়ুসেনার কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে ৷ বায়ু সেনাবাহিনী তখন সানাই টপে তাদের ঘাঁটিতে ফিরছিল ৷ জঙ্গিদের গুলির প্রত্যুত্তরে সেনারাও পালটা গুলি চালাতে থাকে ৷ এই গুলিযুদ্ধে 5 জন জখম হন ৷ তাঁদের মধ্যে সেনা আধিকারিক ভিক্কি পাহাড়ের মৃত্যু হয় ৷

এই হামলার পর সঙ্গে সঙ্গে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ৷ তবে আধিকারিকদের অনুমান, জঙ্গিরাও দ্রুত কাছাকাছি জঙ্গলে পালিয়ে গা ঢাকা দেয় ৷ তাদের সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এর আগে গত বছরের 21 ডিসেম্বর পুঞ্চে জঙ্গি হামলায় চার সেনা জওয়ান নিহত হয়েছিলেন ৷ আধিকারিকরা মনে করছেন, সেই হামলার নেপথ্যে যে জঙ্গিরা ছিল, তারাই এই হামলা চালিয়েছে ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ এক, চলছে চিরুনি তল্লাশি
  2. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর

নয়াদিল্লি, 5 মে: জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বায়ুসেনা আধিকারিকের ৷ রবিবার সোশাল মিডিয়ায় ওই আধিকারিকের ছবি প্রকাশ করল ভারতীয় বায়ু সেনা ৷ শহিদ বায়ুসেনা আধিকারিক কর্পোরাল ভিক্কি পাহাড়ে ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় বায়ুসেনা লিখেছে, "চিফ অফ এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি এবং ভারতীয় বায়ুসেনার অন্য সব আধিকারিকরা বীর কর্পোরাল ভিক্কি পাহাড়ের মৃত্যুতে শোকপ্রকাশ করছে ৷ পুঞ্চ সেক্টরে তিনি দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন ৷ তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল ৷ এই শোকের সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি ৷"

শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় বায়ুসেনার কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ পালটা জবাব দেয় বায়ুসেনার জওয়ানরা ৷ গুলিযুদ্ধে 5 জন জখম হন ৷ তার মধ্যে কর্পোরাল ভিক্কির অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ 5 জনকেই উধমপুরের কম্যান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই মৃত্যু হয় সেনা আধিকারিক ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা 6টা 15 মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে ৷ পুঞ্চের শাহি সিতারের কাছে সুরানকোট এলাকায় জঙ্গিরা বায়ুসেনার কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে ৷ বায়ু সেনাবাহিনী তখন সানাই টপে তাদের ঘাঁটিতে ফিরছিল ৷ জঙ্গিদের গুলির প্রত্যুত্তরে সেনারাও পালটা গুলি চালাতে থাকে ৷ এই গুলিযুদ্ধে 5 জন জখম হন ৷ তাঁদের মধ্যে সেনা আধিকারিক ভিক্কি পাহাড়ের মৃত্যু হয় ৷

এই হামলার পর সঙ্গে সঙ্গে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ৷ তবে আধিকারিকদের অনুমান, জঙ্গিরাও দ্রুত কাছাকাছি জঙ্গলে পালিয়ে গা ঢাকা দেয় ৷ তাদের সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এর আগে গত বছরের 21 ডিসেম্বর পুঞ্চে জঙ্গি হামলায় চার সেনা জওয়ান নিহত হয়েছিলেন ৷ আধিকারিকরা মনে করছেন, সেই হামলার নেপথ্যে যে জঙ্গিরা ছিল, তারাই এই হামলা চালিয়েছে ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ এক, চলছে চিরুনি তল্লাশি
  2. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
Last Updated : May 5, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.