নয়ডা, 21 সেপ্টেম্বর: একেই বলে, রাখে হরি মারে কে ? তেমনটাই হল শনিবার দুপুরে উত্তরপ্রদেশের নয়ডায় ৷ একটুর জন্য প্রাণে বাঁচলেন তরুণী ৷ স্কুটি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ জ্ঞান হারিয়ে তরুণী রাস্তার ধারের পিলারের বর্ধিত অংশে ছিটকে পড়েন ৷ পরে তাঁকে উদ্ধার করা হয় ৷
ঘটনাটি ঘটেছে নয়ডার 25 নম্বর সেক্টরে ৷ নয়ডার এডিসিপি মনীশ কুমার মিশ্র বলেন, "এক তরুণী নয়ডা থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে ৷ তিনি রাস্তার পিলারের বেসের ধারে ছিটকে পড়েন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷"
পুলিশ আধিকারিক জানান, পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল ওই তরুণীকে নিরাপদে বের করে এনেছে ৷ তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর সঙ্গে আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ওয়াগন আর গাড়ি ওই তরুণীকে ধাক্কা মেরেছিল ৷ পুলিশ ওই গাড়িটিকে ধরতে পেরেছে ৷ পুলিশ আধিকারিক বলেন, "এই ঘটনা প্রসঙ্গে আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে চাই ৷ তারপর পরবর্তী পদক্ষেপ করব ৷"
#WATCH | Uttar Pradesh: The scooty-riding girl who landed on the pillar base of the elevated road near Noida Sector 25, after she was hit by an unidentified vehicle, has now been rescued. The two men who were attempting to rescue her have also been rescued. All three of them have… pic.twitter.com/ZpEOwWSHE9
— ANI (@ANI) September 21, 2024
মেয়েটি পিলার বেসে ছিটকে পড়ার পর দু'জন তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে ৷ তাঁরা ওই পিলার বেসে উঠে মেয়েটির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন ৷ তাঁদেরও পরে উদ্ধার করা হয়েছে ৷ দুই উদ্ধারকারীর অন্যতম জানারুল এদিন বলেন, "একটা গাড়ি দ্রুতবেগে ছুটে আসছিল ৷ গাড়িটি ওই মেয়েটির স্কুটিতে ধাক্কা মারে ৷ আমরা দেখলাম মেয়েটি ছিটকে পড়ল ৷ তখন তাঁকে বাঁচাতে ছুটে আসি ৷ এখন পুলিশ এসেছে ৷ আমাদের উদ্ধার করেছে ৷"