গয়া, 11 মার্চ: বিমানে চড়ার স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায় ৷ তবে এ বার খুব সামান্য খরচেই চড়া যাবে উড়োজাহাজে ৷ শুধু তাই নয়, সেখানে থাকবে রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থাও ৷ তবে আকাশে ওড়ার কোনও বন্দোবস্ত নেই ৷ আসলে গয়ায় একটি আস্ত বিমানেই তৈরি হচ্ছে রেস্তোরাঁ ৷ খুব শিগগিরই সেখানে গিয়ে বিমানের আসনে বসে বন্ধু ও পরিবারকে নিয়ে ভুরিভোজের স্বাদ নিতে পারবেন মানুষজন ৷
বিহার-ঝাড়খণ্ডের প্রথম বিমান রেস্তোরাঁ: গয়াতে তৈরি হচ্ছে এই বিমান রেস্তোরাঁ । নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে । গয়া-নওয়াদা প্রধান সড়কে সুখদেব ক্লার্ক হোটেলের প্রাঙ্গণে গড়ে উঠেছে বিমান রেস্তোরাঁ । এ প্রসঙ্গে রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার প্রবীণ ভারতী বলেন, বিহার-ঝাড়খণ্ডের মধ্যে এটিই প্রথম রেস্তোরাঁ, যা বিমানের মধ্যে তৈরি করা হয়েছে ।
তাঁর কথায়, "এ জন্য আমরা একটি বিমান কিনেছি, যেটিকে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই বিমানটি আমরা এখানে নিয়ে এসেছি । এই রেস্তোরাঁটি নিজেই অনন্য এবং অর্থনৈতিকও । গ্রাহকদের সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে । সাধারণ ঘরের লোকেরাও এখানে এসে বিমানে চড়ে ভোজ উপভোগ করতে পারেন ৷ এখানে খুব সস্তায় পাবেন সুস্বাদু খাবার ।"
কত খরচ হবে ? গয়া-বৌদ্ধগয়া একটি আন্তর্জাতিক পর্যটনস্থল এবং তীর্থস্থান ৷ এই রেস্তোরাঁটির মেনুকার্ড তৈরি করা হয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই । ভারতীয় খাবারের পাশাপাশি থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের খাবারও এখানে পরিবেশন করা হবে । বর্তমানে এই রেস্তোরাঁর প্রবেশ ফি রাখা হয়েছে জনপ্রতি 300 টাকা ।
বেঙ্গালুরু থেকে বিমান সংগ্রহ: এই বিমান রেস্তোঁরাটির অনেকগুলি বিশেষ বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে । এখানে শুধু খেতে নয়, এটি দেখতেও প্রতিদিন এখানে বহু মানুষ ভিড় জমান । বিমানে রেস্তোরাঁ থাকার দৃশ্য দেখা যায় গয়ার সুখদেব ক্লার্ক ইন হোটেলে । যদিও এটি সম্পূর্ণ আধুনিকীকরণ করা হয়েছে। কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি সুখদেব ক্লার্ক ইন হোটেলে বিমানের রেস্তোরাঁ বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী রেস্তোরাঁর মালিক ৷
আরও পড়ুন: