ETV Bharat / bharat

স্কুটিতে ধাক্কা গাড়ির! ছিটকে গেলেন তরুণী; রইল ভিডিয়ো - Noida Accident - NOIDA ACCIDENT

Close Shave With Death: শনিবার দুপুরে স্কুটি নিয়ে এক তরুণী নয়ডা থেকে গাজিয়াবাদ যাচ্ছিলেন ৷ হঠাৎ তাঁকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি গাড়ি ৷ সঙ্গে সঙ্গে রাস্তার ধারে পিলারে তরুণী ৷ তাঁকে বাঁচাতে ছুটে আসেন আশপাশের মানুষ ৷

Noida Accident
পিলার বেস থেকে তরুণীকে উদ্ধার করছে পুলিশ ও দমকলের দল (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 4:36 PM IST

নয়ডা, 21 সেপ্টেম্বর: একেই বলে, রাখে হরি মারে কে ? তেমনটাই হল শনিবার দুপুরে উত্তরপ্রদেশের নয়ডায় ৷ একটুর জন্য প্রাণে বাঁচলেন তরুণী ৷ স্কুটি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ জ্ঞান হারিয়ে তরুণী রাস্তার ধারের পিলারের বর্ধিত অংশে ছিটকে পড়েন ৷ পরে তাঁকে উদ্ধার করা হয় ৷

ঘটনাটি ঘটেছে নয়ডার 25 নম্বর সেক্টরে ৷ নয়ডার এডিসিপি মনীশ কুমার মিশ্র বলেন, "এক তরুণী নয়ডা থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে ৷ তিনি রাস্তার পিলারের বেসের ধারে ছিটকে পড়েন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷"

দুর্ঘটনাগ্রস্ত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (ভিডিয়ো: এএনআই)

পুলিশ আধিকারিক জানান, পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল ওই তরুণীকে নিরাপদে বের করে এনেছে ৷ তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর সঙ্গে আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ওয়াগন আর গাড়ি ওই তরুণীকে ধাক্কা মেরেছিল ৷ পুলিশ ওই গাড়িটিকে ধরতে পেরেছে ৷ পুলিশ আধিকারিক বলেন, "এই ঘটনা প্রসঙ্গে আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে চাই ৷ তারপর পরবর্তী পদক্ষেপ করব ৷"

মেয়েটি পিলার বেসে ছিটকে পড়ার পর দু'জন তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে ৷ তাঁরা ওই পিলার বেসে উঠে মেয়েটির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন ৷ তাঁদেরও পরে উদ্ধার করা হয়েছে ৷ দুই উদ্ধারকারীর অন্যতম জানারুল এদিন বলেন, "একটা গাড়ি দ্রুতবেগে ছুটে আসছিল ৷ গাড়িটি ওই মেয়েটির স্কুটিতে ধাক্কা মারে ৷ আমরা দেখলাম মেয়েটি ছিটকে পড়ল ৷ তখন তাঁকে বাঁচাতে ছুটে আসি ৷ এখন পুলিশ এসেছে ৷ আমাদের উদ্ধার করেছে ৷"

নয়ডা, 21 সেপ্টেম্বর: একেই বলে, রাখে হরি মারে কে ? তেমনটাই হল শনিবার দুপুরে উত্তরপ্রদেশের নয়ডায় ৷ একটুর জন্য প্রাণে বাঁচলেন তরুণী ৷ স্কুটি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ জ্ঞান হারিয়ে তরুণী রাস্তার ধারের পিলারের বর্ধিত অংশে ছিটকে পড়েন ৷ পরে তাঁকে উদ্ধার করা হয় ৷

ঘটনাটি ঘটেছে নয়ডার 25 নম্বর সেক্টরে ৷ নয়ডার এডিসিপি মনীশ কুমার মিশ্র বলেন, "এক তরুণী নয়ডা থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে ৷ তিনি রাস্তার পিলারের বেসের ধারে ছিটকে পড়েন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷"

দুর্ঘটনাগ্রস্ত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (ভিডিয়ো: এএনআই)

পুলিশ আধিকারিক জানান, পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল ওই তরুণীকে নিরাপদে বের করে এনেছে ৷ তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর সঙ্গে আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ওয়াগন আর গাড়ি ওই তরুণীকে ধাক্কা মেরেছিল ৷ পুলিশ ওই গাড়িটিকে ধরতে পেরেছে ৷ পুলিশ আধিকারিক বলেন, "এই ঘটনা প্রসঙ্গে আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে চাই ৷ তারপর পরবর্তী পদক্ষেপ করব ৷"

মেয়েটি পিলার বেসে ছিটকে পড়ার পর দু'জন তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে ৷ তাঁরা ওই পিলার বেসে উঠে মেয়েটির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন ৷ তাঁদেরও পরে উদ্ধার করা হয়েছে ৷ দুই উদ্ধারকারীর অন্যতম জানারুল এদিন বলেন, "একটা গাড়ি দ্রুতবেগে ছুটে আসছিল ৷ গাড়িটি ওই মেয়েটির স্কুটিতে ধাক্কা মারে ৷ আমরা দেখলাম মেয়েটি ছিটকে পড়ল ৷ তখন তাঁকে বাঁচাতে ছুটে আসি ৷ এখন পুলিশ এসেছে ৷ আমাদের উদ্ধার করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.