গুয়াহাটি, 20 মে: সন্ধ্যায় বিয়ে কিন্তু, বরের পাত্তা নেই ৷ তিনি মাথা মুকুট পরে বিয়ের পোশাকে হাজির হয়েছেন ক্রিকেট স্টেডিয়ামে ৷ কারণ, তাঁর প্রিয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে ৷ সেই ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি দেখতে হবে ৷ তাই বিয়ের দিন হবু স্ত্রীকে ফেলে ত্রিপুরা থেকে গুয়াহাটি হাজির হয়েছিলেন ক্রিকেট পাগল বর ৷ কলকাতা নাইট রাইডার্সের এমনই 'পাগল' ফ্যানের দেখা পাওয়া গেল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ৷
এমনকি হবু স্ত্রীকে অনুরোধ পর্যন্ত করেছেন, যাতে আরও কিছুটা সময় অপেক্ষা করেন তাঁর জন্য ৷ আর তারপরেই ত্রিপুরা থেকে গাড়িতে সাড়ে পাঁচশো কিলোমিটার 15 ঘণ্টার সফরে গুয়াহাটি পৌঁছান ওই যুবক ৷ শুধুমাত্র সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা, আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্কদের খেলা দেখবেন বলে ৷ কিন্তু, যে ম্যাচের জন্য বিয়ের আসর ছেড়ে চলে এলেন ওই যুবক, রবিবার রাতের সেই ম্যাচে একবলও খেলা হল না ৷ বৃষ্টিতে পুরো ম্যাচটাই পণ্ড হয়েছে ৷
ফলে বিয়ের আসর ছেড়ে আসার খেসারত হয়তো এভাবেই দিতে হল ক্রিকেট 'পাগল' বরকে ৷ তবে, ম্যাচ শুরুর আগে ওই যুবককে ঘিরে মানুষের উৎসাহ কম ছিল না ৷ বিয়ে এবং হবু স্ত্রীর থেকে যার কাছে, ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ, এমন ব্যক্তিকে দেখতে ও তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন ম্যাচ দেখতে আসা অন্যান্য দর্শকরা ৷ রবিবার রাতের এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ৷ রাত 10টার পর বৃষ্টি বন্ধ হয় ৷ তারপর মাঠ শুকোতে আম্পায়াররা পরিদর্শন করে জানান, 7 ওভার করে দু’তরফে খেলা হবে ৷
সেই মতো 10টা 35 মিনিটে টস হয় ৷ কিন্তু, টসের পর ম্যাচ শুরু হওয়ার 9 মিনিট আগে আবারও বৃষ্টি নামে ৷ যার জেরে ম্যাচ পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ আম্পায়াররা পরিস্থিতি বিচার করে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ৷ যার ফলে 17 পয়েন্ট নিয়ে নেট রানরেটের বিচারে রাজস্থান রয়্যাল আইপিএলের পয়েন্ট তালিকায় তিননম্বরে শেষ করল ৷ তারা 22 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এলিমিনেটর খেলবে ৷ অন্যদিকে, 20 পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা নাইটরা 21 মে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলবে ৷
আরও পড়ুন: