ETV Bharat / bharat

বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ, কোথায় ? খরচ কী ? - Gaya Airplane Restaurant

Gaya Airplane Restaurant: গয়ায় বাতিল হওয়া একটি বিমানের মধ্যেই তৈরি হয়েছে রেস্তোরাঁ ৷ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 5:14 PM IST

Updated : Mar 11, 2024, 8:02 PM IST

বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ

গয়া, 11 মার্চ: বিমানে চড়ার স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায় ৷ তবে এ বার খুব সামান্য খরচেই চড়া যাবে উড়োজাহাজে ৷ শুধু তাই নয়, সেখানে থাকবে রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থাও ৷ তবে আকাশে ওড়ার কোনও বন্দোবস্ত নেই ৷ আসলে গয়ায় একটি আস্ত বিমানেই তৈরি হচ্ছে রেস্তোরাঁ ৷ খুব শিগগিরই সেখানে গিয়ে বিমানের আসনে বসে বন্ধু ও পরিবারকে নিয়ে ভুরিভোজের স্বাদ নিতে পারবেন মানুষজন ৷

বিহার-ঝাড়খণ্ডের প্রথম বিমান রেস্তোরাঁ: গয়াতে তৈরি হচ্ছে এই বিমান রেস্তোরাঁ । নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে । গয়া-নওয়াদা প্রধান সড়কে সুখদেব ক্লার্ক হোটেলের প্রাঙ্গণে গড়ে উঠেছে বিমান রেস্তোরাঁ । এ প্রসঙ্গে রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার প্রবীণ ভারতী বলেন, বিহার-ঝাড়খণ্ডের মধ্যে এটিই প্রথম রেস্তোরাঁ, যা বিমানের মধ্যে তৈরি করা হয়েছে ।

তাঁর কথায়, "এ জন্য আমরা একটি বিমান কিনেছি, যেটিকে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই বিমানটি আমরা এখানে নিয়ে এসেছি । এই রেস্তোরাঁটি নিজেই অনন্য এবং অর্থনৈতিকও । গ্রাহকদের সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে । সাধারণ ঘরের লোকেরাও এখানে এসে বিমানে চড়ে ভোজ উপভোগ করতে পারেন ৷ এখানে খুব সস্তায় পাবেন সুস্বাদু খাবার ।"

কত খরচ হবে ? গয়া-বৌদ্ধগয়া একটি আন্তর্জাতিক পর্যটনস্থল এবং তীর্থস্থান ৷ এই রেস্তোরাঁটির মেনুকার্ড তৈরি করা হয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই । ভারতীয় খাবারের পাশাপাশি থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের খাবারও এখানে পরিবেশন করা হবে । বর্তমানে এই রেস্তোরাঁর প্রবেশ ফি রাখা হয়েছে জনপ্রতি 300 টাকা ।

বেঙ্গালুরু থেকে বিমান সংগ্রহ: এই বিমান রেস্তোঁরাটির অনেকগুলি বিশেষ বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে । এখানে শুধু খেতে নয়, এটি দেখতেও প্রতিদিন এখানে বহু মানুষ ভিড় জমান । বিমানে রেস্তোরাঁ থাকার দৃশ্য দেখা যায় গয়ার সুখদেব ক্লার্ক ইন হোটেলে । যদিও এটি সম্পূর্ণ আধুনিকীকরণ করা হয়েছে। কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি সুখদেব ক্লার্ক ইন হোটেলে বিমানের রেস্তোরাঁ বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী রেস্তোরাঁর মালিক ৷

আরও পড়ুন:

  1. প্রাণের উপর হামলা, দিলীপ কুমার-কবিগুরুর স্মৃতি; শতবর্ষের আলোকে ধুঁকছে মহানগরীর হেরিটেজ টুং অন
  2. পর্যটকদের কথা ভেবে রাজাভাতখাওয়া স্টেশনে কোচ রেস্তোরাঁর উদ্বোধন রেলের
  3. পুজোয় অরিজিৎ সিংয়ের হেঁশেলে স্পেশাল মেনু, পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছাড়

বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ

গয়া, 11 মার্চ: বিমানে চড়ার স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায় ৷ তবে এ বার খুব সামান্য খরচেই চড়া যাবে উড়োজাহাজে ৷ শুধু তাই নয়, সেখানে থাকবে রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থাও ৷ তবে আকাশে ওড়ার কোনও বন্দোবস্ত নেই ৷ আসলে গয়ায় একটি আস্ত বিমানেই তৈরি হচ্ছে রেস্তোরাঁ ৷ খুব শিগগিরই সেখানে গিয়ে বিমানের আসনে বসে বন্ধু ও পরিবারকে নিয়ে ভুরিভোজের স্বাদ নিতে পারবেন মানুষজন ৷

বিহার-ঝাড়খণ্ডের প্রথম বিমান রেস্তোরাঁ: গয়াতে তৈরি হচ্ছে এই বিমান রেস্তোরাঁ । নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে । গয়া-নওয়াদা প্রধান সড়কে সুখদেব ক্লার্ক হোটেলের প্রাঙ্গণে গড়ে উঠেছে বিমান রেস্তোরাঁ । এ প্রসঙ্গে রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার প্রবীণ ভারতী বলেন, বিহার-ঝাড়খণ্ডের মধ্যে এটিই প্রথম রেস্তোরাঁ, যা বিমানের মধ্যে তৈরি করা হয়েছে ।

তাঁর কথায়, "এ জন্য আমরা একটি বিমান কিনেছি, যেটিকে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই বিমানটি আমরা এখানে নিয়ে এসেছি । এই রেস্তোরাঁটি নিজেই অনন্য এবং অর্থনৈতিকও । গ্রাহকদের সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে । সাধারণ ঘরের লোকেরাও এখানে এসে বিমানে চড়ে ভোজ উপভোগ করতে পারেন ৷ এখানে খুব সস্তায় পাবেন সুস্বাদু খাবার ।"

কত খরচ হবে ? গয়া-বৌদ্ধগয়া একটি আন্তর্জাতিক পর্যটনস্থল এবং তীর্থস্থান ৷ এই রেস্তোরাঁটির মেনুকার্ড তৈরি করা হয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই । ভারতীয় খাবারের পাশাপাশি থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের খাবারও এখানে পরিবেশন করা হবে । বর্তমানে এই রেস্তোরাঁর প্রবেশ ফি রাখা হয়েছে জনপ্রতি 300 টাকা ।

বেঙ্গালুরু থেকে বিমান সংগ্রহ: এই বিমান রেস্তোঁরাটির অনেকগুলি বিশেষ বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে । এখানে শুধু খেতে নয়, এটি দেখতেও প্রতিদিন এখানে বহু মানুষ ভিড় জমান । বিমানে রেস্তোরাঁ থাকার দৃশ্য দেখা যায় গয়ার সুখদেব ক্লার্ক ইন হোটেলে । যদিও এটি সম্পূর্ণ আধুনিকীকরণ করা হয়েছে। কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি সুখদেব ক্লার্ক ইন হোটেলে বিমানের রেস্তোরাঁ বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী রেস্তোরাঁর মালিক ৷

আরও পড়ুন:

  1. প্রাণের উপর হামলা, দিলীপ কুমার-কবিগুরুর স্মৃতি; শতবর্ষের আলোকে ধুঁকছে মহানগরীর হেরিটেজ টুং অন
  2. পর্যটকদের কথা ভেবে রাজাভাতখাওয়া স্টেশনে কোচ রেস্তোরাঁর উদ্বোধন রেলের
  3. পুজোয় অরিজিৎ সিংয়ের হেঁশেলে স্পেশাল মেনু, পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছাড়
Last Updated : Mar 11, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.